![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আবারও জেতার পরিকল্পনা করছি ! দেখা যাক কি হয় !
আম্মু-আব্বু প্রায়ই বলে বাসার বড় ছেলেরা নাকি গাধা হয় আমি মনে হয় আসলেই একটা হাদারাম, গাধারাম, ইয়ে টিয়ে সব। আমি তো বাসার বড় ছেলে, সে জন্যই বলে কি না জানি না। আর এটাকে কাকতালীয় বলতে পারেন কারন, আমার আমার আব্বুর দাদু ছিলেন তার বাবার বড় ছেলে
, আমার দাদুও ছিলেন তার বাবার বড় ছেলে,
আর আমার আব্বুও তার বাবার বড় ছেলে
আর আমিও তো......
আজ আমার মনটা ভয়ংকর খারাপ। আসলে বড় ছেলে হলে কি যে বেগতিক অবস্থায় পড়তে হয়, তা একমাত্র আমরা যারা বাড়ির বড় ছেলে তারাই হারে হারে টের পাই (সবার ক্ষেত্রে প্রযোয্য নয়)। একটু ভুল করেছ তো সব শেষ হয়ে যাবে তোমার।
যাই হোক আমার সর্বশেষ ঘাধা (গাধা স্কয়ার= ঘাধা) হবার কথাটিই না হয় বলি, অন্যগুলো পরে একদিন বলা যাবে।
ঘাধা তো হয়েছিই, সাথে মাথায় ও হাত পড়েছে। আপনার মোটামুটি সবাই জানেন যে, সারা দেশের মধ্যে উত্তরবঙে এবার আলুর খবই ভাল ফলন হয়েছিল। ২-৩ টাকা কেজিও নাকি বিক্রি হয়েছে। এতদিন শুনেছিলাম যে, প্রতি বছর বাংলাদেশ থেকে নাকি প্রচুর আলু বিদেশে রপ্তানি হয়। তাই আমার একটা ইচ্ছে হল যে আমিও ট্রাই করি না কেন? নিজে সরাসরি দিতে না পারি, কোন মাধ্যমে দেওয়া যায় কি না। নতুন কোন ব্যবসা চালু করা আরকি। একমাস আগে বগুড়ারই এক বড় ভাই এর মাধ্যমে উত্তরার এক বায়ার পেলাম। তার নাকি প্রচুর আলু লাগবে, প্রায় ১০০০ টন। শ্রীলংকাতে পাঠাবে। এর দুদিন পরই সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে গেল। স্যাম্পল পাঠালাম ২ কেজিখানেক।
স্যাম্পল দেখেই তো পাগল! বলে এত ভাল আলু!
প্রাথমিকভাবে তারা আমার কাছে ৫২ টন আলু চাইল। আর আমি প্রায় ১০০ টন মজুদ করলাম। ওরা অবশ্য ১ম এ এলছি এর কথা বলেছিল। কিন্তু আমি রাজি হইনি। কারন ১ম ব্যবসায় রিক্স নিতে চাইনি। কথা হল ৫০% টাকা এ্যাডভান্স আর বাকি ৫০% টাকা ট্রাকে মাল লোড হয়ে ছেড়ে যাবার আগেই পরিশোধ করবে। একদিন পর ৫০% টাকা এবং ২০০০ মেশ ব্যাগ ( যে ব্যাগে করে আলু পাঠানো হবে) নিয়ে উনি নিজেই আসলেন সব দেখার জন্য। সব কিছু ঠিক আছে দেখে ডিল ফাইনাল করলেন। আমি তো মহা খুশি। তিন দিনের মাঝেই গত ১৪-০৪-২০১১ ইং তারিখে ২ ট্রাক মাল রেডি করে চট্টগ্রাম পোর্ট এর উদ্দেশ্যে ছেরে দিলাম। বাকি ১ ট্রাক ২ দিন পর দিলাম। অবশ্য এর আগে সব দেনা পাওনা তারা পরিশোধ করেছিল।
এরপর তারা বলল যে, আগামি ২২-০৪-২০১১ ই এ নতুন দামে আলু কিনবে। কিন্তু ওরা এখন বলছে যে, কয়েকদিন পর নিবে, আর কোল্ডস্টরের আলু চাচ্ছে।
কিন্তু আমি তো আলু বাহিরে রাখছি। আর আমার কাছে শুধুমাত্র এই একজন ই বায়ার আছে। তাই কি করব ভেবে পাচ্ছি না।
আরএসব শোনার পর থেকেই বাসায় শুরূ হয়ে গেছে আমারে পচানো।
যদিও মন খারাপ করে নাই। কিন্তু আমার আম্মুজান আর আব্বুজান তো আমার বুদ্ধি-শুদ্ধির ১৪গুস্টি উদ্ধার করে ছারতেছে।
ভাগ্যিস বিয়া করি নাই। তাহলে কি যে হত, একমাত্র আল্লাহই জানেন।
যাই হোক, এখন তো আলুর সিজন প্রাই শেষ। তবুও চেস্টা করে জাচ্ছি নতুন কোন বায়ার ধরার জন্য। অবশ্য সামনের বার ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না।
আর আপনাদের কারো জানা মতে যদি এমন কোন ব্যক্তি থেকে থাকেন, যারা আলু এক্সপোর্ট করেন, তাহলে প্লিজ আমাকে জানাবেন মেইল করে।
[email protected]
+8801717 451 579
২| ০৩ রা মে, ২০১১ রাত ১:০০
ইহতিশাম আহমদ বলেছেন: ভাগ্যিস আমি বাড়ির ছোট ছেলে। তাই বেশ কিছু অকামের সুযোগ আছে। অবশ্য ঝামেলাও আছে। এত করেও কোনদিন মা বাবার চোখে দায়িত্বশীল হতে পারলাম না।
০৩ রা মে, ২০১১ রাত ১:০৬
রূম্মান বলেছেন: দায়িত্বশীল হোন আগে, তাইলেই টের পাবেন ...........
