![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব গুজব ঘুরছে যত
কথার সূত্র বুনছে তত
ভবের দ্বার শুন্য কেন
রঙ বেরঙে খুজছি কত।
হাসি কান্নার খেলা দেখ,
আবেগহীনের সুখ দেখ।
প্রেমের কাণ্ডারি দেখ,
হিংসার মশাল দেখ।
লোক দেখানো ভণ্ড তুমি,
সমাজের আশ্রয়ে
কেন করো এত অঙ্গ ভঙ্গি।
সুযোগের সন্ধানে
মানুষ তুমি ব্যাস্ত,
নিজের সত্ত্বা কেনা বেচায়।
আজব গুজব কাজে
গায়েবি গ্রন্থ সাধ।
পাষাণ দাতা তুমি
নবিশ জ্ঞানের,
পুজা করো আবার।
প্রয়োজন যথা
কথায় লুপ্ত তথা,
কার সন্নিকটে, কার সত্ত্বা
সত্য বলে সব কথা।
পেলে জেগে নিয়ো
নিজের মত করে,
কোন এক আকালের
শেষ সকালের
প্রথম প্রহরে।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮
আমি রুমন বলেছেন: )
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭
নাবিক সিনবাদ বলেছেন: