নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অনিয়মের বিরদ্ধে এবং নিয়মের পক্ষে; তবে নিয়মের নামে ভণ্ডামীর ঘোরবিরোধী।

রুম্মান৯৯

আমি খেলাপাগল মানুষ । তাই খাওয়া-দাওয়ায় দারুণ ফাকিবাজ। ইন্টারনেট গেম আর ব্রাউজিং আমার বড্ড প্রিয় যেমন সামু ব্লগ প্রিয়।

রুম্মান৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিবিসি , এ এফপি , এপি এবং রয়টার্স জামায়াতের বড় দালাল !!

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

মাওলানা আবুল কালাম আযাদের ফাঁসীর রায় শুনে আন্তর্জাতিক মিডিয়া গেছে পাগল হইয়্যা ! মাওলানা সাহেব তাদের কি লাগে ? তার পক্ষে প্রতিবেদন প্রকাশের এত গরজ কেন ? আমার মাথায় গিলু কম তাই বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে । যাদের মাথায় গিলু বেশী তারা একটু চিন্তা করে বলেন তো বিশ্বের প্রভাবশালী এই সংবাদ সংস্থা এবং গণমাধ্যমগুলো ট্রাইবু্নালকে '' বিতর্কিত ট্রাইব্যুনাল '' বলে কেন প্রতিবেদন প্রকাশ করল ? দেখুন তারা বলছেটা কি ----------------------------------- ।



**** বিবিসি *****



শিরোনাম ঃ '' বাংলাদেশ ক্লারিক সেনটেন্সড টু ডেথ ফর ওয়ার ক্রাইমস '' ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে ----

১] বাংলাদেশের একটি আদালত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য একজন মুসলিম ধর্ম প্রচারককে মৃত্যুদন্ড দিয়েছে । বিতর্কিত ট্রাইবুনাল তার প্রথম রায়ে আবুল কালাম আযাদকে ফাসীর আদেশ দিয়েছে ।

২] এ আদালতকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি ।

৩] বাংলাদেশ সরকার বলছে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক নিহত হয় । তবে অনেক গবেষক বলেছে নিহত সংখ্যা ৩ থেকে ৫ লাখের মধ্যে ।



***** এ এফপি ****



তাদের শিরোনাম ঃ '' টেলিভানজেলিস্ট টু হ্যাং ফর বাংলাদেশ ওয়ার ক্রাইমস '' ।

প্রতিবেদনে বলা হয় ----

১] আন্তর্জাতিক কোন তদারকি ছাড়াই সরকার ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করে । এ আদালতকে রাজনৈতিক উদ্দেশ প্রনোদিত হিসাবে চিহ্নিত করা হয়েছে ।



২] আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে বিচারে অনেক গাপলা রয়েছে ।

৩] রাষ্ট্রনিয়ন্ত্রিত এবং প্রাইভেট টিভি স্টেশনে মাওলানা আযাদের ইসলামী অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শক উপভোগ করতেন ।



**** রয়টার্স ****



শিরোনাম ঃ '' ইসলামিক ক্লারিক সেনটেন্সড টু ডেথ ফর বাংলাদেশ ওয়ার ক্রাইমস '' ।

তাদের প্রতিবেদনে বলা হয় ----------

১] স্বাধীনতা যুদ্ধের সময় সংঘঠিত অপরাধের মামলার প্রথম রায়ে বাংলাদেশের বিতর্কিত ট্রাইবুনাল একজন জনপ্রিয় টিভি উপস্থাপককে মৃত্যুদন্ড দিয়েছে ।



২] আন্তর্জাতিক মান রক্ষা না করে বিচার করার জন্য মানবাধিকার সংগঠন গুলো এ ট্রাইবুনালের সমালোচনা করেছে ।