৩| ০৩ রা মে, ২০১১ রাত ১:০৫
রুদ্রপ্রতাপ বলেছেন: আলুর ব্যাবসা!
জানিনে ভাই।
০৩ রা মে, ২০১১ রাত ১:০৮
রূম্মান বলেছেন: ভাবছি বাড়ির বড় ছেলেদের নিয়া ধারাবাহিক কিছু পোষ্ট দিব।
৪| ০৩ রা মে, ২০১১ রাত ১:০৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>
৫| ০৩ রা মে, ২০১১ রাত ১:১০
স্বপ্নবিলাসী আমি বলেছেন: আপনার চাইতে আমাকে আরো বেশী যন্ত্রনা সহ্য করতে হয়....সে গল্প না হয় অন্য একদিন...........!!!! আর একটা কথা.....আপনার বাড়ী কোথায়????!!! হামিও কিন্তু বোগরার ছোল.........!!!
........আসেন কোলাকুলি করি.........!!!
০৩ রা মে, ২০১১ রাত ১:২৫
রূম্মান বলেছেন: তাই নাকি বারে! হামি এখন হাজিপাড়াত থাকিচ্চি। আপনে কুটি?
৬| ০৩ রা মে, ২০১১ রাত ১:১২
আর.এইচ.সুমন বলেছেন: আহ্ হা রে বেচারা ভাই ফকিরের এক দুয়ার বন্ধ হইলেও হাজার দোয়ার খোলা ,,,,,,
চিন্তা কইরেন না ,, ঠান্ডা মাথায় পথ খুজে বের করেন
০৩ রা মে, ২০১১ রাত ১:২৬
রূম্মান বলেছেন: ধন্যবাদ আপনাকে। চেষ্টা তো করেই যাচ্ছি
৭| ০৩ রা মে, ২০১১ রাত ১:২২
রিয়েল ডেমোন বলেছেন: আসেন ভাই গলা মিলাইয়া কান্দি
০৩ রা মে, ২০১১ রাত ১:২৭
রূম্মান বলেছেন: হুমমমমম
৮| ০৩ রা মে, ২০১১ রাত ৩:৫৩
১৪ বলেছেন: Amio....... Moha gada.
০৩ রা মে, ২০১১ রাত ৮:০১
রূম্মান বলেছেন: রিয়েল ডেমোন বলেছেন: আসেন ভাই গলা মিলাইয়া কান্দি
৯| ০৩ রা মে, ২০১১ রাত ৩:৫৮
১৪ বলেছেন: Amio....... Moha gada.
