![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাত তোকে দেখি
একা দাড়িয়ে
কল্পনা বিস্তার খুজছিস ।
তোর আনেক দূরে দাড়িয়েও
তোর প্রতিটা নিঃশ্বাসের,
আবেশ ঘিরে ধরে থেকেছি।
তোর প্রতিটা ধাপের,
প্রতিটা মুহুর্তের,
হিসাব আমি
একাই রাখছি ।
বছর পেরিয়ে কত বছর
শুন্যতা পেরিয়ে কত আধার,
ধুকে ধুকে কত
সময় পর করেছি ।
তাইতো এবার তোর হাতে
হাতটা বাড়িয়ে দেই,
কোনো কিছু
পাবার আক্ষেপ ত্যাগ করে,
যদি তুই আমায় একবার হলেও
চিনতে পারিশ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১১
খেলাঘর বলেছেন:
গদ্যে, পদ্যে মানুষ শুধু ক্ষোভ প্রকাশ করে চলছে; বাংলাদেশের হৃদয় কি জ্বলছে?