নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই \"দোষমুক্ত\" ।

রইস উদ্দিন খান

খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।

রইস উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

আঙ্গার

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮


আমার একটি বাগান ছিলো
নানান রঙ্গের ফুল।
এই হাত দিয়ে,
কত না যত্নে
গড়িয়াছি স্বপ্নের মুকুল।
মুঝিয়া যাইলে,
ঝড়িয়া যাইলে,
মোর পরাণই জানে
কি ব্যথা পায় এ কোণে।

একদা,একদিন বিলেত গেলুম
লয়ে, প্রাণ বন্ধু
নাম, হরিবাবু।
তারপর________?
বন্ধুর হাত ধরি,
দেখিয়াছি কত রং,
বিশাল অট্টালিকা।
আর, নীল সমুদ্রুর।
হাঠৎ করিয়া
বাম দিকটা উঠিলো ব্যথীয়া।
সরণ করিয়া,মোর বাগানের ফুল,
এতো রং দেখিয়াও,
সে বাগানের রং কি যে মায়াময়
কি যে মহিমা।
সব ছাড়িয়া শেষে,
যাইতে মন চায়
মোর বাগানে !
মোর সেই রঙ্গিন হাতে গড়া
______বাগানে ।
আহারে, না জানি মোরে ছাড়ি
ঝরে গেছে কত ফুল অকালে।
হয়েছে অাঙ্গার
মরে গেছে কত পাতা নিঝরে।
সকল তেজিয়া,বাঁধা ভাঙ্গিয়া
গেলাম আমার ফুলের বাগানে ।
তারপর_______?

বাগানে, আমার পদচিহ্ন নাই !
ফুটিয়াছে নতুন ফুল,
অজানা ডালে।
মগডালে বসে, কোকিলও এখন
সুর ধরিয়া ডাকে।
নতুন শাখায় ফুল ধরিয়াছে
করিয়া, আমারে অাঙ্গার।
সাঁজিয়া উঠিয়াছে, অাপনও সাঁজে
করিয়া আমারে তিরস্কার !!
"আমার বাগানে অামিই অতিথি ! "
তারপর ________?
ভাই,শুনিয়া রাখো সবে
সবই বদলাবে।
তেজিয়াছো তুমি,
রাঙ্গিয়াছে সে
অন্য রোদের আলে


রচনাকাল :২৯/০৭/২০১৪ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:
বহৎ খুব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.