![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পৃথিবীর শূন্যতা
তোমার চারপাশকে ঘিরে ধরছে,
তোমাকে বন্দী করছে
তখন তোমার শুধু যুদ্ধ
অন্ধকার সেই শক্তির সাথে।
যখন তুমি শত শক্তি বলে
অন্ধকারকে বারবার জয় করে,
ক্লান্ত তখন তুমি বুঝতে শুরু করো
আশপাশের কিছু কৃত্রিম বলয়
তোমাকে টেনে রাখছে।
তুমি চলে যাও
তুমি ফিরে আর তাকাও না
তুমি এখন নিষ্ঠুর
তুমি যখন চলে যাচ্ছ
তখন সময়টা অনেক দীর্ঘ
তখন তোমার অনিদ্রার রাতগুলো
আরও কঠিন, অনেক কষ্টের।
তোমার ভালবাসার অর্থ বদলে যায়
মানব সত্তার বিরূপতা মাত্র এটি।
চোখদুটি তোমার প্রলয়ের,
আভাস প্রতিচ্ছবি দেখায় বারবার।
কারণ তোমার স্বার্থপরতা,
তোমার বেচে থাকার মন্ত্র আজ।
তারপরও
যদি পারো,
রেখে যেও
কিছু উপহার তোমার স্মৃতি থেকে,
না হয়, কিছু দুঃখ
রেখে যেও
সময়ের বিলীন হবার মুহূর্তে
যখন সম্পর্কের দাবানলগুলো
আর তোমার কান্নার ভাগীদার হবে না।
যদি পারো,
রেখে যেও।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
আমি রুমন বলেছেন:
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
নীল আতঙ্ক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১১
নীল আতঙ্ক বলেছেন: লেখা টার জন্য ভালো লাগা রইলো