![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনটারন্যাশনাল জুরিষ্ট ইউনিয়ন ( International Jurist Union ) বাংলাদেশ এর যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে পক্ষপাতদুষ্ট অবহিত করে আবুল কালাম আজাদের ফাসিঁর রায় কার্যকর বন্ধ করার দাবী জানিয়েছে।
সম্প্রতি ১৪ সদস্যের একটি দল বাংলাদেশে প্রেরণ করে এই সংস্থা। ট্রাইবুনাল এর কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা সরকারের প্রতি এই আহবান জানায়। বলে রাথা ভাল, ৩২টি দেশের জুরিষ্ট (Jurist) নিয়ে গঠিত এই সংস্থাটি মানবাধিকার, ন্যায়বিচার এবং সাড়া বিশ্বে আ্ইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে।
সংস্থাটি সরকারকে সতর্ক করে দেয়, যদি এই ট্রাইবুনাল ন্যায় বিচারে ব্যর্থ হয়, তাহলে "জাতিসংঘ" হস্তক্ষেপ করে একটি "তদন্ত কমিশন" গঠন করতে পারে। সেই কমিশন এর রিপোর্ট এর ভিত্তিতে United States Security Council সিদ্ধান্ত নিয়ে মামলাটি রোম ষ্ট্যাটুট (Rome Statute) এর 13(b) ধারা অনুযায়ী আইসিসির (ICC) কাছে পাঠিয়ে দিতে পারে।
সংস্থাটির প্রতিবেদনে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১২টি ধাপ অনুসরণ করার দাবী জানানো হয়:
১) মামলাগুলো থেকে রাজনৈতিক উপাদানগুলো সড়িয়ে আইনের ভিত্তিতে পরিচালিত করতে হবে।
২) আইসিটি-১৯৭৩ আইনে অপরাধসমূহ পরিস্কারভাবে সংজ্ঞায়িত করতে হবে।
৩) পক্ষপাতশূন্য (Impartiality) এর লক্ষ্যে নতুন করে বিচারক নিয়োগ দিতে হবে।
৪) জুরিষ্ট (Jurist) দ্বারা গঠিত একটি নিরপেক্ষ কমিটি সেই সকল বিচারকদের নিয়োগ দিবেন।
৫) পূর্বের বিচারকদের সকল কার্যতক্রম বাতিল করে নতুন করে বিচার শুরু করতে হবে।
৬) নতুন বিচারক ও প্রসিকিউটর দ্বারা আগের সকল বিচারক ও প্রসিকিউটরদের পরিবর্তন করতে হবে।
৭) কর্মকর্তা যারা ক্ষমতার অপব্যবহার করে বিচারকে প্রভাবিত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।
৮) ট্রাইবুনালের আসামীরা একই অধিকার পাবে যেটা অন্যান্য আসামীরা দেশের আইন অনুযায়ী পায়।
৯) বিচারব্যবস্থাকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখতে হবে।
১০) যারা যুদ্ধপরাধ বিচার প্রক্রিয়ায় চাপ প্রয়োগ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।
১১) এই বিচারকে পরিচালিত করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার মান রক্ষা করে।
১২) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ট্রাইবুনালকে উন্মুক্ত রাথতে হবে।
সরকার প্রায় বলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তারা ভাল জানে তাদের কি করতে হবে। বিদেশী শক্তির কোনো অধিকার নেই হস্থক্ষেপ করার। এর কঠিন সমালোচনা করে সংস্থাটি বলে: “সাধারণ মানুষের মানবাধিকার লংঙ্গন, যেখানই ঘটুক না কেন, সেই বিষয়ে বিশ্ব সম্প্রদায় কথা বলার অধিকার রাথে”।
সূত্রঃView this link
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
রুম্মান৯৯ বলেছেন: ধন্যবাদ সত্য ও নিরপেক্ষ মন্তব্যের জন্য
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
জুলকারনাই১৯৬৭ বলেছেন: দ্রুত এব্যাপারে জাতিসংঘের এগিয়ে আসা উচিৎ, রাজনৈতিক বিচার আমরা চাইনা।
যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে--তবে শুধু জামাতের লোকদের নয় সবদলের যারা আছে সবার বিচার চাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
রুম্মান৯৯ বলেছেন: আপনার সাথে সহমত
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
বিপদেআছি বলেছেন: জামাতের কোটি কোটি টাকার লবিষ্ট তাদের কাজ শুরু করছে, না হলে আবুল কালাম আজাদের মত কুকুর নিয়ে কার এত মাথা ব্যথা ?!!!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
রুম্মান৯৯ বলেছেন: গাল দেয়া এবং অযৌক্তিক মন্তব্যের জন্য ব্লকড!!!
