নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমজান্তা দার্শনিক

কমজান্তা দার্শনিক › বিস্তারিত পোস্টঃ

আত্মপরিচয়

১৩ ই মে, ২০২৪ রাত ১০:২৫

আঁখ নিংড়ে হয় মিষ্টি রস! মানুষ নিংড়ে হয় গল্প!

আমি গল্প শুনতে ভালবাসি! আর গল্প বলতে ভালবাসি! মানুষ কিংবা অমানুষের গল্প! অপিচ, সেইসাথে, ঊণ কিংবা না-মানুষের গল্প!

জানিনা এখনো ইংরেজী দ্বিতীয় পত্রে গরুর রচনা লিখতে হয় কীনা! কিংবা উপরের দিকের ক্লাসে "মাই ডেইলী লাইফ"। আমাদের লিখতে হতো। অনায়াসে আমার গল্পগুলো সেই রচনার একসার্পট হিসেবে চালিয়ে দেয়া যেতো। কারণ, আমি দিন যাপনের গল্প বলি। আমি আমার স্মৃতির গল্প বলি।

আজকালকার প্রিয় বিষয় আবার হিউম্যান বিহেভিয়ার এনালাইসিস! মানুষের চিন্তার এনালাইসিস। সমকালীন ঘটনা অ্যানালাইসিস। বই-মুভি-গান-গল্পের অ্যানালাইসিস। নিজেকে আমি ক্রিটিকাল থিংকার দাবী করি, আর দাবী করি একজন কমজান্তা ফিলোসোফার।

তাই, লেখার পরতে পরতে থাকতে পারে চিন্তার ব্যাবচ্ছেদ, ভুল কিংবা সঠিক; কিংবা সময়ের সাথে উপযোগী আর অনুপযোগী সব হাইপোথিসিস। কোন কোন কো-রিলেশন তো এতটাই সাদামাটা যে মাঝে মাঝে মনে হবে মেয়াদোত্তীর্ণ "মাল" এস্তেমাল করে ফেলেছি। ঐ যে বললাম, কমজান্তা ফিলোসফার। তাই, শিখতে চাই। জানতে চাই। শুধু নিজের চোখে নয়, পৃথিবী দেখতে চাই আপনার চোখেও। তাই, নির্দ্বিধায় জানান দিন আপনার ফিডব্যাক।

প্রবাসে আছি প্রায় এক দশক। মোটামুটি ভালই ভ্রমণ করেছি! নর্থ আমেরিকার অর্ধেক ঘোরা শেষ। তার আগে পা পড়েছে দেশের সব জেলাতেই। তাই, স্বভাবতই আত্মরতি-তে ভুগি.....নিজের কাছে মনে হতে থাকে, আমার -

অভিজ্ঞতার ঝুলি ভরা
দেখার দৃষ্টি তীক্ষ্ণ
চিন্তার গতি বক্র
বলার ভঙ্গি সরল
হিউমার খুব গভীরে- জলে ভেসে থাকা আটলান্টিকের আইসবার্গের নিম্নতম প্রদেশে ........
আর মনে হয় আমি এক বোধ-হীন, অস্তিত্বহীন, আবেগহীন দার্শনিক!

অবশ্য, তরল মৃত্যু পান করে সক্রেতিস যেদিন অমর হলেন, সেদিন থেকেই আমি দার্শনিক!

গল্প করতে চাইলে নক করতে পারেন ফেসবুকে! আমি প্রচুর ইন্টারভিউ করি, সুতরাং আলাপ জমিয়ে নেব!

লিখছি প্রায় আটাশ বছর ধরে। দেয়াল কিংবা জাতীয় পত্রিকা- সবখানেই। পড়েছেন কোথাও দুয়েকটা? কেমন লাগছে আমার লেখা?

আমার চেখে দেখার মত লেখাগুলি সব এখানেই পাবেন, এই প্রোফাইলেই! ধন্যবাদ আমার প্রোফাইল থেকে হাওয়া খেয়ে যাবার জন্য!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কেমন আছেন?

এবার নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.