![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আবারও জেতার পরিকল্পনা করছি ! দেখা যাক কি হয় !
সিম কার্ড ক্লোনিং
মূলত একটি সিম কার্ডের মাইক্রো কন্ট্রোলারের থাকা তথ্য অনুরূপ বা নকল করাকে বোঝায়। সিম কার্ড ক্লোনিং এর ফলে সিম কার্ডে থাকা সকল তথ্য নকল সিম কার্ডে চলে আসে, এমনকি সিম কার্ড ক্লোনিং এর ফলে সঠিক সিম কার্ডের রেকর্ড যেমন: কল লিস্ট, ডায়াল কল লিস্ট, মেসেজ লিস্ট, পিন কোড, আইসিসিআইডি নম্বর এবং সিম কার্ডের ব্যালেন্স স্থানান্তর হয়ে যায়। অনেক ক্ষেত্রে IMSI (International Mobile Subscriber Identifier), Ki এবং ICCID অনুরূপ বা নকল হয়ে যায়। মূলত এটাই সিম কার্ড ক্লোনিং।
GSM (Global System for Mobile communication)
সিম কার্ড ক্লোনিং সাধারণত GSM (Global System for Mobile communication) অর্থাৎ গ্রুপ স্পেশাল মোবাইলে হয়ে থাকে। বিশ্বের প্রায় ৮২ভাগ মোবাইল ব্যবহারকারী (প্রায় তিন বিলিয়ন) GSM সিম কার্ড ব্যবহার করে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে CDMA (Code Division Multiple Access) সিম কার্ডও ক্লোনিং হয়ে থাকে।
যে সকল পদ্ধতিতে সিম কার্ড ক্লোনিং হয়ে থাকে:
সিম কার্ড ক্লোনিং বিভিন্ন ভাবে হয়ে থাকলেও সাধারণত ২ ভাবে সিম কার্ড ক্লোনিং বেশি পরিচিত।
সিম কার্ড ক্লোনিং পদ্ধতি
আমাদের এশিয়া মহাদেশে এই ২ ভাবে সিম কার্ড ক্লোনিং হয়ে থাকে। সিম কার্ড ক্লোনিং এর ২টি পদ্ধতির মধ্যে একটি হলো, হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এবং অপরটি হলো আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং।
হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং:
হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক এর দুইটি অংশ রয়েছে প্রথমটি হলো হার্ডওয়্যার বা ডিভাইস এবং দ্বিতীয় অংশ হলো সফটওয়্যার।
হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং
হার্ডওয়্যার বা ডিভাইস সিম কার্ড ক্লোনিং এ বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। তবে এ ধরনের হার্ডওয়্যার বা ডিভাইস বাজারে খুব একটা পাওয়া যায় না।
ইউএসবি ভিত্তিক সিম কার্ড ক্লোনিং ডিভাইস
এ ক্ষেত্রে বিভিন্ন সাধারণ সিম কার্ড রিডার ডিভাইসে অতিরিক্ত কিছু অংশ লাগিয়ে সিম কার্ড ক্লোনিং ডিভাইস তৈরি করা হয়ে থাকে। এধরনের ডিভাইস সাধারণত ইউএসবি ভিত্তিক হয়ে থাকে।
ফিমেল ডাটা কমিউনিকেশন পোর্ট ভিত্তিক সিম কার্ড ক্লোনিং ডিভাইস
ভাল এবং উচ্চ মানের সিম কার্ড ক্লোনিং করার জন্য অনেক ক্ষেত্র নিজেরাই সিম কার্ড ক্লোনিং ডিভাইস তৈরি করে থাকে। এধরনের ডিভাইস সাধারণত ফিমেল ডাটা কমিউনিকেশন পোর্ট ভিত্তিক হয়ে থাকে। একে ওয়াফার কার্ডও বলা হয়।
হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং সফটওয়্যার:
ইউএসবি ভিত্তিক ডিভাইস এর সফটওয়্যার
হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এ বিভিন্ন করমের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। ইউএসবি ভিত্তিক ডিভাইস এর ক্ষেত্রে এক রকমের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে সফটওয়্যার ইউএসবি ভিত্তিক সিম কার্ড ক্লোনিং ডিভাইস এর সাথে যোগাযোগ স্থাপন করে এবং ক্লোনিং ডিভাইস রিড করে সিম কার্ড ক্লোনিং করে থাকে।
ওয়াফার ডিভাইস ডাটা কমিউনিকেশন পোর্ট এর সফটওয়্যার
