![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।
পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।
ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।
ধান গাছে তক্তা না হলেও তক্তা জিনিষটা আমার বেশ প্রিয়।
অস্ত্র হিসেবে পেরেক টা একটু বেশীই প্রেফার করি।
মানুষ বেশি দেখলে (জেন্ডার ভেদে) মাথা ভনভন করে এমনই ঘুরতে থাকে যে পৃথিবীর আহ্নিক গতিকেও হার মানায়।
অনেক মানুষের মাঝে থেকেও আলাদা হয়ে যেতে পারি তাই খুব সহজেই।
বলতে পছন্দ করি, কিন্ত শুনি তার চাইতেও বেশি...
এইতো
সব মিলিয়ে আমি!
কৌশিকদা তাঁর এই পোস্টে কি বলতে গিয়ে কি বললেন সেটা আমার মোটা মাথার ব্রেইনে বোধগম্য হলো না।
"মাসকাওয়াথ নিজেই স্ট্রাগলিং রাইটার - শিমুলের মাঝে মাসকাওয়াথের প্রভাব মানে এটা মাসকাওয়াথের বিজ্ঞাপন -"
কে কার বিজ্ঞাপন দিবে সেটা কৌশিক আহমেদ কিংবা আমি ধুসর গোধূলি ঠিক করার কে?
আর ঠিক এখানে 'স্ট্রাগলিং রাইটার' বলতে তিনি কি বুঝাতে চাইলেন 'অখ্যাত লেখক'!
নাকি এমন একজন লেখক যিনি সর্বদা 'স্ট্রাগল' করছেন একটি প্রচলিত ট্রেণ্ডের বিরুদ্ধে, স্ট্রাগল করছেন নিজের লেখক সত্ত্বার সাথে যাতে করে নিজের লেখা টেলিফিল্মওয়ালাদের কাছে ফেরী করে 'ফ্ল্যাট কেনার টাকা' যোগাতে নাহয়, স্ট্রাগল করছেন অবিরত যাতে 'বেস্ট সেলার বুক' এর আইডেন্টিটি না নিয়ে অন্তত একটা সচেতন পাঠকচক্র তৈরী করতে, স্ট্রাগল করছেন ফোর্টনাইটলী একটা করে বই না লিখে বছরে একটা করে লিখতে যে বইটা পড়ার পরে অন্তত মনে হবে না সময়টা অপচয় হয়েছে।
এই যদি হয় স্ট্রাগলিং রাইটার এর সংজ্ঞা তাহলে আনোয়ার সাদাত শিমুল ভয়াবহ অন্যায় করে ফেলেছেন মাসকাওয়াথ আহসানকে তাঁর লেখালেখি- ভাবনায় মাসকাওয়াথ আহসানের দ্বারা প্রভাবাণ্বিত হয়ে। তাঁর আসলে প্রভাবাণ্বিত হওয়া উচিত ছিলো "হিমুর বিয়ে" টাইপের বই দ্বারা কিংবা "ভালোবাসা প্রেম নয়" দ্বারা! অন্তত কৌশিকদা নিশ্চই তাই বলতে চেয়েছেন!
"উদাহারণে কাউকে আনলে আরো অনেক সিঁড়ি উচুর কাউকে আনাই কি যুক্তসংগত হতো না, নিদেনপক্ষে পাঠক নামটা পড়ে চিন্তায় পড়ে যেত না এই ভেবে, কে মাসকাওয়াথ?"
- গুড, এপর্যায়ে এসে কৌশিকদার ক্ষেদের কারণটা খানিকটা বোধগম্য হয়। "কে এই মাসকাওয়াথ"!?
বীক্ষণ কতোজন পড়েন পুংখানুপুংখরূপে আমার সেটা জানার কথা না। বীক্ষণের সম্পাদকেরা এমন কোন প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা সেটাও বলতে পারছি না, কিন্তু যেটা বলতে পারছি সেটা হলো- "মাসকাওয়াথ আহসানের লেখা পড়ার সৌভাগ্য হয়েছে" -এমন কথা লেখার পরেও কৌশিকদা নিজেই প্রশ্ন তুলেছেন কে এই মাসকাওয়াথ!!
