নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত...

আমি রুমন

আমি হারতে রাজি আছি, যদি আমার বাংলাদেশটা জেতে

সকল পোস্টঃ

I light the fire because you wanted so...

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

I light the fire.
I burnt my dreams.
I lied to my heart.

I walked through my memories,
I breath through my pains,
And wrapped all the promises.

I light the fire.
I burnt my...

মন্তব্য০ টি রেটিং+০

সেই তুমি

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

হঠাৎ করেই
তোমার চারপাশটা,
কেন যেন এলোমেলো
হয়ে যাবে।

হঠাৎ করেই
তুমি অনুভব করবে
তোমার পুরো জগতটা,
পুড়ে যাচ্ছে।

হঠাৎ করেই
তুমি বুঝতে পাবে
কয়েক ফোটা
চোখের জল, তোমাকে
না বলেই
নীরবে চলে যাচ্ছে।

অশান্ত সে হৃদয়কে
তুমি যে কিছুই
বোঝাতে পারবে না।
অভিমানী জীবনটাকে
যে তুমি, শুধু
ঘৃণা...

মন্তব্য০ টি রেটিং+০

জ্যোৎস্নার অপারে

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:১৯

কিছু স্বপ্নের লাশ
বুকে নিয়ে,
গন্তব্য মোর
জ্যোৎস্নার অপারে।

পরিচিত দাগগুলো
জন্ম দেয়,
ঘৃণার আবেগ
জ্যোৎস্নার অপারে।

সবছিল ভুলেগাথা, অশিব পাপ যে।

বেখেয়ালি ইচ্ছের ফাঁদে
ভালোবাসার পবিত্রতা
কেড়ে নেয়া,
ভণ্ড যে আমি।

কি আর হবে আমার, বেঁচে থেকে।

জীবনের আয়নায়
ভয়ের শূন্যতা,
আত্মাহুতির
পরিণতি জাগায়।

বিধাতা...

মন্তব্য৪ টি রেটিং+১

কত কথা ছিল

২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৮

কত কথা ছিল
বলা হল না।
কত স্বপ্ন ছিল
পূরণ হল না।
কত আশা ছিল
সত্য হল না।

মনের কি প্রতিরোধ,
ক্ষতি নেই।
প্রতিজ্ঞা ছিল ভালোবাসায়,
অন্তিম সত্য।

পুরনো তোর ছবি
দেয়ালে আজ বাসা বাধে।
দু চোখের ঘুম যেন
ছুটি নিয়েছে না জানিয়ে।

আকুতি...

মন্তব্য৮ টি রেটিং+৩

ক্লান্ত

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

ক্লান্ত আমি
এই শহরের বোঝায়।
ক্লান্ত আমি
এই শহরের পথচলায়।

ক্লান্ত আমি
পথিক সেজে,
ভ্রান্ত আমি ভালোবেসে।

এই আকাশের নীচে
এখন ভার মাপতে,
ক্লান্ত লাগে জানো।

খেয়াল করেছ,
এখন স্বপ্নের লালন
গ্লানির চোখে,
পালন করি।

নিখাদ এই ভালোবাসা
কিভাবে গোপন রাখি।
নির্বোধ এই জগত
কিভাবে আড়াল...

মন্তব্য০ টি রেটিং+০

ভালবেসেছি এটাই মানি

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩১

আজকাল মন খারাপটা
স্বাভাবিকতায় পরিণত হয়ে গিয়েছে।
নিজের ঘরকে
অন্ধকার পাগড়ীতে জড়িয়ে
শুয়ে থাকতেই সহ্য হয়।
আর কিছু ইচ্ছে হবার
শক্তিটাও আজ বিলীন হয়ে গিয়েছে।
গানের রাজ্যে, বিশেষ করে
হৃদয়বিদারক, বেদনায়কাতর
গানগুলো কেন জানি মুখ্য হয়ে গিয়েছে।

সবকিছুর পেছনে আসলে
কারণ...

