![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনার প্রাসাদে
স্বপ্নের কত খেলা,
নিরব ভাবুক মনে
চারপাশের যত, তোর চাওয়া |
স্বপ্নের পোকাগুলো
সাতরে বেড়ায়,
ভাবনার কানায় কানায় |
তোর সময়গুলোও
ছুটতে থাকে,
ভেলকির খেলায় খেলায় |
নেই কুল, নেই কিনারা
নেই কোন হারাবার ভয় |
কি করে যে তোকে বোঝাই
অভিনয়ে কি বাঁচা হয় |
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫
আমি রুমন বলেছেন: জি ভাই
২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬
বোকামন বলেছেন:
খুব ভালো লাগলো +
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫
আমি রুমন বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
সানড্যান্স বলেছেন: রুমন এতদিনপর আইডি প্রকাশ করলি ক্যান? এনোনিমাস ই থাকতি!!
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
আমি রুমন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৫১
খেয়া ঘাট বলেছেন: অভিনয়েতো বাঁচাই যায়না, আর অভিনয় মানুষ বেশীক্ষণ করতেও পারেনা।
+