***** এপি *********



শিরোনাম ঃ '' বাংলাদেশ ওয়ার ট্রাইবুনাল অডার্স ক্লারিক এক্সিকিউটেড '' ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে ---- স্বাধীনতা যুদ্ধের সময় সংঘঠিত অপরাধের বিচার করেছে যে বিতর্কিত ট্রাইবুনাল তাদের প্রথম রায়ে আবুল কালাম আযাদকে দুষী সাব্যস্ত করা হয় ।

২১/১/২০১৩ তারিখে প্রকাশিত ৪ টি বিশ্বের প্রভাবশালী মিডিয়ার প্রতিবেদনের কিছু দিক এখানে তুলে ধরা হলো । নিশ্চয় এই বিশ্বমানের গণমাধ্যমগুলোতে জামায়াতের ভুত ঢুকেছে !! তারা কাদের দালাল ? না প্রকৃত সত্য তুলে ধরল ? সকল আন্তর্জাতিক মিডিয়া জামায়াত খরিদ করে নিল ? তারা কি টাকা খেয়ে প্রতিবেদন লিখে ? পৃথীবির বাস্তব চিত্র তাদের চোখ এরাতে পারে কি ? তারা কি চা সিংগারা খেয়ে খেয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে ? যাদের মাথায় বেশী গিলু তারা একটু বলবেন কি ?

এই প্রতিবেদন এবং মাওলানা আযাদের রায়ে জামায়াত - মুজাহীদ প্রসংগ টানায় একটি বিষয় স্পষ্ট হয়েছে যে , মুলত ট্রাইবুনাল শুধু কয়েকজন ইসলামিক লীডারের ফাঁসি দেয়ার জন্যে তৈরী হয়নি '' জামায়াতে ইসলামীর ফাঁসী '' দেয়াই এই ট্রাইবুনালের আসল উদ্দেশ্য ।





এই বিচার শেষ বিচার নয় । আরো বিচার আছে । এই বিচারক শেষ বিচারক নন । একজন মহাবিচারক আছেন । সেখান হতে পালাবার ক্ষমতা কারো নেই । কারো নেই । সবাইকে সেই আদালতে হাজির হতে হবে । (কপি-আবরার

***************************************************



Reuters:

Bangladesh's war crimes tribunal sentenced a popular Islamic televangelist to death on Monday, the first verdict by the controversial body set up to probe abuses during the country's bloody struggle for independence.

The tribunal has been criticised by rights groups for failing to adhere to standards of international law.

Critics say the tribunal is being used by the Prime Minister as an instrument against her opponents in the country's two biggest opposition parties, the Bangladesh Nationalist Party and the Jamaat-e-Islami.

Human Rights Watch has said the law under which the accused were being tried fell short of international standards of due process. It cited defence lawyers, witnesses and investigators as saying they had been threatened during the trial.





Deutsche Welle:

This was the first verdict handed down by Bangladesh's controversial International Crimes Tribunal (ICT), a domestic court with no international oversight.

The ICC has also been criticized by international rights groups for violating standards of international law. Human Rights Watch has said the tribunal operates under legal provisions that fall short of international standards.





BBC:

Critics of the tribunal, however, say the charges against Maulana Azad and others are politically motivated. The court is not endorsed by the United Nations.





The New York Times:

Prime Minister Sheikh Hasina set up the tribunal in 2010. Human rights groups have criticized it for not operating by international law, and members of the opposition say Ms. Hasina has used it to undermine her opponents.





Al-Jazeera:

A controversial Bangladeshi war crimes court probing the nation's independence war has sentenced a fugitive Muslim TV preacher to death as it handed down its first judgement.

The International Crimes Tribunal, a domestic body with no international oversight, was created by the government in 2010 and has been tainted by allegations it is politically motivated.





The Guardian:

The first verdict handed down by a controversial tribunal.

International human rights groups have raised questions about the conduct of the tribunals set up by the government in 2010 to prosecute those accused of war crimes.

New York-based Human Rights Watch has complained about flaws in the process – including the disappearance of a defence witness outside the courthouse gates.

A judge presiding over another tribunal resigned last month after the Economist reported that it had records of Skype and email conversations between him and a Belgium-based Bangladeshi lawyer that raised serious questions about the workings of the tribunal.





Voice of America:

New York-based Human Rights Watch has said legal procedures used by the tribunal fall short of international standards.



তবে যে যা-ই বলুক, ক্ষমতার ধারাবাহিকতা টিকে থাকবেই - জেলখানাগুলোতে স্থান-সংকুলান না হলে অস্থায়ী কারাগার দিয়ে ‘নতুন যাত্রা’ অব্যাহত রাখা হবে। আর মুখরাদের আপ্যায়নের জন্যে রাবার বুলেট, জল-কামান, ডাণ্ডাবেড়ি, ব্যাটনের সাথে এখন সাউন্ড-গ্রেনেড, ‘পরিবেশ-বান্ধব তবে মুখ-বন্ধক পিপার-স্প্রে’ আনা হয়েছে না?!

চলো! এগিয়ে চলো বাংলাদেশ! হাসো বাঙালী... হাসো!

‘নতুন যাত্রা’ সতর্কীকরণ: সরকারের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল! (ভিশন-২০৫০)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

জুলকারনাই১৯৬৭ বলেছেন: একি কথা শুনি আজ--সারা বিশ্বের মানবাধিকার সংগঠনসহ জাতিসংঘ এবং আন্তর্জাতিক মিদিয়াও জামায়াতের দখলে!!

নাকি তারা নিরপেক্ষ এবং সঠিক---আমরা যারা ভাদা, পাদা তারা কী?

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

রুম্মান৯৯ বলেছেন: হুম---হায় আপনিও পাদা নাকি?

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

ঠোঁটকাটা বলেছেন: জামাত সবাইকে কিনে ফেলেছে। সোজা হিসাব।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রুম্মান৯৯ বলেছেন: একেবারে সঠিক কথা--আসুন এবার আমরা জামায়াতের কাছে একবার বিক্রি হয়ে দেখি তারা কেমন দেশ চালায়---সব চোরকে দেখলেও তাদের তো দেখেন নাই--তারাও একটা সুযোগ পেতেই পারে?

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

কিতা ও বা বলেছেন: "দেশের ভিতরে (যাতা দিয়া ধইরা) কন্ট্রোল করা যত সহজ ,
দেশের বাইরে (যাতা দিয়া ধইরা) কন্ট্রোল করা তত কঠিন"।
----কিতা ও বা

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রুম্মান৯৯ বলেছেন: একেবারেই ঠিক ধরেছেন সরকারের রোগ---

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

জুলকারনাই১৯৬৭ বলেছেন: হায় ,হায়--জামায়াত বেটা সারা দুনিয়া কিনে নিলরে--আয় ভাদা, পাদা সবাই পালাই-জাতিসংঘ, আন্তর্জাতিক মিডিয়া, মানবাধিকার সংগঠন সবই দেখি জামায়াতের পকেটে?

এজন্যি অনেকেই জ্বলে মরে--এতদিনে বুঝলাম!!! তাইলে আমরাই এমন মহান আদালত বানিয়ে কারো মন জয় করতে পারমানা--হা্য, হায়

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

রুম্মান৯৯ বলেছেন: দুঃখ কইরেন না ভাই---যারা পালানোর তারাই পালাবে সময় হলে---

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

এফ এন এফ বলেছেন: +

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

রুম্মান৯৯ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: ..
;) ...... and what about Indian media?

If the stand is not same as you mentioned, then, it will indicate that everything with regard to war crime tribunal has been staged by Mahan Bharat Mata.

On the other hand, the western media's stand relating to this issue signifies that there must be some secret connection between Jamaat and W. media although stablished notion of muslim community is that W. media is hostile to Islam. So, that connection conclude that Jamaat's practices of Islam in the political arena is suspicious!

Really difficult to dig out actual fact, isn't it? :(

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

রুম্মান৯৯ বলেছেন: হুম--আপনি দেখি রাজনৈতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন--

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

পিওর গাধা বলেছেন: জুলকারনাই১৯৬৭ বলেছেন: একি কথা শুনি আজ--সারা বিশ্বের মানবাধিকার সংগঠনসহ জাতিসংঘ এবং আন্তর্জাতিক মিদিয়াও জামায়াতের দখলে!! নাকি তারা নিরপেক্ষ এবং সঠিক---আমরা যারা ভাদা, পাদা তারা কী? :D

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

রুম্মান৯৯ বলেছেন: পিওর গাধা বলেছেন: জুলকারনাই১৯৬৭ বলেছেন: একি কথা শুনি আজ--সারা বিশ্বের মানবাধিকার সংগঠনসহ জাতিসংঘ এবং আন্তর্জাতিক মিয়াও জামায়াতের দখলে!! নাকি তারা নিরপেক্ষ এবং সঠিক---আমরা যারা ভাদা, পাদা তারা কী?

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

দিকদর্শন বলেছেন: অনেক আগে কারও একটি পোষ্টের মন্তব্যে লিখেছিলাম, আজও বলব, আওয়ামীলিগ এই বিচারের মাধ্যমে জামাতকে কমপক্ষে ৫০ বছর এগিয়ে দিল। সমগ্র বিচারটিকে প্রহসনের বিচারে পরিনত করেছে। উদাহরন স্বরুপ, সাঈদীর বিরুদ্ধে আনীত স্বাক্ষীর স্বাক্ষ্যে যদি তাকে সাজা দেয়া হয়, তবে, মৃত বা সাজাপ্রাপ্ত সাঈদী কি অনেক অপ্রতিরোধ্য হবেনা ? সরকার বলল, পিরোজপুরের সেক্টর কমান্ডার, জুয়েল আইচ, জাফর ইকবাল এদের পাওয়া যাচ্ছেনা। কি সেলুকাস!! হূমায়ুন আহম্মদের পিতার মৃতুর ব্যাপারে অভিযোগ তোরা হলেও তার সহধর্মীনিকে স্বাক্ষী করা হলনা...আশ্চর্য! ভাগীরথীর ছেলে নিখোজ, সরকারের স্বাক্ষী গনেশ কোর্টে এসে উল্টে গেল.....। জনগন এখন অনেক সচেতন। নি:সন্দেহে, বঙ্গবন্ধু, ভাসানী বোকা ছিলনা।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

রুম্মান৯৯ বলেছেন: এইতো, আপনি আসল রহস্য জেনে গেছেন যে, আবুল কালাম আযাদ অপরাধ হোক বা না হোক--তাকে পালিয়ে দিয়ে ফাঁসির রায়ের নামে ইলেকশন পর্যন্ত জনগণের জন্য মূলা ঝুলিয়ে দেয়া--আরকি??

তিনিও বিদেশে আরামে থাকুন--আমরাও আবার ভোট ভিক্ষা করি যে, দেখ--ফাসির আদেশ দিছি কিন্তু বেটা যে, পালালো!!!!

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

ভাবছি বসে একা বলেছেন: জামাতের এত টাকা!!! আচ্ছা একটা কাজ করলে হয় না পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের হাত-পা না ধরে জামাতকে বলে টাকার ব্যবস্থা করে নিলে হয় না....

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

রুম্মান৯৯ বলেছেন: তাইত ভাই, ধান গাছে তক্তা হয় কিনা? বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে চাটুকারদের কথায় ধান গাছে তক্তা বানাইতেই থাকুক সরকার---তবে জামায়াতের কাছে টাকা চাওয়া যেতেই পারে??

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: বিবিসি , এ এফপি , এপি এবং রয়টার্স জামায়াতের বড় দালাল !! /:) /:)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

রুম্মান৯৯ বলেছেন: যারা বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে আত্মতৃপ্তি নিয়ে নাচছে- তাদের কাছে এমনটিই মনে হওয়াই স্বাভাবিক !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.