নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

আজ কি সেই দিন

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৬



আজ কি সেই দিন


কি এক ঘোর, কি এক নিস্তব্ধতা
চারপাশের সমস্ত থেকে, আমি কেমনে বোঝাই ?
এটা কি সেইদিন ছিলো যেদিন আলো-আঁধারীতে
অসংখ্য জোনাক উড়েছিলো
শহুরে দীপাবলিতে মাতা পড়শীর সাথে ?
এটা কি সেইদিন ছিলো যেদিন একাকী অন্ধকারে
আমি ঘোর তপস্যায় ছিলাম।
আর আমার অন্দরমহল আলোয় উদ্ভাসিত ছিলো।
এটা কি সেইদিন যেদিন আমি এক বুক আশা নিয়ে
এক চিলতে আকাশের নিচে হঠাৎ ঘুমিয়েছিলাম !
অচেতন ঘুমে শুধু তোমার নামই জপছিলাম !
এক অদ্ভুত চাঁদ আমার ঘুম ভাঙ্গিয়েছিলো।
জোছনাপ্লাবিত আমি বুঝতেই পারিনি কোথায় আছি !
কে জানতো সেটাই হবে আমার শেষ পূর্ণিমা !
মাঝে কত আধপূর্ণিমা দেখলাম।
কিন্তু আজ কেনো সেই একই শীতল বাতাস বইছে ?
কেনো প্রতিটা শব্দ সেদিনের গান গাইছে ?
প্রতিটা সুর বুকের ভেতরে শুধু আলোড়নই তুলে যাচ্ছে।
ঢেউগুলো যেনো ভাঙ্গছে !
আজ কি সেই দিন ?

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

মার্কো পোলো বলেছেন:

এটা কি সেইদিন ছিলো যেদিন আলো-আঁধারীতে
অসংখ্য জোনাক উড়েছিলো
শহুরে দীপাবলিতে মাতা পড়শীর সাথে ?[/sb]

চমৎকার। ভাল লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫০

বর্ষন হোমস বলেছেন: ভাল লাগলো

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০২

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫১

বর্ষন হোমস বলেছেন: ভাল লাগলো

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭

আহা রুবন বলেছেন: 'আমি ঘোর তপস্যায় ছিলাম।
আর আমার অন্দরমহল আলোয় উদ্ভাসিত ছিলো।'
বেশ লাগল। ছবিটা নিচে এসে গিয়েছে।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। ছবিটা আসলে নিচেই দিয়েছি। উপরে কিভাবে দিতে হয় এখনো শিখিনি, নতুন লিখছি তো। পরেরবার অপশনগুলো দেখে চেষ্টা করবো।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২১

রক্তিম দিগন্ত বলেছেন:
বাক্যগুলোর সাথে একধরণের অদ্ভুত আবেশ মিশে আছে। চমৎকার ভাব।

আসলেও তো প্রশ্ন, এটা কি সেই দিনই?

+

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

চঞ্চল হরিণী বলেছেন: সেইদিনও দীপাবলিই ছিলো।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছেন?

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

চঞ্চল হরিণী বলেছেন: সেই দিন তো পেরিয়ে গেছে। আজ ভালোই আছি। 8-|

৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



দিন যায় দিন আসে... কথা যায় কথা আসে, আশা কি ফুরোয় কবি?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: দিন যায় কথা থাকে / সে যে কথা দিয়ে রাখলো না / ভুলে যাবার আগে ভাবলো না ...... প্রেম তো ফুরোয় না কবি। আশায় আশায় বেঁচে থাকে। আশা না থাকলেও প্রেম যে ফুরোতে চায় না। আপনি এতদিন পরে আমাকে আবার সেই স্মৃতিতে টেনে নিয়ে গেলেন........ জানেন, শুধু অনুভব নয়, এই কবিতার ঘটনা সব সত্যি। সেই পূর্ণিমা রাতে একা ছাদের উপর আকাশ দেখতে দেখতে আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। অধরা প্রেমিককে স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে কোন ঘোরে আমি চলে গিয়েছিলাম তা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। দীপাবলি ছিল সেদিন। বন্ধু বলেই এত কথা বলে ফেললাম #:-S । ভালো থাকুন প্রিয় ভ্রমর :``>>

৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


গর্ধবকে নিয়ে ভেবে ভুল করবেন না। যে যায় তাতেই স্রষ্টার সায়! ভাল কিছুই নিয়তিতে রইবে কবি! নিশ্চিন্ত থাকুন! জীবন মুল্যবান! স্মৃতি নয়!

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা, হ্যাঁ গর্দভই হবে হয়তো =p~। আর ভাবি না, ভুলে গেছি কবে। নিয়তিতে কি আছে জানি না, তবে একা একা থাকতে শিখে গেছি আর জীবনকে অন্যভাবে দেখতেও শিখে গেছি :) । আবার আসাতে ভালোবাসা নেবেন বন্ধু।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৪০

রাকু হাসান বলেছেন: এ কবিতা রি-পোস্ট করার মত লাগলো । বাহ কত সুন্দর করে তুলে ধরা নিজের স্মৃতি ,মুহূর্ত । লাইন গুলো যেন আবেগ /অেনুভূতি মিশিয়ে দিলে । পড়তে গিয়েও যেন গন্ধ পেলাম ।

তো সেই দিন নিয়ে অত সন্দেহ কেন ;) ,
একটি প্রশ্ন, নিজের শব্দ ভান্ডার বাড়ানোর সকল উপায় বা করণীয় বলো ...উত্তর দেখে ঘুমাবো । :-B

০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:২৫

চঞ্চল হরিণী বলেছেন: এতক্ষণে ঘুমায় গেছ নাকি কে জানে #:-S । শব্দভাণ্ডার বাড়ানোর জন্য তো পড়ার কোন বিকল্প নাই। রাজনীতির মত লেখা পড়লে কিছুই বাড়বে না। একেবারে ক্লাসিক মানে শুদ্ধ সাহিত্য পড়তে হবে। রবীন্দ্র-নজরুল পড়লেই তো বেড়ে যায়। তারাশঙ্কর পড়লে অনেক বাড়বে। এছাড়া আধুনিকতার জন্য সমরেশ, শীর্ষেন্দু, সুনীল , শওকত ওসমান পড়তে পারো। আর আক্তারুজ্জামান ইলিয়াস পড়লে তুমি বাক্য গঠন শিখতে খুব সমৃদ্ধ হবে। উনার লেখা পড়ার পর আর জটিল মনে হবে না কোন লেখা। বুদ্ধি দিলাম, কিন্তু আমি নিজে খুব যে পড়ুয়া মোটেই তা নয় :P:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.