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৩
রূম্মান বলেছেন: রিয়েল ডেমোন বলেছেন: আসেন ভাই গলা মিলাইয়া কান্দি
১০| ০৩ রা মে, ২০১১ সকাল ৮:৩৬
সাইফুল ইসলাম রুবেল বলেছেন: গাধা রে ভাই আমিও গাধা।
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৪
রূম্মান বলেছেন: আমরা সবাই গাধা আমাদের ই গাধার রাজত্বে
১১| ০৩ রা মে, ২০১১ সকাল ৮:৩৮
একাকি রাতে বলেছেন: আম্মুর থেকে পিসি কিনার জন্য ২৫০০০ টাকা নিয়ে ছিলাম ১৮ মাস জব করতেছি নিজের খরচ বাদ দিয়ে পুরা টাকা মার হাতে দিই তার পরেও মা বলে তুই আমার ২৫০০০ টাকা কখন দিবি।
বি:দ্র: আমি পরিবারের বড্ব ছেলে
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৬
রূম্মান বলেছেন: আমরা সবাই গাধা আমাদের ই গাধার রাজত্বে
১২| ০৩ রা মে, ২০১১ সকাল ৮:৪৪
সাইফুল ইসলাম রুবেল বলেছেন: গাধা রে ভাই আমিও গাধা।
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৭
রূম্মান বলেছেন: আমরা সবাই গাধা আমাদের ই গাধার রাজত্বে।
১৩| ০৩ রা মে, ২০১১ সকাল ৮:৫২
নিউ০০৭ বলেছেন: সাইফুল ইসলাম রুবেল বলেছেন: গাধা রে ভাই আমিও গাধা।
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৮
রূম্মান বলেছেন: ভাই মনে কস্ট নিয়েন না
১৪| ০৩ রা মে, ২০১১ সকাল ১০:০৯
রাকিবুল হাসান রাজ বলেছেন: হামিও কিন্তু বারে বোগরার ছোল.........! সদরে.........! কাঠনারপাড়া বাড়ি.........!
০৩ রা মে, ২০১১ রাত ৮:০৮
রূম্মান বলেছেন: হাজিপাড়ার ছোল
১৫| ০৩ রা মে, ২০১১ সকাল ১১:১৫
Observer বলেছেন: আমি পরিবারের মেঝো ছেলে
০৩ রা মে, ২০১১ রাত ৮:১২
রূম্মান বলেছেন: বাইচা গেছেন ভাই
১৬| ০৩ রা মে, ২০১১ দুপুর ২:৪২
কিছুক্ষণ বলেছেন: আম্মু-আব্বু প্রায়ই বলে বাসার বড় ছেলেরা নাকি গাধা হয় আর আমার আব্বুও তার বাবার বড় ছেলে!!
আপনার আব্বু নিশ্চয়ই নিজের ব্যাপারে একই মত দেন না...!
আরও পোস্ট দেন...
০৩ রা মে, ২০১১ রাত ৮:১৩
রূম্মান বলেছেন: আব্বুকে তো দাদু-দাদি বলতেন। আর আমাকে বলেন এখন
১৭| ০৩ রা মে, ২০১১ দুপুর ২:৪৫
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ভাই আগে মা,বাবা কইত এখন বউও একথা কয় ।
০৩ রা মে, ২০১১ রাত ৮:১৫
রূম্মান বলেছেন: চিপায় পড়লে সবাই লাথি মারে। বউ বাদ যাবে কেন? ভাগ্যিস বিয়া করি নাই। বউ এর কাছেও শুনতে হবে এটা নিশ্চিত।
১৮| ০৩ রা মে, ২০১১ দুপুর ২:৪৯
সবার প্রিয় বলেছেন: আমিও আমার বাড়ির বড় গাধা....................................
০৩ রা মে, ২০১১ রাত ৮:১৭
রূম্মান বলেছেন: আমরা সবাই গাধা আমাদের ই গাধার রাজত্বে।
১৯| ০৩ রা মে, ২০১১ দুপুর ২:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন: Amio
০৩ রা মে, ২০১১ রাত ৮:১৮
রূম্মান বলেছেন: ভাইরে কি আর বলব আপনাকে.................
২০| ০৩ রা মে, ২০১১ রাত ৮:১৭
নীল_পদ্ম বলেছেন: বড় ছেলেরা একটু ভাল হয়, তাদের দায়িত্বও বেশি। সংসারের প্রতি অনেক দায়িত্ববোধ করে। বোক হয় না, একটু সহ্য করে বলে কেউ কেউ তাদেরকে বোকা ভাবতে পারে। তারা অনেক সহনশীল হয়। আমি মেজো, সংসারের প্রতি আমার কোন দায়িত্ব নাই।
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৩
রূম্মান বলেছেন: ভাই ঠিকই বলেছেন, আমি মেজো, সংসারের প্রতি আমার কোন দায়িত্ব নাই।
ভাল, দায়িত্ব, দায়িত্ববোধ, সহ্য, সহনশীল এই কথাগুলো শুধু আমাদের বড়দের বেলায় প্রযোয্য।
২১| ০৩ রা মে, ২০১১ রাত ১১:৩৩
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: :'( ক্যান যে ছোট ভাইয়ের আগে দুনিয়ায় আইলাম
২২| ০৩ রা মে, ২০১১ রাত ১১:৫৪
চানাচুর বলেছেন: ভাই কনফিডেন্স হারিয়েন না। আপনার আব্বু আম্মুর থিওরি ভুল প্রমাণিত হয়ে যাবে আমার গাধামী শুনলে। অথচ আমি বাড়ির ছোট। আর সব দায়িত্ব বড়রাই নেয়, ছোটরা বসে আরাম করে এটাও ভুল কথা। আমাকে আমার বড় বোনেরা সবসময় তিরস্কার করে আমি একেবারেই দায়িত্বশীল না বলে। আগে একটা তিরস্কার করতো। এখন দুইটাই করে। মন খারাপ করেন না। বোকা মানুষগুলোই ভালো থাকে। শুভকামনা রইলো।
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:১৩
রূম্মান বলেছেন: ভাই কনফিডেন্স হারানোর তো কিছু নাই, এটা তো সহ্য করাই লাগবে।
২৩| ০৩ রা মে, ২০১১ রাত ১১:৫৮
সাইফ বাঙ্গালী বলেছেন: আমি আমার দাদার দাদা থেকে ক্রমানুযায়ি বড় ছেলে, চোদ্দগুষ্ঠির মধ্যেও!