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
রাফা বলেছেন: স্বপ্ন দেখতেতো পয়সা লাগেনা কাজেই সেটা সবাই দেখতে পারে।দেখতে থাকুন দিবাস্বপ্ন।
বাংলাদেশ কারো দয়ায় স্বাধীন হয় নাই।সেই স্বাধীনতার সন্মান মুক্তিযুদ্ধের উত্তরাধিকারিরা রাখবে যে কোন কিছুর বিনিময়ে।৯ মাসে যে জাতি দেশ স্বাধীন করতে পারে।তারা ৯দিনে বিচারও করতে পারবে।
জয় বাংলা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
রুম্মান৯৯ বলেছেন: বয়স কত? স্বাধীনতার ইতিহাস আগে জানো--এদেশটা স্বাধীন করে দিয়েছে ভারত; এমনকি আমাদের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে দূরে সরিয়ে রেখে পাকিস্তানীদের নিয়াজীকে আত্মসমর্পণ করানো হয় ভারতের সেনাপ্রধান অরোরার নিকট!!
তাহলে কী দাঁড়ালো মিঃ ইতিহাস!!!!
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
মাসুদ মারুফ বলেছেন: আমাদের সমস্যা হল অতি দ্রুত অতীত ভূলে যাই।
মাত্র কদিন আগেই "স্কাইপে কেলেংকারি" আমরা ভুলে গিয়ে বলছি "বিচারের নামে আসলেই কি হয়েছে এবং কি হতে যাচ্ছে। সরকার যদি সত্যি সত্যিই কোন ধরনের রাজনৈতিক প্রভাবের কারনে উক্ত বিচার করে থাকে, সেটাও জনগণই বিচার করবে। "
এখনও আমাদের চোখ খোলেনী যে কি হচ্ছে। দেশটা এটা হিন্দি সিনেমার নায়কদের হাতে চলছে বোধহয়, যে আইন নিজের হাতে তুলে ন্যায় বিচার করতে চায়। তবে, তার ঘরের সবকিছু আগে ব্লাকমেল হয়ে যেতে পারে সে ধারনাই তার নেই।
জামাত-বিএনপি-আলীগ নিয়ে মাথাব্যাথা নেই। শুধু চাই ৫ ওয়াক্ত মসজিদে নিরাপদে যেতে, বাড়ী-অফিস-মসজিদ। কেউকি নিরাপত্তা দেবেন একটু যে আমাকে কোন দোষ না থাকার পরেও হাতে আরবী বই থাকলেই এরেষ্ট করা হবেনা?