অপর ক্ষেত্রে ওয়াফার ডিভাইস ডাটা কমিউনিকেশন পোর্ট ব্যবহার করে থাকে। কম্পিউটারের মাদারবোর্ডের মেইল পোর্টের সাথে ওয়াফার ডিভাইস সংযোগ করা হয়ে থাকে। এর পর নিদিষ্ট কিছু সফটওয়্যার ব্যাবহার করে ওয়াফার সিম কার্ড ক্লোনিং ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে।
আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং:
আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আইপি টেলিকমিউনিকেশন ব্যবহার করে থাকে। আইপি টেলিকমিউনিকেশন সাধারণত একধরনের ইন্টারকম সিস্টেম এবং সহজে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এ আইপি ফোন ব্যবহার করা হয়ে থাকে। আইপি টেলিকমিউনিকেশন এর অংশ। এক্ষেত্রে এমন একটি সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে যার ফলে আইপি ফেন রিমোট ভাবে ডেটা আদান প্রদান করতে পারে। বিশেষ সিস্টেম ব্যবহার করে আইপি ফেন সিম কার্ডের ভিসিসি, জিএনডি এবং ভিপিপি অংশ নির্দেশ করে, মূল্যবান ডেটা যেমন, কল লিস্ট, ডায়াল কল লিস্ট, মেসেজ লিস্ট, পিন কোড, আইসিসিআইডি নম্বর এবং সিম কার্ডের ব্যালেন্স একসেক ও ডেটা সংরক্ষণ করতে পারে।
সিম কার্ড ক্লোনিং এর শিকার হতে সাবধানতা:
১. অবশ্যই ব্যক্তিগত সিম কার্ড অপরের সাথে শেয়ার করা যাবে না।
২. সিম কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যাবে না, যেমন ক্রেডিট কার্ডের নম্বর।
৩. ব্যক্তিগত তথ্য সিম কার্ডে সেভ করা যাবে না।
৪. সিম কার্ডের ই-ফোনবুকে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যাবে না।
৫. পারত পক্ষে আইপি ফোন নম্বর মনে করে, যেমন, +৯২, #৯০ এবং #০৯ থেকে ফোন রিসিভ না করাই ভাল।
৬. “No Number”, “Unknown” অথবা “Rusticated” এরকম থেকে ফোন আসলে রিসিভ করা যাবে না।
আশা করি সবাই সতর্ক থাকবেন।
সৌজন্যে: Aluminium Security
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৫
রূম্মান বলেছেন: আপনাকেও ++++++++++++++++++
২| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৯
মুক্তমনা আমি বলেছেন: অসাধারণ লিখেছেন, অনেক ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪০
রূম্মান বলেছেন: এইটা আমি আর আলমাস মিলে করছি। আমাদের সবার ই এই বিষয় টা জানা উচিৎ।
আপনাকে ধন্যবাদ কমেন্ট এর জন্য।
৩| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১
এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভেচ্ছা।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪২
রূম্মান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৪| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি সবাই সতর্ক থাকবেন
অনেক ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৩
রূম্মান বলেছেন: সবাই কে সতর্ক করার জন্যই লেখাটি। ধন্যবাদ ভাই।
৫| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৫
রমি12 বলেছেন: ভাই গুরুত্বপূর্ণ একটা পোস্ট দিয়েছেন । অনেক ধন্যবাদ...............
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫
রূম্মান বলেছেন: আআমাদের সবার এই বিষয় নিয়ে সতর্ক থাকা উচিৎ।
৬| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
ডিজিটাল ভাই বলেছেন: সিম কার্ড তো ক্লোনিং করব কিন্তু Blank সিম কার্ড কোথায় পাবো ?? Blank সিম কার্ড কোথায় পাওয়া যাবে দয়া করে একটু বলবেন কি ? সিলভার এবং গোল্ড ওয়েফার দুই ধরনের কার্ডের ডায়াগ্রাম আমার কাছে আছে কিন্তু ওই IC গুলা তো বাংলাদেশে পাওয়া যায় না । আপনার কাছে সহজলভ্য IC দিয়া কোন ওয়েফার কার্ডের ডায়াগ্রাম আছে কি ?? থাকলে ডায়াগ্রামটির একটু লিংকু দেন ....