সমস্যা হলো , আমার পরিবারে ব্যাবসায়ি কম, বেশির ভাগ সেনা-অফিসার, বিশেষঃত বড় ছেলেরা (আমার বাবা, দাদা, দাদার বাবা) সবাই। কিন্তু আমি পারিনি, লেখপড়ায়ও ভালো করতে পারিনি পাগলামির জন্য।
মাঝে মাঝে একটু খারাপই লাগে
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:০৮
রূম্মান বলেছেন: ভাইদের মাঝে আমিও তো বড় ছেলে, চোদ্দগুষ্ঠির মধ্যে। শুধু বয়ওস এ বড় না, লম্বায় সবার থেকে বড়।
২৪| ০৪ ঠা মে, ২০১১ রাত ১২:১৩
মানবী বলেছেন: মর্মান্তিক পোস্টে সহানুভূতি :-)
আলু যেহেতু কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা সম্ভব হয়নি, বিদেশে রপ্তানীর কথা না ভেবে ঢাকার বাজারে বিক্রী করলে কোন মুনাফা পাওয়া যাবে কিনা বুঝতে পারছিনা! আলু সহজে পচনশীল, সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাবে!
তবে বড় ছেলের প্রতি সংসারের যে এক্সট্রা প্রেসারের ট্রেন্ড আমাদের দেশে প্রচলিত, তা অত্যন্ত অন্যায় মনে হয়। এমন একাধিক বড় সন্তান/ছেলেদের কথা জানি যাঁরা নিজের জন্য কিছু করার কথা ভাবতে পারেননা, মা বাবা ভাইবোন সবাই স্বচ্ছল ও সুখি জীবন যাপন করলেও তাঁকে সব সময় এক্সট্রা মানসিক চাপের মাঝে জীবন কাটাতে হয়। এমন কিছু ছোট ভাইবোনদের কথা জানি যারা নিজেদের ভালো রোজগার, বিয়ে হয়ে গেছে তার পরও মনে করে তাদের(এমনকি তাদের স্বামীরও) সকল সাধ আহলাদ মিটানোর দায়িত্ব বড় ভাইয়ের।
এটা খুব অন্যায় মনে হয়!!
আপনার ব্যবসার জন্য শুভ কামনা রইলো।
ভালো থাকুন।
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:২৩
রূম্মান বলেছেন: একদম হাছা কতা কইছেন ভাই। কি যে টেনশানে থািকি সবসময়,,,
২৫| ০৪ ঠা মে, ২০১১ সকাল ১০:৫৮
১৮ কোটি মানুষ বলেছেন: ভাই আমি ছোট এর পর ও কমু বড় গুলা আসলেই একটু গাধা টাইপ হয় কারন টা কইতে পারুম না তয় বিয়া করেন এর পর আর কেও গাধা কইবনা কারন আপনি গাধা থেকে তখন ভেড়া হইয়া যাইবেন (প্রমানিত)
০৪ ঠা মে, ২০১১ সকাল ১১:২২
রূম্মান বলেছেন: ও আল্লাহ গো........................... বলে কি?
২৬| ২৩ শে জুন, ২০১১ রাত ৮:৫১
ভবঘুরে যোম্বি বলেছেন: ভাই আমি হইলাম পরিবারের সবার ছোট মাগার এখনও ননস্টপ বকা খাই
কিছু হইলেই সব আমার দোষ। বড় ভাই দশট বাজে দোকানে গেলেও কিছু বলেনা।
কিন্তু আমি নয়টা বাজে গিয়েও বকা শুনি
২৭| ০৩ রা জুলাই, ২০১১ রাত ৯:৪৫
সোহান মুরাদ বলেছেন: কিললাই যে বাপের বড় পোলা হইলাম?
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১১ রাত ১২:৫৯
মানব সন্তান বলেছেন: