![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কথা ছিল
বলা হল না।
কত স্বপ্ন ছিল
পূরণ হল না।
কত আশা ছিল
সত্য হল না।
মনের কি প্রতিরোধ,
ক্ষতি নেই।
প্রতিজ্ঞা ছিল ভালোবাসায়,
অন্তিম সত্য।
পুরনো তোর ছবি
দেয়ালে আজ বাসা বাধে।
দু চোখের ঘুম যেন
ছুটি নিয়েছে না জানিয়ে।
আকুতি শুধু
বিধাতার কাছে,
তোর নেশায়
যেন আমাকে
বাঁচিয়ে রাখে,
এই পৃথিবীর
কোন এক কোণে।
আমি যেন তোর
স্মৃতির চারপাশে,
আনাগোনা করতে পারি
সময়ের অনুমুতি নিয়ে।
তোর হাতে রাখা ছিল
সে স্বপ্নের দলিল।
যত্নে রাখিস,
ভাল থাকিস।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
আমি রুমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১০
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
আমি রুমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কাব্য ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
আমি রুমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ :
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:২৮
আমি রুমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪০
Km Raju বলেছেন: অনেক ভাল লিখেছেন, পড়ে মুগ্ধ হলাম.।.।।