মন্তব্য০ টি রেটিং+০

আজব গুজব

১৩ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৩

আজব গুজব ঘুরছে যত
কথার সূত্র বুনছে তত
ভবের দ্বার শুন্য কেন
রঙ বেরঙে খুজছি কত।

হাসি কান্নার খেলা দেখ,
আবেগহীনের সুখ দেখ।
প্রেমের কাণ্ডারি দেখ,
হিংসার মশাল দেখ।

লোক দেখানো ভণ্ড তুমি,
সমাজের আশ্রয়ে
কেন করো এত অঙ্গ...

মন্তব্য২ টি রেটিং+০

একটি বিশ্বাস আছে

১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:২০

একটা গল্প বলার ছিল।
নিরবতার তাড়নায় নিজেকে
যে আর খুঁজে পাচ্ছি না।

একটি অসমাপ্ত সত্যের
কথা বলার ছিল।
জীবনের শেষটা
আমি যে আর উপভোগ,
করতে পারছি না।

একটি তাড়না
প্রতিদিন যে আমাকে,
শুষে নিচ্ছে
কষ্টের...

মন্তব্য২ টি রেটিং+১

অবুঝ, রূপ, ক্ষমতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

ইচ্ছেরা ছুটে চলে, অবুঝের আকাশে
তার পিছে ঘুরছ, কত শব্দ মাতাতে।
রাশি রাশি বাক্য জীবন পাবে আজ
কারণে অকারণে যত।

ভাবনার সিন্দুক যে আজ তালাহীন,
গল্পের ছোটাছুটি তাই বিরামহীন।
অত কত শব্দের আনাগোনা,
তাতে শত বারণের...

মন্তব্য৪ টি রেটিং+১

তোমার জন্যই লিখতে চাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯

তোমাকে নিয়ে গল্পের শুরুটা আর হলো না
তোমাকে নিয়ে ভাবা কবিতাগুলো আর লেখা হলো না।

তোমার জন্যে হেরে যাওয়া, চোখের কান্নায় গড়া
কবিতার সেই পৃষ্ঠায়, আর একটি অক্ষরও
এখন আর লেখা হবে না।

রাস্তা...

মন্তব্য২ টি রেটিং+০

তুই চলে গেলি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৫

তুই চলে গেলি
তুই চলেই গেলি।

তোকে বাঁধা দেবার
ক্ষমতা নেই আমার।
তোকে তো যেতেই হবে
কারণ, তোর
বাধ্যতা সময়ের হাতে।

তোর সেই পিছনে তাকানো
তোর অদ্ভুত আচরণ,
অনেক না বলা কথার
আভাস দিয়ে যায়।

তুই না বলেই চলে...

মন্তব্য৮ টি রেটিং+১

উদ্দেশ্যহীন

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৪

নিজেকেই আজ
খুব অচেনা লাগে।
কতটা সহজে
সব কিছু,
কেমন যেন
তাড়াহুড়া করেই
বদলে গেল।

পরিণতিগুলোর
কিসের আর
অনুবাদ করো তুমি,
একা বসে।

হিসাব মিলাতে গিয়ে
হিমশিম খাচ্ছ বার বার।
জীবনের এই পরিণামে
ততবার চোখের কোণে
অজান্তেই জমে যায় কিছু কণা।

পারি না...

মন্তব্য০ টি রেটিং+০

সম্পর্কের টানাপোড়ন

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

যে সম্পর্কের নাম
কিছু শর্তের প্রলাপে
আটকে যায়,...

মন্তব্য০ টি রেটিং+০

Do u ever think about her soul !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪২

Do you ever think about her soul
If not, start thinking.
While your monster body...

মন্তব্য০ টি রেটিং+০

Lest

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

You think what yours
Think what gone a be next.
May life flip over you
May fate can,
Break your endless heart.

So,
Desire can be trusted
Implement of desire can be
Deserter for loving life.

You...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.