![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত আমি
এই শহরের বোঝায়।
ক্লান্ত আমি
এই শহরের পথচলায়।
ক্লান্ত আমি
পথিক সেজে,
ভ্রান্ত আমি ভালোবেসে।
এই আকাশের নীচে
এখন ভার মাপতে,
ক্লান্ত লাগে জানো।
খেয়াল করেছ,
এখন স্বপ্নের লালন
গ্লানির চোখে,
পালন করি।
নিখাদ এই ভালোবাসা
কিভাবে গোপন রাখি।
নির্বোধ এই জগত
কিভাবে আড়াল রাখি।
মানে না যে কোন বাঁধা,
তবু তোমার চাওয়ায়
বন্দি রেখেছি আমার
সব অনুভুতির বাক্সটাকে,
চাপিয়ে দিয়েছি
মুখোশের আড়ালে।
তবু এই ক্লান্ত হৃদয়ের
শ্রান্ত পরিহাস,
ফিরে আসার স্বপ্ন গেথে
অপেক্ষার হাসি হাসা।
©somewhere in net ltd.