নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত...

আমি রুমন

আমি হারতে রাজি আছি, যদি আমার বাংলাদেশটা জেতে

আমি রুমন › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্যই লিখতে চাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯

তোমাকে নিয়ে গল্পের শুরুটা আর হলো না
তোমাকে নিয়ে ভাবা কবিতাগুলো আর লেখা হলো না।

তোমার জন্যে হেরে যাওয়া, চোখের কান্নায় গড়া
কবিতার সেই পৃষ্ঠায়, আর একটি অক্ষরও
এখন আর লেখা হবে না।

রাস্তা দিয়ে হাটতে গিয়ে আর মনে হবে না
এই পথ তোমার সাথে চলার জন্যই।
তোমার হাতটা আমার হাতে বন্দি হবে না আর
তোমার লাজুক সেই মুখটা আর দেখা যাবে না।

সময়ের কাছে বারবার
প্রশ্ন করতে ইচ্ছা করে।
কেন তুমি কেড়ে নিলে,
কেন তুমি ভালোবাসার,
স্পন্দনগুলো কেড়ে নিলে।
কেন তুমি স্বপ্নের আলোর
সামনে এসে সব অন্ধকার করলে।

একটি শব্দও তোমাকে আমি দিতে পারিনি, আমার কবিতার।
কতবার তোমাকে ডেকে বলতে চেয়েছি, এই কলমের
বিন্দু বিন্দু কালিগুলোর একমাত্র সত্য তোমার জন্যে।
কতবার তোমাকে বলতে চেয়েছি, আমার শব্দওগুলো
শুধু তোমার অস্তিত্তের মাঝেই বন্দি থাকবে।

ভালোবাসার শুন্যতা আমাকে আজ একা করেছে।
চারদিকে আমি তোমার স্বপ্নের, তোমার স্মৃতির
বালুচরে পথ হারাই, অপূর্ণ বিদায়ের
কষ্টমাখা হৃদয়ে ভালোবাসার হাহাকার নিয়ে।

তারপরও কেন প্রতিটা রাত তুমি ভাবছ
তারপরও কেন তোমার কান্নার শব্দ আমাকে ছুয়ে যায়
তারপরও কেন তোমার হৃদয়ের কথা গুলো শুনতে পাই
তারপরও কেন আমি তোমার জন্যই লিখতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪

আমি রুমন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.