নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই \"দোষমুক্ত\" ।

রইস উদ্দিন খান

খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।

রইস উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

নেতা

১৭ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৮

নেতা, আসসালামু আলাইকুম ।
উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন,দেশের খবর বল্ ? স্নাত হেসে বললাম,জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা । তিনি জানালার দিকে তাকালেন ;
আকাশ দেখলেন,মেঘ দেখলেন
নাকি জানালার ফ্রেমে রাখা বনসাই দেখলেন
ঠিক বোঝা গেল না !
সেই দূরদর্শী দৃষ্টিকে ডাকবার সাহস হলো না,
ওই চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা যায় না। তিনি জানালার দিকে তাকিয়ে থাকুক,এই ভালো। তাকে না বলেই নিঃশব্দে চলে যাব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৯

অক্পটে বলেছেন: 'বঙ্গবন্ধু ও তার আদর্শের মৃত্যু নেই'
একথাটা সত্যি হলে খুশিই হতাম।
আজকের সত্য হল বঙ্গবন্ধুর আদর্শে দেশ চলছেনা
দেশ চলছে অদ্ভুত এক উটের পিঠে চড়ে।
আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে হাসিনার বিরুদ্ধেই তিনি
নির্বাচনে দাড়াতেন। হাসিনার আদর্শ আর বঙ্গবন্ধুর
আদর্শ এক নয়। হাজার কোটি টাকার লোপাট
নৈশভোটের আয়োজন তারই প্রমাণ বহন করে।

বঙ্গবন্ধু জাতির গর্ব, উনি বেহেস্তে ভাল থাকুন।

২| ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৭

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।

৩| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: সুখে দুঃখে আমাদের বার বার বংবন্ধুর কাছে আস্রয় নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.