![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।
উন্নতির ধারা যদি চলমান চান
নিরবিচ্ছিন্ন যদি যোগাযোগ চান
দৃশ্যমান প্রকল্পের যদি বাস্তবায়ন চান ।
তবে আমার কাছে যান ,আমার গানটি গান ।
গণতন্ত্রের মুক্তি যদি ফিরে পেতে চান
স্বাধীন দেশে মুক্ত ভাবে কথা বলতে চান
যদি সুবিচার গড়ে দেশটা পাল্টে দিতে চান ।
তবে আমার কাছে যান, আমার গানটি গান ।
জনগণ শোনে কানে
অন্তর তার সবই জানে
চোরের খনি বাড়ছে দিনে দিনে
৪৮বছর ধরে সোনার ডিমের গল্প শুনে ।
তবে আপনারা উভয় চলে যান, দেশটা মুক্ত করে যান।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
রইস উদ্দিন খান বলেছেন: জি
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
যোখার সারনায়েভ বলেছেন: চোরের খনি কোন কালেই কম ছিল না।