নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত...

আমি রুমন

আমি হারতে রাজি আছি, যদি আমার বাংলাদেশটা জেতে

আমি রুমন › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের টানাপোড়ন

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

যে সম্পর্কের নাম

কিছু শর্তের প্রলাপে

আটকে যায়,

সে সম্পর্কের

বিচ্ছেদই শ্রেয়।



যখন সময়ে

মিথ্যা আস্তরণগুলো

স্মৃতির খেয়ালে

মুহূর্তগুলো পার করবে,

তখন সেই সম্পর্ক

বিলিন হয়ে যাবেই একদিন।



সব সম্পর্কের

হয়ত শেষটা

সুখের হয় না।



মাঝে মাঝে

হারিয়ে যাবার স্পৃহা

নাড়া দিবে

ভাবনার খেলাঘর থেকে।



মাঝে মাঝে

রাস্তার সাথে

আড়াল হবে

ভাবনার শূন্যতার ছলে।



উড়ে বেড়াবার

সব আস্থা

সব রাস্তা

পুরো আকাশটাই থাকবে

আজ হাতের মুঠোয়।



সব সম্পর্কের

হয়ত শেষটা

সুখের হয় না।



সব সম্পর্কের

হয়ত কোনো

নামের সাথে

সাজানো যাবে না।



* * *



মানুষ হয়ে

শক্ত মনের

অধিকারী তুমি।

তোমার চোখের মণি

প্রতিটি মুহূর্তের

তাড়নায় ব্যাস্ত।



তোমার কষ্ট

শুধু ভার

বহন করে না।



তোমার শব্দগুলো

তোমার প্রাণ হয়ে

বার বার

তোমার রক্ষা করে।



তোমার কষ্ট

শুধু ভার

বহন করে না।



যে সম্পর্কের নাম

কিছু শর্তের প্রলাপে

যখন আটকে যায়,

তুমি সে সম্পর্কের

পিছে আর ছুটো না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.