![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাক হই
আজ তুমি কত স্বার্থপর।
মিথ্যা লাগে
স্মৃতির খেয়ালগুলো।
আপন ছিলে
আড়ালেও সাথে ছিলে।
শূন্যতার জালে
কখনও হারাতে দেইনি।
কিন্তু হঠাৎ
অদ্ভুত এক
প্রাচীর গড়ে উঠল,
আমাদের চারপাশে।
সব ব্যাস্ততা
আজ থমকে গিয়েছে।
চঞ্চল চোখগুলো
আর তোমাকে
খুঁজে পায় না।
শত রাগ,
কত হাসি, আহ্লাদ
কান্নাগুলোও আজ
শুধুই স্মৃতির বৈরিতা।
কোথায় হারিয়ে
গেল যেন সব।
হৃদয় মানছে না,
তবু অধিকারগুলোর
নির্লিপ্ত অপেক্ষায়
থেকে যায়
সময়ের কাছে,
যদি চারপাশের
প্রাচীরগুলো ভেঙ্গে যায়।
যদি আবার
সেই হারিয়ে যাওয়া
তোমাকে ফিরে পাই।
যদি ফিরে পাই।
যদি ফিরে পাই।...
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: তোমাকে ফিরে পাই।
যদি ফিরে পাই।