![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের গৌরবের ইতিহাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের স্বশস্ত্র সংগ্রাম এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত।
তবে তারা বারবার এই যুদ্ধকে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ নয় ভারত-পাকিস্তান যুদ্ধ বলে উল্লেখ করছে। ১৯৭১ সালে পাকিস্তানকে ভারত পরাজিত করেছে বলে দাবি করছে।
সম্পতি বলিউডের আপকামিং সিনেমা 'পরমাণু: দ্য স্টোরি অব পোখরান' এর টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে। সেখানে শুরুতেই ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা, ১৯৭১ সালে ভারত পাকিস্তানকে পরাজিত করা, ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়কে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস বলে উল্লেখ করা হয়েছে।
'পরমাণু: দ্য স্টোরি অব পোখরান' সিনেমাটি আগামী ৪ মে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অভিষেক শমর্া। অভিনয় করেছেন জন আব্রাহাম, ডায়না পেন্টি, ভুমান ইরানি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে জন আব্রাহাম এন্টারটেনমেন্ট।
এখন প্রশ্ন হচ্ছে- ১৯৭১ সালের ইতিহাস ভারতের হয় কি করে? ভারত কি পাকিস্তানকে পরাজিত করেছিল না-কি বাংলাদেশ পরাজিত করেছিল?
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করায় আমরা ভারতের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তবে তাদের দ্বারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। সরকারিভাবে এর প্রতিবাদ জানানোর দাবি করছি।
এর আগেও ভারতীয় সিনেমায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সস্পর্কে ভুল বার্তা দেয়া হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের মুক্তি পাওয়া 'গুন্ডে' ও চলতি বছরে মুক্তি পাওয়া আইয়ারি অন্যতম।
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
ইনাম আহমদ বলেছেন: আজ্ঞে ভারত যদি নিজস্বার্থে যুদ্ধে হস্তক্ষেপ না করতো, মুক্তিযুদ্ধ দীর্ঘ নয়মাসের না, দীর্ঘ নয় বছরের, মায় এখনো চলতে পারতো।
আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ হলেও, ডিসেম্বরের আগে কোনও দেশ আমাদের স্বীকৃতি দেয়নি। একহিসেবে মুক্তিযুদ্ধ ছিলো একটা গৃহযুদ্ধ, আমাদের জাতিও ঐক্যবদ্ধ ছিলোনা, কিছু মানুষ পক্ষে আর কিছু বিপক্ষে ছিলো এবং আমরা এখনো সব বিপক্ষের মানুষের শাস্তির বিধান করতে পারিনি কারণ নানা আভ্যন্তরীণ জটিলতা।
বিশ্বের অধিকাংশ স্থানে, সম্ভবত জাতিসংঘেও, ১৯৭১ ১৯৬৫ এর কাশ্মির যুদ্ধের পরবর্তী হিসেবে চিহ্নিত হয়ে আছে।
আপনি জানেন কি যে ১৯৭১ এ ভারতকে দুটো ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছিলো? বাংলাদেশীদের সাহায্য করার অভিযোগ তুলে পশ্চিম থেকে ভারতকে আক্রমণ করে পাকিস্তান। ভারতের সম্পূর্ণ নিজস্বার্থ থেকেই ভারত সর্বশক্তি নিয়োগ করে আমাদের সাথে। আমাদের সশস্ত্র বাহিনীও এটা স্বীকার করতে বাধ্য হবে।
ওদের ইতিহাস ওদের প্রচার করতে দিন। নিজের প্রকৃত ইতিহাসটা জানুন। পারলে ভারতীয় জেনারেলদের একাত্তর নিয়ে লেখা বইগুলোর কিছু পড়ে দেখবেন।
ওদের দাবী যুক্তিযুক্ত। আপনার গায়ে লাগলে কিছু করার নেই।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: এটা খুব-ই নিন্দনীয়।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: এই কাজ গুলো যে উনারা কেন করেন বুঝি না।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
ক্স বলেছেন: যে যাই মনে করুক না কেন, ৭১ এর যুদ্ধ বিশ্বব্যাপী ভারত-পাকিস্তান যুদ্ধ নামেই পরিচিতি পাবে। এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যে ৫/৬টি যুদ্ধ হয়েছে, এর মধ্যে একমাত্র ৭১এর যুদ্ধেই ভারত জিতেছিল। বাকী সব যুদ্ধগুলোতে হয় পাকিস্তান জিতেছে, নয়ত ড্র হয়েছে। তাই ৭১ এর যুদ্ধের ক্রেডিট ভারত হাতছাড়া করতে চাইবেনা।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
@ক্স ও @সনেট কবি, সহমত।
৭১ সালে কোন রকম ক্ষতিপূরণ না নিয়ে, কেন যে পাকিদের ছেড়ে দেয়া হল???? মাথামোটা সব!!!
বাঙালীরা আবুলই থাকল!!!
৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
@ক্স ও @সনেট কবি, সহমত।
৭১ সালে কোন রকম ক্ষতিপূরণ না নিয়ে, কেন যে পাকিদের ছেড়ে দেয়া হল???? মাথামোটা সব!!!
বাঙালীরা আবুলই থাকল!!!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর বাল! নেটে এত সমস্যা ক্যান? (৪.৫জি!!!)
৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২
শহীদ আম্মার বলেছেন: অনেকে ছোটবেলায় মা-বাবা হারিয়ে ফেলে। বড় হয়ে কোন এক সময় তাদের ফিরে ফেলে সেকি আনন্দ!
তাই আজকে আমার আনন্দ দেখে কে! ওহ! আমি যে কি খুশি! আমার হারিয়ে ফেলা প্রধানমন্ত্রীকে খুঁজে পেয়েছি!
জানেন আমার প্রধানমন্ত্রীর নাম কি ?
হ্যাঁ আমার সেই প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি!!!!!!!!!!!!!!!!!!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
এস এম মামুন অর রশীদ বলেছেন: অনেকে অজ্ঞতার কারণে, অনেকে প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃতি করে। উপরের কেউ কেউ যেমন অজ্ঞতার কারণে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং একই সালে পাকিস্তান ও ভারতের আলাদা যুদ্ধকে গুলিয়ে ফেলছেন। মুক্তিযুদ্ধ নয় মাস, নয় বছর, না নয় শ বছর চলত, এসব তত্ত্বীয় কথাবার্তাও এক অর্থে বাঙালির স্বাধীনতা সংগ্রামের অবমূল্যায়ন।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
শাহ আজিজ বলেছেন: আমরা নিজেরাই ঘোষক কোন্দলে ব্যাস্ত । এবং তাইই করতে থাকব ।
১৯৭১ সালের বিষয় দুটি পর্বে বিভক্ত । ১, পূর্ব পাকিস্তানের সশস্ত্র স্বাধিকার আন্দোলন । ভারত এখানে সার্বিক সহায়তা দিয়েছে ।
২, ভারতের সাথে পাকিস্তানের ১৩ দিনের সর্বাত্মক যুদ্ধ । পাকিস্তান পরাজিত এবং পূর্ব পাকিস্তানের বিলুপ্তি ও স্বাধীন বাংলাদেশের উদ্ভব ।
ভারত শেষ ১৩ দিনের যুদ্ধের যবনিকা টেনে পাকিস্তানের পরাজিত সেনাদের বাধ্য করেছে ঢাকায় আত্মসমর্পণ দলিলে সাক্ষর করতে । এই অনুষ্ঠানে কেন প্রবাসি সরকারের কেউ হাজির থাকেননি তা নিয়ে অনেক কথা প্রচলিত আছে । আমার জীবনের শ্রেষ্ঠ সময় এই মুক্তিযুদ্ধ শুধু আমাদের। ভারতের সাথে পাকিস্তানের উভয় ফ্রন্টে যুদ্ধ শুধু ভারতের । আপনি মানুন আর নাই মানুন এতে ওদের কিছুই আসে যায় না। আপনি আমি দুর্বল শরীর , মন - মানসিকতার শিকার । সাহায্যকারি সবলকে কৌশলে বাগাতে হয় । আমরা যখন নিজেরাই কোন্দলে লিপ্ত তখন ভারত কেন পাকিস্তানও হাসছে।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
শহীদ আম্মার বলেছেন: ধুর! এতসব ঝামেলায় না গিয়ে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
৫৬ হাজার বর্গমাইলের এই বিশাল কেক খানা
৭১ এ সহযোগিতার হাদিয়া স্বরূপ
মোদির খানকায় দান কারিয়া দিলেই হয়।
সাথে ত বাইয়াত ফ্রি
এরপর উনিই ঠিক করবেন
কে ঘোষক
আর
কে টোষক
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
সনেট কবি বলেছেন: নিয়াজি অরোড়ার কাছে আত্ম সমর্পন করেছে। ওসমানির কাছে আত্ম সমর্পন করেনি।আর আপনারা তাদের যুদ্ধাপরাধী সৈন্যদের বিচার না করে ছেড়ে দিলে যুদ্ধের নাটাই আর আপনাদের হাতে থাকে কেমন করে? আপনাদের নাটাই যে হাইজ্যাক হয়েছে আপনারা বোধ হয় এখনো অনুভব করেননি!