অন্য কারো কথা বাদ দিন কৌশিকদা, 'মাসকাওয়াথ' নামটা কি আপনার কাছে এতোটাই অর্বাচীন মনে হলো?
মাসকাওয়াথ আহসান যদি অখ্যাত-ই হয় তাহলে আপনি তাকে চেনেন কী করে?
কৌশিকদা, একটু দেখুন ভালো করে, কোন ক্রাইসিসে ভুগছেন নাতো আবার!
উদাহরণ হিসেবে টানার জন্য সিঁড়ির উঁচুতে কে আছে বলেনতো কৌশিকদা! হুমায়ুন আহমেদ (যার ফ্যামিলী নেইমের সাথে আপনার ফ্যামিলী নেইম ও মিলে যায়), মিলন, আনিসুল হক নাকি প্রণব ভট্ট! যদি তাই হয় আপনার সংজ্ঞা মতে তাহলে কিছু বলার নেই। শুধু অনুজ হিসেবে ছোট একটা আবেদন করি, হুমায়ুন আহমেদের কোন অটোগ্রাফ সংগ্রহে না থাকলে আজই সেটা সংগ্রহ করে নিন, তারপর সেটা টাঙিয়ে রাখুন বসার ঘরের চমৎকার দেয়ালে। ভবিষ্যতে কখনো বেড়াতে গেলে যেনো আমাকে কলার টেনে দেখাতে পারেন, 'দেখ ব্যাটা এরে বলে সিঁড়ির উঁচু জনের অটোগ্রাফ'!
শিমুলকে যতোটুকু জানি সে কখনোই বইমেলার মাঠের ধূলো গায়ে মেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে না আপনার সিঁড়ির উঁচু জনের অটোগ্রাফ নিতে, যেটা আপনি হয়তো অনায়াসে করবেন। কারণ আপনি 'স্টাবলিশড পাঠক'। স্টাবলিশড রাইটাররা আপনার মাঝে প্রভাব বিস্তার করে। আপনি রাত জেগে হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম দিয়ে, র্যাবের সাথে তার বিয়েতে বরযাত্রী হিসেবে যান, ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য নিরূপনে আশায় আশায় থাকেন আপনার মেয়ের সংসার নিয়ে, একটি ফুলের কয়েকটি গল্প নিয়ে আপনি উচ্চ গলায় জিজ্ঞেস করেন তুমি কার বলো!
আপনার অনুপ্রেরণা বা আপনার মাঝে প্রভাব আনয়নকারী নামীদামী কারও ব্যাপারে যথাযথ সম্মান দেখিয়েই বলছি, মাসকাওয়াথ আহসান হয়তো আপনার মতো ডাকসাইটে পাঠকদের মাঝে কখনোই কোন আবেদন তৈরী করতে পারবেন না, সেই চেষ্টাও হয়তো তিনি করবেন না। কিন্তু শিমুল কিংবা আমার তথা আমাদের মতো 'স্ট্রাগলিং পাঠকদের' জন্য তিনি বাতিঘর!