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৪
রূম্মান বলেছেন: হহায় হায়, আপনি কেন ক্লোনিং করবেন??? এখানে তো ক্লোনিং করতে বলা হয় নাই। জাস্ট জানান হইসে এই ব্যাপার টা কিভাবে হয়। আমার কাছে ডায়াগ্রাম, ডিভাইস সফট সবই আছে। এখানে যে ২ টা ডিভাইস এর ছবি দেখছেন, তা আসলে আমাদের ই।
৭| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৬
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫
রূম্মান বলেছেন: আআপনাকেও ধন্যবাদ, সতর্ক থাকবেন।
৮| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৭
আলোকিত পৃথিবী বলেছেন: ভালো লাগলো।
এই ধরনের পোস্ট আরো বেশি বেশি চাই।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০২
রূম্মান বলেছেন: চেহারা চেনা চেনা লাগতেছে !!! কোথায় যেন দেখছি আপনাকে ভাই। ঠিক মনে করতে পারছি না। আমি যা ভাবছি, মনে হয় আপনি সেই ব্যাক্তি।
ধন্যবাদ কমেন্ট এর জন্য।
৯| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০১
রাতুল_শাহ বলেছেন: সরাসরি প্রিয়তে রাখলাম।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৪
রূম্মান বলেছেন: আআপনার প্রোফাইল পিক টাও আমার প্রিয়
১০| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৩
মোমের মানুষ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১২
রূম্মান বলেছেন: ধন্যবাদ
১১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাল পোষ্ট, অনেক কিছু জানতে পারলাম।
কিন্তু এত ভাল একটা পোষ্ট দিয়ে লাষ্টে এসে নিজেরে পচায় ফেললেন। আপনেও দেখি ইন্ডিয়ার প্রচারণায় কনফিউজড। +৯২ কোন আইপি ফোনের কোড না, এটা পাকিস্তানের কোড। আর #৯০ বা #০৯ যে একটা স্ক্যাম তা গুগলে একটু সার্চ দিলেই পাবেন। এই লাইনটা রিমুভ করবেন আশাকরি। না হলে পাবলিক হুদাই টেনশন করবে।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪
রূম্মান বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে, ভুল টি ধরিয়ে দেবার জন্য। আসলে এটা হবে "আইপি ফোন নম্বর মনে করে"
১২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১২
আমিনুর রহমান বলেছেন: জ্ঞান পুষ্টু। ভালো লাগলো
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১২
রূম্মান বলেছেন:
১৩| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
স্পেলবাইন্ডার বলেছেন:
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৩
রূম্মান বলেছেন:
১৪| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
আলী আহামমদ (সুমন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২০
রূম্মান বলেছেন: আলী আহামমদ (সুমন) ভাই এর টাই আগে ক্লোন করতে হবে
১৫| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
আজব কবি বলেছেন: +++++++++++্ , ধন্যবাদ আপনার দেয়া তথ্যের জন্য
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২১
রূম্মান বলেছেন: আআপনাকেও ধন্যবাদ, সতর্ক থাকবেন।
১৬| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২১
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ..........................সতর্কতার জন্য...........
