![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।
দূর থেকে কিছু চোখ
শুধু দ্যাখে ।
দুচোখে প্রতিবাদ
হাত বাঁধা ।
শান্তির কারাগারে
বন্দি পাঠশালার মানুষ ।
অধিকার যদি
কেরে নিতে নাই পারিস ,
এক শিশি বিষ দেই
খেলে মুক্তি পাবি ।
আর স্বপাঠ্যে যারা চলে
তারা উশৃঙ্খল নামে ;
তোমাদের পৃষ্ঠায়
তারা পরাজিত হয়েছে ।
মেরুদন্ডের কাছে
কিছু বাঁধা যে থেকে যায় ।
পূর্বাভাস দিয়ে
ঝড়কে, কি বাধা যায় ।
বিস্ময় হতে পারিনি
তাই কন্ঠিত হয়ে যায় ।
সময়ের আগে চলিনি
তাই ভবিষ্যতে মরে যাই ।
বাধা ভাঙতে পারি নি
তাই মুখের ভাষা হারাই ।
মোরা মেরুদন্ড হতে চেয়েছি
তাই মস্তিষ্ক ছাড়া দাড়াই ।
মোরা প্রদীপ হতে চেয়েছি
তাই ফুঁ দিলেই নিভে যাই ।
মোরা কাগজের তালিকায় নিজেদের খুঁজেছি
তাই সহজেই ঝরে যাই ।
দুচোখে প্রতিবাদ
হাত বাধা
শান্তির কারাগারে
বন্দি পাঠশালার মানুষ ।
বইয়ের নাম : দোষমুক্ত (Click This Link )
২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
নেয়ামুল নাহিদ বলেছেন: মাঝে মাঝে বিষেও মুক্তি।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৩
রইস উদ্দিন খান বলেছেন: অন্যায়কে অন্যায় না বলতে পারলে বিষই ভালো
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭
রইস উদ্দিন খান বলেছেন: ধন্যবাদ । চেষ্টা করছি ভালো কিছু লেখার কিন্তু ভালো কয়জন বোঝে ।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: মোটামোটি।