কারণটা বলি, মাসকাওয়াথ আহসান হলেন "রাইটার অফ দ্যা রাইটার্স", সম্ভবত "রাইটার অফ দ্যা রিডার্স" তিনি নন।
ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এই কথাগুলোই বলতে চাইছিলাম , কৌশিক এর লেখাটা পড়ার পর ।
-------
কৃতজ্ঞতা ।
৩| ২৯ শে মে, ২০০৭ রাত ১০:০০
তিমুর বলেছেন: আমারো আক্কেল গুড়ুম হইসে ।
(তবে আমি কোনো লেখক না, জাস্ট কলমচি)
৪| ২৯ শে মে, ২০০৭ রাত ১০:০২
থার্ডআই বলেছেন: বিজ্ঞাপন হোক আর যাই হোক লেখা ভালো হয়েছে। আর মাশকাওয়াত ভাইও লোক ভালো। আমি ওনার স্বপ্নের শহর দ্বারা প্রভাবিত।
৫| ২৯ শে মে, ২০০৭ রাত ১০:০৯
কনফুসিয়াস বলেছেন: হা হা হা! ধুসর গোধূলীর রিয়্যাকশান দেখে মজা পেলাম। তবে সত্যি কথা হলো, আমি কেন জানি জানতাম যে এরকম কিছু একটা আসছে!
--------
এই প্রসংগে নতুন কিছু বলার নেই, যা বলার, আমার ধারণা কৌশিকদার পোষ্টেই সেটা বলেছি ভাল করে।
--------
তবে ধুসর উঁচু-নিচুর ব্যপারটা বুঝাতে গিয়ে যখন আরো কিছু নাম টেনে আনলেন, আমার সেটাও ভাল লাগে নি। এরকম যে কোন ব্র্যান্ডিং-ই অবশ্য ভাল লাগে না।
ধুসরের উত্তরটা আরো বেশি মাসকাওয়াথ আহসানের লেখা কেন্দ্রিক হলে ভাল লাগতো।
তবু বটম লাইন হলো- কৌশিকদার পোষ্টের সাথে একমত নই। ধুসরের মুল বক্তব্যের সাথে পুরোপুরি একমত।
৬| ২৯ শে মে, ২০০৭ রাত ১০:১১
ঝড়ো হাওয়া বলেছেন: ওরে বাবা !! রাগ কইরেন না ব্রাদার গ্রে । লেখার কিছু অংশ পছন্দ হইছে । আশা করবো আপনি আপনার আঙ্গুল আপনার কাছেই রাখবেন ।
৭| ২৯ শে মে, ২০০৭ রাত ১০:২৬
ধুসর গোধূলি বলেছেন: ট্রেণ্ড সেটার কারা কুংফু? নাম গুলো আমি সশ্রদ্ধ উচ্চারণ করেছি, উল্লিখিতদের প্রতি কোন ব্যক্তিগত বিদ্বেষ আমার নেই। আমার মতে আমাদের দেশের লেখকদের মাঝে এই নামগুলো প্রমিন্যান্ট, উদাহরণ! উদাহরণ কে উদাহরণ হিসেবে টেনে আনলে বুঝি অন্যায় হয়!
আমার উত্তরটা আরেকটু মাসকাওয়াথ কেন্দ্রিক করতে গেলে আমাকেই মাসকাওয়াথ আহসান হতে হতো কুংফু!
ধন্যবাদ আপনাকে।
৮| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:১৮
মৌসুম বলেছেন: কৌশিক যে পপুলার রাইটারদের পাঠকশ্রেনীতে পরে এইটা কি অনুমান? নাকি কোথাও বলছে?
৯| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:১৮
ফরিদ বলেছেন: মাসকা আর ধুগোর সম্পর্কটা একটু খোলাসা করে দিলে মনে হয় ভাল হয়, টাইম টু টাইম মনে হয় একই লোক লোক জেকিল হাইড (ভালমন্দ না, ডূয়েল পার্সোনালিটি হিসাবে)
১০| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:২৫
ধুসর গোধূলি বলেছেন: ফরিদ,
মাসকাওয়াথ = ধুসর গোধূলি = আনোয়ার সাদাত শিমুল - খুশী এইবার?
