নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অনিয়মের বিরদ্ধে এবং নিয়মের পক্ষে; তবে নিয়মের নামে ভণ্ডামীর ঘোরবিরোধী।

রুম্মান৯৯

আমি খেলাপাগল মানুষ । তাই খাওয়া-দাওয়ায় দারুণ ফাকিবাজ। ইন্টারনেট গেম আর ব্রাউজিং আমার বড্ড প্রিয় যেমন সামু ব্লগ প্রিয়।

রুম্মান৯৯ › বিস্তারিত পোস্টঃ

কী চমৎকার দেখা গেলো, বলুনতো ইনি পুলিশ নাকি ছাত্রলীগ!!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

কী চমৎকার দেখা গেলো, বলুনতো ইনি পুলিশ নাকি ছাত্রলীগ!!! বলতে পারলে পুরস্কৃত হবেন, কী পুরস্কার তা বলবো না---







পুলিশ নিয়োগে জেলাকরণের রেকর্ড : ৩২ হাজারের মধ্যে গোপালগঞ্জের ৮০০০ কিশোরগঞ্জের ৭০০০



ডিএমপির ২৫ থানার ওসি গোপালগঞ্জের : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯ থানার মধ্যে বর্তমানে ২০টি থানার ওসি ও ইনস্পেক্টরের বাড়ি গোপালগঞ্জে। বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এলাকার রয়েছেন ১০ জন।



অন্যদিকে মেহেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এলাকার রয়েছেন ৯ জন। খুলনা, বাগেরহাট, মাগুরা এলাকার ৫ জন। বাকি অন্য ওসি এবং ইনস্পেক্টররা বিশেষ অঞ্চলের বাইরের হলেও তাদেরও রয়েছে রাজনৈতিক পরিচয়। এদের অনেকেই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা। ছাত্রজীবনে কেউ কেউ সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।





এরকম একজন ভার যখন পুলিশ অফিসার! তখন দেশের অবস্থা আর কেমন হবে…..


দেখুন--View this link

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: কি আর করা যাবে বলেন, বগুড়ার পুলিশ থাকলে তো সরকারকে দৌড়ের উপর রাখত। পদে পদে সরকারকে অসহযোগীতা করে বাটে ফেলার চিন্তা করত!


উপায় নাই গোলাম হোসেন। জনগণ ফাটা বাঁশের চিপায় :(

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

রুম্মান৯৯ বলেছেন: ভালোই বলেছেন

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

ঠোঁটকাটা বলেছেন: ভিতরে লাল গেঞ্জি, পড়নে জিন্স, পায়ে স্যান্ডেল। ইনি গোপালগঞ্জ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

রুম্মান৯৯ বলেছেন: হা হা হা ---কী মজা

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এরকম একজন ভার
যখন পুলিশ অফিসার!
তখন দেশের অবস্থা
কেমন হবে আর …..????? X( X(

ছালীলিশ!!!!!!!!! (ছাত্র লীগ+ পুলিশ; ত্রগপু বাদ দিয়ে ;) )

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

রুম্মান৯৯ বলেছেন: কী চমৎকার দেখা গেল----

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

চ।ন্দু বলেছেন: ৩২ হাজারের মধ্যে গোপালগঞ্জের ৮০০০ -----এ পথটা আওয়ামীদের দেখিয়েছে তারেক জিয়া। আমাদের জন্যে এমনই দরকার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

রুম্মান৯৯ বলেছেন: প্রমাণ ছাড়া বললেইতো হবেনা ---প্রমান দিন না ভাই

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

পাতি মাস্তান বলেছেন: গোপালগঞ্জ না হাছিনাগঞ্জ কইমু ভাইবা পাচ্ছি না :p:p:p

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

রুম্মান৯৯ বলেছেন: ভাবুন পেয়ে যাবেন ভাই হদিস

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ঠোঁটকাটা বলেছেন: ভিতরে লাল গেঞ্জি, পড়নে জিন্স, পায়ে স্যান্ডেল। ইনি গোপালগঞ্জ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্য। :P


এদের বলে সুপার ম্যান পুলিশ

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

রুম্মান৯৯ বলেছেন: যাক, আপনিই পুরস্কারটা পাচ্ছেন!!!!!!!!!!!!!!!!১১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.