নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই \"দোষমুক্ত\" ।

রইস উদ্দিন খান

খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।

রইস উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

তোমার সুরে

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫২



তোমার প্রেমের সুরে
গেয়েছি গান - গেয়েছি গান
তোমার প্রেমের সুরে |

অলঙ্কৃত হয়েছে অলকে
ঝরেছে বৃষ্টি
মোর পিপাসিত হৃদয়ে
সে,আজ বসন্ত
আয়োজনে মেতেচ্ছে |
তোমারও প্রেমের সুরে

আমি কি করে মিটাব
তোমারই দান
বলো, তোমারই দান |
অশ্রু কি নিবে ?

তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে
ও আখি দিয়েছে ভরসা
ও হাসি দিয়েছে কামনা
ও বাহু দিয়েছে মোরে আশ্রয়

তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে |
কিছু দিতে পারিনি
তাই এ গান সঁপেছি তোমায় !
জানি, এ তোমার
চরণেও নাহি শোভা পায়
তবু, তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে |

রচনাকাল : o৫/o৮/২০১৫ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগল। বসন্তকালের কবিতা।

২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতাখানি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.