১১| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:২৭
হাসিব বলেছেন: আমি কিছু কৈনাই ।
১২| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:৩২
ফরিদ বলেছেন: আমি তো খাসা লিখা পাইলেই খুশ
এক লুক কেমনে জার্মানী, থাইল্যান্ড আর তিন নম্বরটা জানিনা তে থাকে, আমার তাতে মাথাব্যাথা নাই।
১৩| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:৪০
আরিফ জেবতিক বলেছেন: একটা জিনিষ জানার খুব আগ্রহ।শিমুলের লেখার মাঝে মাসকাওয়াত আহসানের প্রভাব,এটি কি শিমুলের স্বীকারোক্তি না কি বীক্ষনের পাঠক/সমালোচকের পর্যবেক্ষন।
মাসকাওয়াত আহসান যে ভালো লেখক,এ বিষয়ে আমার অন্তত কোন দ্বিমত নেই,কিন্তু কথাটা কোথা থেকে এসেছে,সেটা জানতে পারলে ভালো হতো।
শিমুলের লেখা খুবই ভালো লাগে,কিন্তু সেখানে মাসকাওয়াত আহসানের কোন ছাপ আমার চোখে পড়েনি।
এ ব্যাপারে শিমুলের বক্তব্য শুনতে আগ্রহী।
১৪| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:৫৭
ধুসর গোধূলি বলেছেন: আরিফ ভাই, বীক্ষণ-এর লেখক পরিচিতি দ্রষ্টব্য। (লিংক দেবো কি?)
মাসকাওয়াথ আহসান কেমন লেখক সেটা নিয়ে কথা না, সেই দায়িত্বটা নাহয় সময়ের হাতেই থাকুক। তবে এটা ঠিক আমি, শিমুল, আমরা মাসকাওয়াথ আহসানকে যেমন দেখেছি, আপনি দেখেছেন তার চাইতে ঢের বেশী। যতোটুকু জানি, আপনার ভোরের কাগজ বেলায় মাসকাওয়াথ এবং আপনি, খুব কাছাকাছিই ছিলেন। মাসকাওয়াথ আহসানের ব্যাপারে তাই আপনার সামনে আমার মুখবন্ধ! কিন্তু-
লেখায় ছাপ পড়াটা কি কোন প্রভাব পড়ার মূল কথা? কোন 'থিইম' লক্ষ্য করে এগিয়ে যাওয়া আর সেই থিইম সেটারের হুবহু অনুকরণ কি এক কথা?
শিমুল কেনো তার লেখায় মাসকাওয়াথ আহসানের 'ছাপ' রাখবে বলেনতো! সে কি মাসকাওয়াথ আহসানের 'ক্লোন' নাকি 'ডুপ্লিকেট'?
শিমুলের বক্তব্য কৌশিকদার পোস্টে আছেতো!
১৫| ৩০ শে মে, ২০০৭ রাত ১২:১৬
আরিফ জেবতিক বলেছেন: কৌশিকের পোস্টটি দেখে আসলাম।তারপর আসলে কথা বাড়ানোর কিছু নেই।
একজন মানুষের উপর আরেকজনের লেখার প্রভাব পড়তে পারে বিভিন্ন ভাবে।
১/নিজেই তার মতো লেখার চেষ্টা করা।একই বাক্য গঠন ইত্যাদি...।
২/নিজেও ভালো কিছু লেখার চেষ্টা করা,তার মতো বড়ো লেখক হওয়ার চেষ্টা করা।
৩/তার থিম,তার বক্তব্য ধারন করে নিজের মতো লেখা।
ব্যক্তিগত ভাবে আমার রম্যে হুমায়ুন আহমেদের প্রভাব আছে।পত্রিকায় থাকতে সচেতন ভাবেই এটা করেছি,কারন লেখা বেচতে হবে।এটা হচ্ছে কপি করা মার্ক প্রভাব।
আমার পার্সোনাল জার্নাল ধর্মী লেখায় এক ধরনের প্রভাব আছে আহমদ ছফার।আমি ছফা ভাইয়ের পায়ের নখেরও যুগ্যি নেই,কিন্তু সাদাকে সাদা বলার মতো যে সাহস উনার ছিল,আমি সেটাতে অনুপ্রানিত।শেখ হাসিনার বেয়াই রাজাকার,এ কথাটি
সম্ভবত:আমিই প্রথমে প্রিন্ট মিডিয়ায় লিখেছি,এবং সেটি লিখেছি ভোরের কাগজের মতো আওয়ামী লীগের পত্রিকাতেই।সেই কাজটা সচেতন ভাবে করতে আমাকে অনুপ্রানিত করেছে আহমদ ছফার ঠোটকাটা স্বভাব।এটা এক ধরনের বিরাট প্রভাব।
----------------------
মাসকাওয়াত আহসান স্ট্রাগলিং লেখক মানেটা আমারও বোধগম্য নয়।জনপ্রিয়তার কথা যদি ওঠে,মাসকাওয়াত সেটা চান বলে আমার মনে হয় না।যেটা আমি চাই না,সেটার জন্য স্ট্রাগল করব কোন দূ:খে।আমার বন্ধু সুমন্ত আসলাম যদি এক মেলায় ৫টা বইয়ের সেকেন্ড এডিশান দিতে পারে,তাহলে খাটি বন্ধু হাসান মোরশেদও ৩ এডিশন দিতে পারবে।কিন্তু প্রকাশক রেডি করেও হাসান মোরশেদকে দিয়ে লেখাতে পারবেন কি না তাই নিয়ে আমার নিজেরই ঘোর সন্দেহ।
জানালা নামের এক ব্লগারকে আমি রিকোয়েস্ট করেও তার নামটি নিতে পারিনি,পত্রিকায় ভেলরি সংক্রান্ত তার লেখাটি ছাপব বলে।তাহলে তাকে কি আপনি জনপ্রিয়তার জন্য স্ট্রাগলিং বলতে পারেন?
আর নিজেকে ছাড়িয়ে যাবার স্ট্রাগল তো সব লেখকের মাঝেই আছে,সে অর্থে ঠিক আছে।
১৬| ৩০ শে মে, ২০০৭ ভোর ৪:০২
শাহেনশাহ বলেছেন: তো শেষমেষ কী হইলো?
১৭| ৩০ শে মে, ২০০৭ ভোর ৪:১৭
বড় ভাবী বলেছেন: অ্যাই তোমরা এখানে রাজা উজির মারছো কেন? যাও গিয়ে বাজার করে নিয়ে আসো।
আশরাফ রহমান খুব ভালো দেবর। কখনোই তোমাদের মতো রাজা-উজীর মারেনা। আজও আরেকটা নিক রেজিষ্ট্রার করেছে ও। বলতে পারো কোনটা?
১৮| ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:২৯
অমনিবাস বলেছেন: আমিও জানতাম আইতাছে
১৯| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:২৪
ঝড়ো হাওয়া বলেছেন: আইজকা কোন ডেলিভারি নাই গ্রে ?
২০| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৪৮
দৃশা বলেছেন: গুরু ভালা আছুইন?
আমারে এহন লিংক দিতাছেন না এইটা ঠিক না?
২১| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৫০
ধুসর গোধূলি বলেছেন: বস, আপনে কই ডুব দিছিলেন?
আকাশে, বাতাসে, তাল গাছের আগাতে- কই খুঁজি নাই আপনেরে পাতি ভর্তি লিংক লইয়া!
২২| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৫৮
দৃশা বলেছেন: রুপসা নদীতে কিঞ্চিত ডুব দিছিলাম...
জাউকগা কিরাম আছেন বস....বহুদিন পর দেখা এবং লেখা হইতাছে...নতুন পোস্ট দেন না কেন?এইটা তো ঠিক না...শিরিংখলায় পইড়া গেছেন?
২৩| ১০ ই জুন, ২০০৭ বিকাল ৫:৫৪
শেখ জলিল বলেছেন: একমত। শিমুল এবং মাসকাওয়াথ দুজনেই প্রিয় লেখক।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৪
দ্রোহী বলেছেন: ঠিকাছে.........
---
সহমত