![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে হায় হত্যা করে অত্যাচারির খাড়ায় নেই কিরে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায় ----কাজী নজরুল ইসলাম
রাজাকারদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের নেতৃত্ব মূলত প্রকাশ্যে সম্প্রতি জোটবদ্ধ হওয়া সিপিবি ও বাসদের ছাত্র সংগঠেনর হাতে। আর আড়াল থেকে ওদের মদদ দিচ্ছে আওয়ামীলীগ। কারন স্পষ্ট। এই আন্দোলনের ফসল আল্টিমেট আওয়ামীলীগের ঘরেই উঠবে। এটা নিশ্চিত যে, শাহবাগ আন্দোলন-এর ফলে যুদ্ধাপরাধ বিচারের কিছুই যাবে আসবে না। বিচার বিচারের গতিতেই চলবে। তবে মাঝথান থেকে আওয়ামী লিগ কিছু বাড়তি সুবিধা বাগিয়ে নিল।
এক. ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ দিয়ে সরকার জামাত শিবিরকে সাইজ করতে না পেরে এখন আপাত প্রকাশ্য অনলাইন এক্টিভেটর আড়ালের আওয়ামী ছাত্রলীগকে সাথে নিয়ে সাধারণ মানুষকে জামাত শিবিরকে বিরুদ্ধে মাঠে নামানো। যে সাধারণ মানুষ এতিদন সরকারী পেটোয়া বাহিনী পুলিশকে প্রতিরোধ করার জন্য জামাত শিবিরকে বাহবা দিয়েছে, সহানুভূতি জানিয়েছে। এবার সরকার কৌশলে এই গনেশ উল্টে দিয়েছে। ফলে জামাত শিবির অনেকটাই হতবাক হয়ে পড়েছে। প্রতিক্রিয়ায় জামাত শিবির কোন কর্মসূচীই দিতে পারছে না। আর এই আন্দোলনের ফলে জামাত শরীকদের কাছ থেকে আনেকটাই দূরে ছিটকে পড়েছে। এটা সরকারের বিশাল আর্জন। কারন ভোটের অংকে ফ্যাক্টর জামাতকে সরকার অনেকদিন ধরেই বিএনপি থেকে আলাদা করে বিএনপিকে নি:সঙ্গ করতে চেয়েছিলো। এক্ষোত্রে ব্যর্থ আওয়ামী লীগের কাজটিই করে দিয়েছে আন্দোলন কারীরা।
দুই.
৭৫ পরবর্তী সবচেয়ে ব্যর্থ সরকার এই আওয়ামী সরকারের যত আপকীর্তি, দুর্নীতি, লুঠপাঠ তা ভোটের আগের বছরে জনমানুষের মন থেকে মুছে ফেলে জনগনের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এক্ষেত্রে সবচেয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। তারা আন্দোলনের জন্য বেছে নিয়োছিল আগামী মার্চ মাসকে। কিন্তু তার আগে সরকার নিজেই নিজের বিরুদ্ধে ডামি আন্দোলনকারী নামিয়ে দিয়েছে। ফলে বিএনপি এখন সহসাই আন্দোলেনর কোন যুতসই সময় পাবে বলে মনে হয় না। এখন সরকারের একধরেনর ওয়াকওভার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিন.
জনমানুষের কাছ নতুন রক্ষীবাহিনী হয়ে ওঠা ছাত্রলীগের পুঁতিগন্ধময় ইমেজেক কিছুটা হলেও মানুষের আস্থায় এনে দিয়েছে এই আন্দোলনকারীরা। এককথায় বলা যায় সরকার ঘরে বাইরে যে পর্যুদস্ত অবস্থায় ছিলো এবং যেখান বেরুনোর জন্য সরকার হাসফাঁস করছিলো, এবং যেখান থেক বেরুনোর কোন আশাই সরকারের ছিলো না শাহবাগ আন্দোলনকারীরা সরকারকে সেখান থেকে উদ্ধার করে বাপের উপকার করে দিয়েছে।
পুসশ্চ: রাজাকার রক্ষার জন্য এই স্ট্যটাস নয়। এই স্ট্যাটাস এই জন্য যে রাজাকারের সাথে রক্ষীবাহিনীর কবরও দেওয়া প্রয়োজন। এই সত্য উপলব্ধি না করলে শাহবাগ আন্দোলনকারীরা একদিন রাত পোহাননোর পর সকাল বেলায় দেখবে সরকারের ফায়দা উসুল হওয়ার পর নতুন রক্ষীবাহিনী তাদের ঘাড়ের উপর বন্দুকের ট্রিগার ধরে আছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
তর্কবাগিশ বলেছেন: যদি না দিয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে আপনি শোষকের দ্বাররক্ষক। কখনোই শোষিতের পক্ষে ছিলেন না।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
কামু ভাই বলেছেন: Click This Link
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
আনন্দক্ষন বলেছেন: আমার চিন্তাটাও এই রকম, কিন্তু সাহস করে কিছু বলতে পারছিলামনা। আমরা তো আবার একটু বেশি বেশি হুযুগে মাতাল, তাই কোন মন্তব্য করা কঠিন।
তবে আপনার গোছানো লেখার জন্য ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
সংকেত মাহমুদ বলেছেন: সকল অন্যায়ের বিচার হতে হবে। কিন্তু কুলাঙ্গার, রাজাকারের ফাঁসির দাবি সবার আগে। এটা দায়মুক্তির প্রশ্ন। এ দায় আমাদের সবার।এই একটি ইস্যুকে সামনে রেখেই তরুন প্রজন্ম এক হয়েছে।১৯৭১ থেকে এ পর্যন্ত সব দলেরই অসংখ্য দূর্নীতি আর অন্যায়ের ভুরি ভুরি উদাহারণ রয়েছে। এখন এতো এতো ইস্যু সামনে আনার মানেই হলো একটার সাথে আর একটা গুলিয়ে ফেলা । আর, যে দাবিতে আমরা এক হয়েছি তাকে গুরুত্ব হীন করে তোলা। ।সমস্যা অনেক ,তবে এক সঙ্গে কিন্তু সব কাজ হয় না ।ধাপে ধাপে করতে হয়, ধাপে ধাপে এগুতে হয়।এই একটা দাবিই আগে পূরণ হয় কিনা আগে দেখেন ..............!!! তবে এই একটা টপিক্সের জাতীয় দাবিটা যদি পূরন হয় তখন তরুন প্রজন্ম এই ভিত্তির উপর দাড় হয়ে বাকি টপিক্সগুলোর বিষয়েও আলটিমিটলি এগুনোর উৎসাহ পাবে ।
যেটা হচ্ছে সেটাতে হাত লাগান । নাকি অসুবিধা আছে????
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
তর্কবাগিশ বলেছেন: পাল্টা প্রশ্ন আসত পারে? বিচারের রায় ঘোষনা হয়েছে মাত্র কয়দনি আগে। আর অপশাসন চলছে ৪০ বছর ধরে। তরুণ প্রজন্ম এতদিন জাগে নাই কেন? সবচেয়ে বড় প্রশ্ন_ ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেন এই আন্দোলনে বাধা দিচ্ছে না? এইভাবে এত সহজে ক্ষমতাসীন পার্টির আনুকূল্যে পৃথিবীর কোথাও কোন বিপ্লব হয়েছে কি? না কি তা হয়েছে কেবল সরকারের এজেন্ডা বাস্তবায়ন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
সরলপাঠ বলেছেন: না আপনার সাথে একমত নই - পড়ুন আমার বিশ্লষন:
Click This Link
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
তর্কবাগিশ বলেছেন: Click This Link
আপনিও পড়ুন, তথ্য প্রমান।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই সমাবেশ এর দুইটি দিক রয়েছে।একটি পজেটিভ দিক হলো তরুণরা তাদের আইপট ল্যাপটপ কম্পিউটার ফেলে রাজ পথে এসে দাড়িয়েছে। তারা রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে শিখলো। এর ফলে হবে কি?
যারা ভবিষতে অনৈতীক কাজ করবে, ক্ষমতার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে তরুণরা পথে নামবে।প্রতিবাদ করবে।
নেগেটিভ দিক হলো তরুণদের ভিন্ন পথে নিয়ে যাওয়া। যেমন গতকাল যে শপধ তাদের পড়ানো হয়েছে তা সঠিক ছিলনা। হিংসা আর ঘৃর্ণার রাজনীতির সবক ছিল তাতে। বিশেষ করে ইসলামি ব্যাংক এ আক্রমন করা আমারদেশ, সোনার বাংলা ব্লগ দিগন্ত টিভি,ইবনে সিনা হাসপাতাল, ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওমীলীগের দলীয় বক্তব্যর টাই যেন শপধ পড়ানো হয়েছে।
যা মূল আন্দোলনের সাথে সাংঘর্ষিক।
সাধারণ জনতা ওই খানে কোন প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়নি। তারা গিয়েছে রাজাকারদের ফাসির জন্য। তারা যেই রায় কথিত আন্তজাতিক টাইবুনাল দিয়েছে তাতে খুশি না হয়ে প্রতিবাদ করছে।
এর আগেও এরকম অনেক রায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল।
প্রতিবাদ করেছিল।
তবে এবারের পেক্ষাপট ভিন্ন। সরকার যখন তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে আদালতকে প্রেসার দিচ্ছিলো । তারা পাগল হয়ে যাচ্ছিলো মনের মত রায়ের জন্য। তখন আমারদেশ স্কাইপ স্ক্যান্ডালের নিউজ দিয়ে জনগনের ভেতর বিচারটা কে উলংগ করে দেয়। স্বভাবতই মানুষ ভাবতে ছিল রাজাকারদের ফাসি হবে। কিন্ত সরকার নীল নকশা করে ইউটার্ন দিয়ে বিভান্ত করে।
সরকার সব কিছু দখল করে শেষ পযন্ত এই সাধারণ মানুষের আন্দোলনকেও দখল করার চেষ্টা করেছে। এটা খারাপ দিক।
