নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত...

আমি রুমন

আমি হারতে রাজি আছি, যদি আমার বাংলাদেশটা জেতে

আমি রুমন › বিস্তারিত পোস্টঃ

একটি বিশ্বাস আছে

১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:২০

একটা গল্প বলার ছিল।
নিরবতার তাড়নায় নিজেকে
যে আর খুঁজে পাচ্ছি না।

একটি অসমাপ্ত সত্যের
কথা বলার ছিল।
জীবনের শেষটা
আমি যে আর উপভোগ,
করতে পারছি না।

একটি তাড়না
প্রতিদিন যে আমাকে,
শুষে নিচ্ছে
কষ্টের তাণ্ডবের সেই
মরুভূমির মধ্যবিন্দুতে।

একটি প্রত্যয় ছিল
তোকে প্রতিমুহূর্তে
ভালবাসব আর,
প্রতিরোধ করব
তোর যত
দুঃখের বিম্ব রয়েছে
তোর যত
কষ্টের গল্প আছে।

একটি ওয়াদা আছে,
যেখানেই থাকিস তুই
মিথ্যা বলব না,
তোকে খুব
ভালোবেসে ফেলেছি।
তাই তোর জন্য
লড়াইটা এখন
জীবনের সাথে,
স্বার্থের সাথে,
সমাজের সাথে।

একটা গল্প বলার ছিল।
যেদিন সময়ের সুরাহা হবে
সেদিন যেন কোন দেয়াল
আমাদের সীমানায়
প্রভু হতে না পারে।
কারণ তোর জন্য যে
আমি একটা জান্নাত রেখে
আমাদের ভালবাসার
গল্পের সূচনা করতে চাই।

একটি আবদার ছিল,
নিরবতার প্রদীপ
চারপাশের প্রবাদ,
যেভাবে অবরুদ্ধ করেছে
এই প্রথাকে যে,
নতুন গল্পের
প্রস্তুত হতে,
অন্বেষণ এখন
বিধাতার অলৌকিকতায়

একটি বিশ্বাস আছে,
ভালোবাসার কাছে
আমাদের কাছে
তোর সাথে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

আমি রুমন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.