১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২২
রূম্মান বলেছেন: আআপনাকেও ধন্যবাদ
১৭| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৩
আলোকিত পৃথিবী বলেছেন: ভাই পৃথিবীটায় গোল। হয়তো কোথাও কোন এক জায়গায় আপনার সাথে দেখা হয়েছিল।
১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৬
রূম্মান বলেছেন: হহুম্মম্মম, এইবার বুঝতে পারছি। আপনি একজন ভাল হ্যাকার
১৮| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৩
ঘুমন্ত আমি বলেছেন: চ্রম পোষ্ট । প্লাস
১৯| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৬
ডিজিটাল ভাই বলেছেন: কোন ক্ষতির উদ্দেশ্যে আমি সিম ক্লোনিং করতে চাই না । ব্যতিক্রমধর্মী কিছু সার্কিট বা ডিভাইস তৈরি করে সংগ্রহে রাখা এটা আমার একটা শখ বলতে পারেন । বাংলাদেশে সহজলভ্য IC দিয়ে তৈরি সার্কিট ডায়াগ্রাম এবং সফটওয়্যারটির লিংক যদি দিতেন তাহলে শখটা পূরণ করতে পারতাম, এর বাইরে আর কিছু নয় । লিংক দেওয়া না দেওয়াটা আগে আপনার মর্জ্জি ।
ধন্যবাদ
২০| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮
আলী আহামমদ (সুমন) বলেছেন:
২১| ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০১
শর্বরী-শর্মী বলেছেন: জানলাম এবং সতর্ক হলাম।
২২| ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১১
digitalpagla বলেছেন: আসলামের? (Almas)
২৩| ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৩০
রবিনহুড বলেছেন:
আমি সাধারনত একটা মোবাইল ব্যবহার করি, কিন্তু যেদিন একটি দামী মোবাইল উপহার পেলাম সেদিন চিন্তা করলাম, ঢাকা শহরে যে ভাবে ছিনতাই হয় তাতে দামী মোবাইল নিয়ে চলাফেরা করাটা রিক্স।
তখন ভাবলাম যেদিন বাসায় ফিরতে দেরী হবে সেদিনের জন্য একটা কমদামী মোবাইলে সিমটা ভরে ব্যবহার করা অনেকটা নিরাপদ। ছিনতাই হলেও রিক্স কম হবে।
কিন্তু সমস্য হল বার বার সিমটাকে এক মোবাইল থেকে অন্য মোবাইলে খুলে ভরাটা কষ্টকর। তার উপর প্রতিনিয়ত এটা করলে মোবাইলের কভারের পেছনের অংশটাও লুজ হয়ে নষ্ট হয়ে যা।
সেই চিন্তা থেকেই আমার সিম কপিয়ার কেনা হয়েছিল। যদি দুটি সিমে একই নম্বর থাকে তখন সেটা আলাদা দুটি সেটে সেটা ব্যবহার করা সহজ। ও ছিনতাই হলেও ক্ষতি কম হবে।
দূর্ভ্যাগ্য যে, বাজারের প্রচলিত সিম কপিয়ার দিয়ে বর্তমানের কোন সিম কপি করা যায় না।
আমার সিম কপিয়ারটি ছিল নিন্মেরমত। এতে এক সাথে ১৬ টাপর্যন্ত সিম কপি করা যায় বলে কোম্পানীর দাবি। যদিও আমার নিজের জন্য ১টি কপি করতে পারলেই যথেষ্ঠ ছিল। এটি দিয়ে সিম কপি ছাড়াও ফোনবুক ও এসএম এস ও কপি করা যায়। তবে সমস্য হল পুরো সিম কপি হয় না শুধু ফোনবুক ও এসএমএস কপি করা যায়। অথ্যাৎ এটি দিয়ে সিম কপি হয় না যাতে করে একটা আলাদা সিম হিসাবে নম্বরটি ব্যবহার করা যায়।
আমার সিমও কপিয়ারটি নিচের মত দেখতে ছিল।
ডিভাইসের সাথে একটি মালি্টিসিম কার্ড ও ইউএসবি রিডার থাকে।
বিস্তারিত এইখানে পাবেন।
পরবর্তীতে নেট ঘেটে যেটা বুঝতে পারলাম যে, আজ থেকে ৫/৬ বছর আগের সিম গুলে ছিল ৩২ বিটের যা কপি করা যেতো। আর বর্তমানের গুলো সম্ভবত ৬৪বিটের। যার দরুন এগুলো কপি করা যায় না। কপি করতে গেলে সিম নষ্ট হয়ে যায়।
যাই হোক আপনি যেটা লিখেছেন, এতে অনেক নতুন তথ্য আছে।
আপনি কি আমার সাথে একটু যোগাযোগ করবেন নিচের মেইলে..
[email protected]
হয়তো আপনার সাহায্য আমার প্রয়োজন।
অনুগ্রহ করে আপনার ব্লগের নিকটি উল্লেখ করলে পরিচিত হতে সুবিধা হবে।
আপনার যোগাযোগের অপেক্ষায় রইলাম।
বিঃদ্রঃ আপনি কি সিম কপি করতে পেরেছেন, সেটা কি কাজ করে?
২৪| ১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৯
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক কাজের একটা পোস্ট।
শো কেসে নিয়ে গেলাম পোস্টটা।।
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৮
লংমার্চ বলেছেন: কাজের জিনিষ বটে... ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:১৮
বিদ্রোহী সত্ত্বা বলেছেন: ++++++++++