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
রুম্মান৯৯ বলেছেন: এই সরকার বদল হলে এই ফাজলামী থাকবেনা ভাই--
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
শয়ন কুমার বলেছেন: গনহত্যার সময় ইনটারন্যাশনাল জুরিষ্ট ইউনিয়ন এরা কোথায় ছিল । বিচার যাদের হচ্ছে তারা তো কালপ্রিটই ।হানাদার বাহিনী আর তার এদেশীয় দোষরেরা শুধু রণক্ষেত্রেই তাদের সশস্ত্র তৎপরতা সীমিত রাখেনি। তারা নির্বিচারে যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন নিরীহ, নিরপরাধ নিরস্ত্র বেসামরিক নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে। ধৃত জামাত নেতারা ৭১ এ গণহত্যাকারী রাজাকার বাহিনীর লিডার রূপে কাজ করেছে ,যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের বিবৃতিঃ
রাজাকারদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোলাম আজমের আহ্ববান ঃ
১৯৭১ এর গনহত্যাকারী ধর্ষক সেই আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর বিবৃতিঃ
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
রুম্মান৯৯ বলেছেন: রাজনৈতিক বিবৃতি আর অপরাধ কি এককথা আর ভারতের বিরুদ্ধে বিবৃতি আর নারীধর্ষণ, গণহত্যা ও জ্বালাও-পোড়াওয়ের আহবান বা বিবৃতি কি এক জিনিস ?
দেখান দেখি অপরাধ করার আহবানসম্বলিত তাদের বিবৃতি দেরেখানে ক্লিক করুন বিবেক খুলতেও পারে--http://sonarbangladesh.com/blog/hassan/145403
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
মাসুদ মারুফ বলেছেন: স্কাইপে স্কান্ডালের পরও আমারা বলছি : "দেখা যাক, বিচারের নামে আসলেই কি হয়েছে এবং কি হতে যাচ্ছে। সরকার যদি সত্যি সত্যিই কোন ধরনের রাজনৈতিক প্রভাবের কারনে উক্ত বিচার করে থাকে, সেটাও জনগণই বিচার করবে। " টেপটি শোনার পর পানির মত সহজেই বুঝার কথা কি হতে যাচ্ছে, কি হচ্ছে। আর আমরা এখনও চোখ বন্ধ করে আছি, দেখতে পাচ্ছিনা।
বালিগ,আলিগ,জাশি নিয়ে আমার মাথা ব্যাথা নেই। কথা হল, যদি নিয়মতান্ত্রিকভাবে, তথ্যপ্রমানের মাধ্যমে বিচার সম্ভব হয় তাহলে কুরন। যা পারবেন তা করুন, যা পারেননা তা জোর করে করতে চেষ্টা করার সময় নেই।
এটা একটা দেশ, দেশের হাজারো মানুষের ব্যাপার। তাদের নিয়ে এক্সপেরীমেন্টের সময় নেই, লাক্ষ লাক্ষ সমস্যা আমাদের, সেগুলোয় মন দিন। একটা বিমানবন্দরের নামে কোটি টাকা নষ্ট না করে সে টাকা দিয়ে তেলে ভতুকী দিন, মানুষ দোয়া করবে। কাজ করার জায়গা অনেক, কোনটায় হাত দেবেন?
আবরো বলছি,যা পারবেন তা করুন, যা পারেননা তা জোর করে করতে চেষ্টা করার সময় নেই। ব্যক্তিগত রাগ বা খায়েস মেটাবার স্থান রাষ্ট্রযন্ত্র নয়। ব্যক্তিগত রাগ প্রকাশের স্থান রাষ্ট্রযন্ত্র নয়। রাষ্ট্রযন্ত্রের কল্যানে, দেশের মানুষের বের হয়ে যাওয়া পাজরকে ঢাকতে ব্যক্তিগত সমস্যা ভুলে যান। প্রয়োজনে শত্রুর সাথেও হাত মেলান, বলুন, আসুন দেশের স্বার্থে, মৃতপ্রায় মানুশগুলোর স্বার্থে রাজনীতির মাঠে ব্যক্তিগত আক্রোশ বাদ দেই। সেটা ব্যক্তিগত পর্যায়েই পরে দেখা যাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
রুম্মান৯৯ বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: দেখা যাক, বিচারের নামে আসলেই কি হয়েছে এবং কি হতে যাচ্ছে। সরকার যদি সত্যি সত্যিই কোন ধরনের রাজনৈতিক প্রভাবের কারনে উক্ত বিচার করে থাকে, সেটাও জনগণই বিচার করবে।
ধন্যবাদ।
প্রিয়তে নিয়ে রাখলাম।