![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।
ক্ষমা করো মুজিবুর ;
আমরা বন্ধুর অর্থ বুঝিনি ,
ক্ষমা করো মুজিবুর ।
তোমার উপকারের প্রতিদান
এই , ভাবে দিয়েছি !
পাক-বাহিনীও যে বুকে
তাক করতে পারেনি অস্ত্র
সেই বুকে বুলেট বিধিয়েছি ,
ক্ষমা করো মুজিবুর ।
আমরা বন্ধুর মর্ম দিতে পারিনি,
ক্ষমা করো মুজিবুর
আমরা একটি পরিবার হতে পারিনি
ক্ষমা করো মুজিবুর ।
তোমার শিশু ছেলে
রাসেলকেও একটু ছাড় দিতে পারিনি ।
ক্ষমা করো মুজিবুর , ক্ষমা করো ।
আমরা স্বাধীনতা বুঝিনি
যে স্বাধীনতার জন্য তুমি লড়েছো
সংগ্রাম করেছো , উজ্জীবিত করেছো জনতা ;
সেই স্বাধীন দেশে
তোমার রক্ত ঝরিয়েছি
ক্ষমা করো মুজিবুর , ক্ষমা করো ।
তুমি বলেছিলে , রবিঠাকুর
আপনি ভুল বলেছেন ।
বাঙ্গালী আজ মানুষ হয়েছে
আসলে মুজিব ,
তুমিই ভুল বুঝেছো ।
ক্ষমা করো মুজিবুর
আমরা বিশ্বস্ত হতে পারিনি
আমরা বন্ধুর মর্যাদা দিতে পারিনি
ক্ষমা করো- ক্ষমা করো মোদের মুজিবুর ।
মুজিবুর ,১৫ই আগষ্ট তোমার দেহ
মাটিতে লুটিয়ে পরেনি ,
বাংলার সম্মান লুটিয়ে পরে ছিলো ।
সেদিন তোমার মৃত্যু হয়নি
বাংলার অপমান হয়েছে ।
সেদিন তোমার পরিবার নিহত হয়নি
বাংলা কলঙ্কিত হয়েছে ।
ক্ষমা করো- ক্ষমা করো মুজিবুর
তোমার মৃত্যুর দায় ,
বাংলা সইতে পারবে না
ওই দেহের ভার
বাংলা দিতে পারবে ।
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর
না হয় , অবুঝ ভেবে
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর।
বাংলা আজ বন্ধুহাড়া
প্রিয়জন হাড়া_____
বড় একলা
বড় একলা ।
রচনাকাল :০১/০৩/২০১৬ইং
https://www.youtube.com/watch?v=fwxc4K4Ah2E
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
রইস উদ্দিন খান বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার কাব্য।
তবে মুজিবুর রহমান ক্ষমা করবে না, করতে পারে না।
এ জাতির ক্ষমা নেই।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
রইস উদ্দিন খান বলেছেন: গভীর ভালবাসার মধ্যে জীবন তুচ্ছ । সকল ভুল, ভ্রান্তি অপরাধ তুচ্ছ
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫
রইস উদ্দিন খান বলেছেন: অনেক ধন্যবাদ
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬
রইস উদ্দিন খান বলেছেন: খুবই অনুপ্রাণিত হই আপনার মন্তব্যে । নিয়মিত মন্তব্য কামনা করছি। খুব ভালো থাকবেন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬
রইস উদ্দিন খান বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
রইস উদ্দিন খান বলেছেন: গভীর ভালবাসার মধ্যে জীবন তুচ্ছ । সকল ভুল, ভ্রান্তি অপরাধ তুচ্ছ
৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩
রইস উদ্দিন খান বলেছেন: খুবই অনুপ্রাণিত হই আপনার মন্তব্যে । নিয়মিত মন্তব্য কামনা করছি। খুব ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।
ভাল লাগল কবিতা।