নিদিলীয় মঞ্চে দলীয় লোকজনের উপস্থিতি প্রমাণ করেছে ব্লগারদের আন্দোলন আর ব্লগারদের হাতে নেই।
তারা অনেকেই বিভিন্ন বাংলা ব্লগে হতাশা প্রকাশ করে লেখা পোষ্ট করেছে। তাই মনে হচ্ছে এই আন্দোলন শেষ পযন্ত হয়ত মাঠে মারা যাবে। যা চরম হতাশার কথা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
তর্কবাগিশ বলেছেন: সম্পূর্ন এক মত। পর্বতের মূষিক প্রসব হবে। এবঙ আমাদের তরুন প্রজন্ম একরাশ ধোকা নিয়ে বাড়ি ফিরবে।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
রসিন বলেছেন: বুদ্ধি প্রতিবন্ধী রা শীঘ্রই আপনাকে ছাগু উপাধিতে ভূষিত করবে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
তর্কবাগিশ বলেছেন: গালি শোনার জন্য কান পেতে আছি।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
সংকেত মাহমুদ বলেছেন: গোলাম আজমদের বিচার নিয়া এ মুহুর্তে জামাতের সাথে থাকলে তো বিএনপির ঘরে আর ফসল উঠবে না ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
সংকেত মাহমুদ বলেছেন: তরুণ প্রজন্ম এতদিন জাগে নাই কেন? আজকে যে ইস্যুতে ৪২ বছর পর তরুনেরা ক্ষেপছে তার দায় কার । পুরোপুরি জিয়াউর রহমানের । তিনি যদি ১১ হাজার বিচারাধীন রাজাকাররে না ছাইড়া দিয়া বিচারটা তখনই কমপ্লিট কইরা ফালাইতেন ।গোলাম আজমদের দেশে না আসতে দিতেন ।তাহলে তো আজকের তরুনদের এভাবে রাস্তায় রাত জেগে আন্দোলন করা লাগতো না ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
তর্কবাগিশ বলেছেন: এই দায় কেবল জিয়াউর রহমানের না। প্রথম দায় শেখ মুজিবের, তিনি বলেছিলেন- আমি কার বিচার করব? সবাই তো আমার লোক। তারপর জিয়ার এরপর হাসিনা খালেদা, সবাই তো এই মধু চেখে দেখেছে। কেউ কেউ তো আত্মীয়তাও পাতিয়েছে। শুধু জিয়ার নাম বললে আপনি অন্যায় করবেন।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
সংকেত মাহমুদ বলেছেন: http://www.nabojug.com/posts/voboghure/243 এই লিংকে যেয়ে দেখুন ঃ পাক বাহিনী আর রাজাকার দের হাতে বাংলাদেশের মুসলমান নারীদের ধষন ছিল নাকি ধর্ম রক্ষার কাজ ।ইসলামে জায়েজ । শিবিরের পোলাপান কি লিখছে দেখেন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
তর্কবাগিশ বলেছেন: ৭১ এর গনহত্যা, মানবতা বিরোধী অপরাধ নিয়া আমার মনে কোন সন্দেহ নাই। অপরাধীদের বাচানোর প্রম্নও আমার নয়। আমার প্রশ্ন অন্য জায়গায়। আদর্শের জায়গায় আওয়ামী লীগকে আস্থায় নেওয়াটা আন্দোলনকারীদের এক মস্ত বড় ভুল- এইটাই আমি বলতে চেয়েছি।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--
• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বাকরুদ্ধ আমি বলেছেন: আন্দোলন হচ্ছে এ তো ভালো কথা ।
ট্রাইবুনাল গঠন করলো আওয়ামী সরকার , বিচার করলো , প্রমাণ করলো সব কিছু । কিন্তু রায় দিলো উল্টো !!!
আবার তারাই মাঠে নেমে আন্দোলন করছে ফাঁসি চাই ফাঁসি চাই ।
সন্দেহ তো এখানেই ।
আন্দোলন বন্ধ নয় ,আন্দোলন চলবে । তবে আওয়ামী সরকারকে সাথে নিয়ে নয় । কাদের মোল্লার ফাঁসির দাবী এবং আওয়ামী সরকারকে এই নাটক করার জন্য ডাস্টবিনে ছুড়ে ফেলা ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
তর্কবাগিশ বলেছেন: একমত
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল, ভাগাড়েই অপচয় হয়েছে...
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
আহমেদ রিজভী বলেছেন: পাশার দান উল্টে গেছে ব্রাদার ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
একাকী বালক বলেছেন: যে সাধারণ মানুষ এতিদন সরকারী পেটোয়া বাহিনী পুলিশকে প্রতিরোধ করার জন্য জামাত শিবিরকে বাহবা দিয়েছে, সহানুভূতি জানিয়েছে।
>>> আমি তো সাধারণ মানুষ। কই জামাত শিবিরকেও কোনদিন বাহবা দেই নাই।