নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অনিয়মের বিরদ্ধে এবং নিয়মের পক্ষে; তবে নিয়মের নামে ভণ্ডামীর ঘোরবিরোধী।

রুম্মান৯৯

আমি খেলাপাগল মানুষ । তাই খাওয়া-দাওয়ায় দারুণ ফাকিবাজ। ইন্টারনেট গেম আর ব্রাউজিং আমার বড্ড প্রিয় যেমন সামু ব্লগ প্রিয়।

রুম্মান৯৯ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক তারক চন্দ্র মণ্ডলের পরিচয় গোপন রাখল প্রথম আলো!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

আগেরবার পাষণ্ড শিক্ষক পরিমল জয়ধর যখন হিন্দু হয়ে একটা মুসলিম মেয়েকে ধর্ষণ ও আহত করে, তখনও প্রথম আলো ধর্ষকের তার নাম-পরিচয় গোপন রেখে মহানুভবতার পরিচয় দেয়!



এবারও মহানুভবতার পরিচয় বহাল রেখে হিন্দু শিক্ষক তারক চন্দ্র মণ্ডলের পরিচয় গোপন রাখল প্রথম আলো!



আমার মনে হয়, প্রথম আলো মহান শিক্ষকতা ও হিন্দুদের বেলায় খুবই দুর্বল। তাই সাংবাদিকতার নীতিমালামতে, ধর্ষিতার নাম-পরিচয় গোপন রাখার নিয়ম থাকলেও তারা বারবার ধর্ষকের নাম-পরিচয়ই গোপন রাখছে? কিন্তু কেনো, জাতি তা জানতে চায়~~



বিশদ-- View this link

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

মনির১০ বলেছেন: ওদের চরম শিক্ষা দেওয়া উচিত। চরম মুসলিম বিদ্বেসী প্রঃ আলু । আসুন আমরা একে বর্জন করি

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

রুম্মান৯৯ বলেছেন: আসলেই এই পত্রিকা বর্জন করা উচিৎ

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: দাদাবাবুর নাম প্রকাশ করলে তো 'র' থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

রুম্মান৯৯ বলেছেন: তাই নাকি --''র'' কানেকশনের কথা তো জানতাম না ভাই--

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মরু বালক বলেছেন:



নিঃসঙ্গ ঢেউ বলেছেন: দাদাবাবুর নাম প্রকাশ করলে তো 'র' থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

রুম্মান৯৯ বলেছেন: হোক বন্ধ, এই দোয়া করি

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

টাইটান ১ বলেছেন: আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা করে প্রথম আলো। কত বড় দালাল হলে মাত্র কয়েকবছরের মধ্যে সারাদেশের মানুষের মগজের মধ্যে প্রবেশ করে। জনগণকে ধোঁকা দিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে দেশের বড় বড় দালালেরা এই প্রত্রিকায় লিখে। যদি এই পত্রিকা বাংলাদেশ থেকে না ধ্বংস হয় কোনো ক্রমেই দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

রুম্মান৯৯ বলেছেন: হুম---দারুন বলেছেন---

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

মাটির কথা বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

রুম্মান৯৯ বলেছেন: ধর্ষকদের দ্রুত বিচার আইনেই তাড়াতাড়ি ফাঁসিতে নিতে হবে!

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

বিডিওয়েভ বলেছেন: প্রথম আলোতে এই সংক্রান্ত রিপোর্টটি দেখে বিষ্মিত হলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

রুম্মান৯৯ বলেছেন: বিস্মিত হবার মত ঘটনাই ভাই

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.