![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল মন খারাপটা
স্বাভাবিকতায় পরিণত হয়ে গিয়েছে।
নিজের ঘরকে
অন্ধকার পাগড়ীতে জড়িয়ে
শুয়ে থাকতেই সহ্য হয়।
আর কিছু ইচ্ছে হবার
শক্তিটাও আজ বিলীন হয়ে গিয়েছে।
গানের রাজ্যে, বিশেষ করে
হৃদয়বিদারক, বেদনায়কাতর
গানগুলো কেন জানি মুখ্য হয়ে গিয়েছে।
সবকিছুর পেছনে আসলে
কারণ একটি,
কিছু স্মৃতিকে আপন করে
বারবার হারিয়ে যাওয়া
মানে, হারিয়ে যাবার নেশা।
শত ভাবনার আড়ালে
শুধু কিছু মুহূর্তগুলোকে নিয়ে
নাড়াচাড়া করা,
নিজেকে কষ্ট দেবার চেষ্টা সব।
ফলাফল,
দু'ফোটা চোখের জল
চোখের দু'কোন থেকে
গড়িয়ে পড়ার
আনন্দ উপভোগ করা।
কেন, কিন্তু প্রশ্ন নয়
প্রশ্ন বরং হতে পারে,
কেন এমন হয় অথবা
হতে হবে !
সবকিছুর পর
হঠাৎ মনে হওয়া কোন
এক মুহূর্তের জন্য আসা
হাসি অনেক ভাল লাগে।
সবকিছুর পর
একটা অদ্ভুত শক্তি
সাহস দেয়,
ভরসা দেয়।
সত্য মিথ্যা জানিনা
অস্বীকার করার যে
কোন উপায় নেই
তোমার - আমার !
ভালবেসেছি এটাই মানি যে।
©somewhere in net ltd.