![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।
তোমার প্রেমের সুরে
গেয়েছি গান - গেয়েছি গান
তোমার প্রেমের সুরে |
অলঙ্কৃত হয়েছে অলকে
ঝরেছে বৃষ্টি
মোর পিপাসিত হৃদয়ে
সে,আজ বসন্ত
আয়োজনে মেতেচ্ছে |
তোমারও প্রেমের সুরে
আমি কি করে মিটাব
তোমারই দান
বলো, তোমারই দান |
অশ্রু কি নিবে ?
তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে
ও আখি দিয়েছে ভরসা
ও হাসি দিয়েছে কামনা
ও বাহু দিয়েছে মোরে আশ্রয়
তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে |
কিছু দিতে পারিনি
তাই এ গান সঁপেছি তোমায় !
জানি, এ তোমার
চরণেও নাহি শোভা পায়
তবু, তোমার প্রেমের সুরে
আমি গেয়েছি এ গান
তোমারও প্রেমের সুরে |
রচনাকাল : o৫/o৮/২০১৫ইং
২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতাখানি
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগল। বসন্তকালের কবিতা।