![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী থেকে বরগুনা যাচ্ছি। বাসের মাঝ বরাবর দাড়ি, টুপি ও জুব্বা পরিহিত এক সহাস্য যুবককে দেখলাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে অতিক্রম করে বাসের পেছনের খালি আসনের দিকে এগিয়ে গেলাম। কোনো কথার অবতারণা করলাম না, যেহেতু চিনতে পারিনি। আমি বসার পর সে আমার কাছে আসলো। সালাম-মুসাফাহার পর জিজ্ঞেস করলো, চিনতে পেরেছেন? আমি মাথা চুলকালাম। কিন্তু কাজ হলো না, তাই নিরুত্তর রইলাম। তখন সে...ই বললো, আমি ফেরদৌসের ছোটো ভাই। বললাম- ও, আচ্ছা, কিন্তু তখনো চিনতে পারিনি। তবে তাকে বিব্রত না করে বললাম, কেমন আছো? বলো, কী বলবে?
সে বলতে শুরু করলো এবং অনেক কথা বললো। যার সারমর্ম হলো, আমি এ বছর ফাযিল পরীক্ষার্থী। কিন্তু আলীয়া মাদ্রাসার অবস্থা তো জানেন! না আছে ইলম, না আছে আমল। আমার পক্ষে এই মুহূর্তে কওমিয়া মাদ্রাসার শুরু থেকে পড়াও সম্ভব না। কী যে করি ভেবে পাচ্ছি না। আমি আপনার কাছে এমনিতেও আসতে চেয়েছিলাম। দেখা হয়ে ভালোই হলো। আপনি আমাকে বলুন, আমি এখন কী করতে পারি? আমার ইচ্ছা আমি কওমী মাদ্রাসা থেকে দাওরা ও ইফতা পাশ করবো। আপনি একটু আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন! কোথায় কীভাবে সম্ভব হবে?
আমি তাকে বললাম, তুমি আগে ফাযিল পরীক্ষা দাও। তারপর দেখা যাবে। এই মুহূর্তেই ওসব নিয়ে মাথা ঘামিও না। পরীক্ষার পর যোগাযোগ করো। তখন সে আমার মোবাইল নম্বর চেয়ে নিলো এবং ইতোমধ্যেই তার গন্তব্য চলে আসায় সে সামনের দিকে অগ্রসর হলো। সেই তখন থেকে আমি এখনো ভাবছি, পরীক্ষার পরে যদি ফোন করেই বসে, কী পরামর্শ দেবো তাকে? আশা করি, বন্ধুগণ আমাকে আপনার সু-চিন্তিত পরামর্শ জানিয়ে বাধিত করবেন।
জ্ঞাতব্য যে, ২০০২ পর্যন্ত আলীয়া মাদ্রাসায় আমারও যাওয়া-আসা ছিলো। আমার আব্বা এক আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমার ঘর থেকে আলীয়া মাদ্রাসার দূরত্ব মাত্র কয়েক গজ এবং রাস্তা থেকে আলিয়া মাদ্রাসা অতিক্রম করেই আমি বাড়ীতে প্রবেশ করি। আমি আলিয়া মাদ্রাসার অতীব নিকটবর্তী প্রতিবেশী এবং আলিয়া খান্দানের সন্তান। হ্যাঁ, আমি এক কালীন আলিয়া মাদ্রাসারও সন্তান।
কিন্তু তা সত্ত্বেও এ বাস্তবতা আমাকে স্বীকার করতেই হয় যে, বর্তমানে আলিয়া মাদ্রাসার পড়ে কোনোক্রমেই আলেম হওয়া সম্ভব নয়, যা ওই ভাইর বক্তব্যেও উঠে এসেছে। এর একমাত্র কারণ ছাত্রদের অনিচ্ছা নয়, বরং পরিবেশ-পরিস্থিতি, সিলেবাস ইত্যাদি সহ এর কারণ অনেক। কিন্তু ওইসব সমস্যার কোনো সমাধান সম্ভব নয়। তাই কেউ আলেম হতে চাইলে তাকে কওমী মাদ্রাসায়ই আসতে হবে, এ কথা আজ প্রায় সর্বজনস্বীকৃত।
তাই যারা আলেম হতে চাও, এখনই কওমী মাদ্রাসায় চলে এসো। বর্তমানে কওমী মাদ্রাসাই ইলম-আমল ও তাযকিয়ার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার একমাত্র প্রতিষ্ঠান। আল্লাহ এই ধারাটিকে সব শত্রুতা ও ষড়যন্ত্র থেকে হেফাযত করুন, আমীন।
©somewhere in net ltd.