![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই
তোমার চারপাশটা,
কেন যেন এলোমেলো
হয়ে যাবে।
হঠাৎ করেই
তুমি অনুভব করবে
তোমার পুরো জগতটা,
পুড়ে যাচ্ছে।
হঠাৎ করেই
তুমি বুঝতে পাবে
কয়েক ফোটা
চোখের জল, তোমাকে
না বলেই
নীরবে চলে যাচ্ছে।
অশান্ত সে হৃদয়কে
তুমি যে কিছুই
বোঝাতে পারবে না।
অভিমানী জীবনটাকে
যে তুমি, শুধু
ঘৃণা করতে শুরু করবে।
কিন্তু এই তুমি
একদিন আর,
প্রতিবাদ করবে না।
তোমার প্রতিবাদী মন
তোমাকে বুঝিয়ে নেবে।
সেই তুমি
একদিন আর,
চোখের জল ঝরাবে না।
তোমার প্রতিবাদী চোখের জল
তোমাকে বুঝিয়ে নেবে।
সমঝোতা করে নেবে
নিজের সাথে, ব্যাথাগুলোর সাথে।
নিজেকে শক্ত করে ফেলবে
সময়ের সাথে, সত্যের সাথে।
নিথর হয়ে যাবে
তোমার সব স্বপ্ন।
নিথর হয়ে যাবে
তোমার হৃদয়টা।
সেই তুমি
শুধু পথ চলবে।
কিন্তু পথে রাখা
সময়ের রংগুলো নিয়ে,
আর মাতবে না।
সেই তুমি
একদিন হারিয়ে যাবে অন্ধকারে,
গভীর অন্ধকারে,
আর সাথে নিয়ে যাবে শুধু
তোমার না বলা গল্পগুলো।
©somewhere in net ltd.