![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই চলে গেলি
তুই চলেই গেলি।
তোকে বাঁধা দেবার
ক্ষমতা নেই আমার।
তোকে তো যেতেই হবে
কারণ, তোর
বাধ্যতা সময়ের হাতে।
তোর সেই পিছনে তাকানো
তোর অদ্ভুত আচরণ,
অনেক না বলা কথার
আভাস দিয়ে যায়।
তুই না বলেই চলে গেলি,
অনেক কথার ছলে,
কত কথা তুই
আর না বলেই রইলি।
দেখিস একদিন
আমাকে খুঁজেও পাবি না।
ফেরারি সময়ের ডাকে
আমিও তাল মেলাতে
হারিয়ে যাব একদিন।
একদিন তুই আমাকে
অনেক খুঁজবি, অনেক
কিন্তু আমাকে পাবি না।
পাবি শুধু কাছে থাকার
সেইসব মুহূর্তগুলো
আর স্মৃতির ডানা ঝাপটানো,
মিশ্র অনুভূতিগুলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
আমি রুমন বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
কবীর হুমায়ূন বলেছেন: সরল ও সুন্দর!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
আমি রুমন বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
আমি রুমন বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
আহমেদ দীন রুমি বলেছেন: বেশ শক্ত গাঁথুনি
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
আমি রুমন বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৮
মাগুর বলেছেন: বিষন্নতার কবিতা! ভাল লাগল...