![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাসপোর্ট করতে স্থায়ী ঠিকানার জন্য জাতীয়তা সনদ দিচ্ছি, অস্থায়ী ঠিকানার প্রমাননপত্র কী দেব? বিদ্যুৎ বিল এর কপি দিলে হবে? সমস্যা হল, বিল তো বাড়ীওয়ালার নামে হয়। হেল্পান প্লীজ।
আর পুরনো পাসপোর্ট নবায়ন করতে কি পুলিশ ভেরিফিকেশন হয়?
পাসপোর্ট জমা দিলেই কী বায়োমেট্রিক ইনফরমেশন নেয়ার আর ছবি তোলার ডেট পাওয়া যাবে?
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
জাফর সাদিক রুমী বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
ভোরের সূর্য বলেছেন: বাড়ীওয়ালার নামে হলেও কোন সমস্যা নাই। যেকোন ইউটিলিটি বিলেরকপিদিলেইহবে। যেমন বিদ্যুত,গ্যাস,পানি,ল্যানড ফোনের বিলের কপি।
আর পুরনো পাসপোর্ট নবায়ন করতে পুলিশ ভেরিফিকেশন দরকার হয়না।
পাসপোর্ট জমা দিলেই বায়োমেট্রিক ইনফরমেশন নেয়ার আর ছবি তোলার সিরিয়াল পাওয়া যাবে একই দিনে। নতুন বা পুরাতন পাসপোর্ট এর জন্য বায়োমেট্রিক ইনফরমেশন নেয়ার আর ছবির জন্য ডেট লাগবে কেন বুঝলামনা কারন সবতো একই দিনে হয়। নিজের experience থেকেই বলছি।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
জাফর সাদিক রুমী বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২
নিজাম বলেছেন: ১) অস্থায়ী ঠিকানার প্রমাণপত্র লাগে কিনা জেনে নিন।
২) পুরোনো পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট করার সময় নতুন করে পুলিশি তদন্ত হয় না।
৩) পুরোনো পাসপোর্ট জমা দিয়ে নতুন মেশিন রিডেবল পসপোর্ট নিতে হলেও নতুন করে ফর্ম পূরণ করতে হবে, ফর্ম জমা দিতে হবে এবং নতুন পাসপোর্টের মতই ছবি তোলার জন্য ডেট দিবে।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
জাফর সাদিক রুমী বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
সেমিবস বলেছেন: ব্যাংকে আগে টাকা জমা দিয়ে অনলাইনে ফর্ম ফিল-আপ করুন।
২ কপি ফর্ম প্রিন্ট নিন।
ফর্মের ওপরে ছবি লাগান, ভেতরে এটাষ্টেড করেন, প্রয়োজনীয় কাগজপত্র লাগান।
১ কপির ওপরে টাকা জমা দেওয়ার স্লিপ লাগান।
এরপরে জমা দিতে গেলে আপনার সময় খুব কম লাগবে।
আগের পাসপোর্ট সো করলেও তারা ভেরিফিকেশনে যাবে..............শত হইলেও ২ পয়সা ইনকামের সুযোগ আগে পুলিশ ভাইদের তাই!!
আর যদি পাসপোর্ট অফিসের কোন বড় কর্তা সাইন করে দেয় তাহলে ভেরিফিকেশন হবে না, তারা ১ কপি জমা রাখবে।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
জাফর সাদিক রুমী বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
জাফর সাদিক রুমী বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
বাকি বিল্লাহ বলেছেন: বিদ্যুৎ বিল এর কপি দিলেই হবে... যেহেতু অস্থায়ী তাহলে সেটা অবশ্যই আপনার নামে থাকবেনা।