নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত...

আমি রুমন

আমি হারতে রাজি আছি, যদি আমার বাংলাদেশটা জেতে

আমি রুমন › বিস্তারিত পোস্টঃ

উদ্দেশ্যহীন

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৪

নিজেকেই আজ
খুব অচেনা লাগে।
কতটা সহজে
সব কিছু,
কেমন যেন
তাড়াহুড়া করেই
বদলে গেল।

পরিণতিগুলোর
কিসের আর
অনুবাদ করো তুমি,
একা বসে।

হিসাব মিলাতে গিয়ে
হিমশিম খাচ্ছ বার বার।
জীবনের এই পরিণামে
ততবার চোখের কোণে
অজান্তেই জমে যায় কিছু কণা।

পারি না কেন জানি
মেনে নিতে সব
যত তিক্ত সেই
অনুভুতিগুলো।

পারি না
পারি না সুখের সেই
সময়ের তালে তাল মেলাতে।
পারি না মেনে নিতে
ভুলের অংশগুলোকে
জীবিত করে বেচে থাকতে।

তোমার অভিমানের রাজ্যে
বিদায়ের নিয়ম
উদ্দেশ্যহীন করেছে
আমাকে বার বার।

দূরত্বয়ের বাজিতে
তোমাকেই জিততে হবে
যতবার আমার
বিশ্বাসে মৃত্যুর খাঁদ না আসে।

অনুভূতিগুলো
এখনও স্পষ্ট করলে না।
দূরে আরও দূরে
শুধু ঠেলে দিয়ে
দায়িত্ব সারাবার
মাশুল গুনছ।

উদ্দেশ্যহীন কল্পনায়
আর থেকো না,
বিষাদের প্রশ্রয়
বহন করো না আর।
উদ্দেশ্যহীন পথের
সাথে বন্ধুত্ব
আছে আমার।
আমাকে ভার দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.