নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

বিদুষী হত্যা

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮



বিদুষী হত্যা

পতিত প্রেমের প্রবল বাসনা
তোমার আমার হৃদয়ে।
প্লাবনের মত ধেয়ে আসে ধ্বনি
উল্লসিত চিৎকারে।
যেন হারিয়েছি সব
দৈবপাকের ঘূর্ণিতে।
হাহাকারে ছায়
গ্রাম,মাঠ,বন্দর, নগর।
ঝাড়ন উড়িয়ে যায়
কষ্টের নীল ধূলিরা।
কষ্ট কামের সুরধ্বনিতে
বেহাগ রাগের লহরী
কান্না চেপে হাসে।
বুকে চেপে ধরে দীর্ঘশ্বাস!
নাভীমূলে ফুলে ওঠে বেদনা
জমাট বাঁধা পিন্ড।
আমি ধাঁধায় পড়ে যাই
অমন রক্ত স্পর্শে।
খোপে খোপে মেলানো এক
অদৃশ্য মানব শিশু,
প্রবল আর্তনাদে কেঁদে ওঠে,
সাক্ষাত যমদূত !
মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচতে চায় প্রেম।
আমি চমকে উঠে দেখি,
ধূসর হয়ে যায় সব বিদুষীরা,
জগৎ যাপনের মায়ায়।



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন:
+।

শক্তিশালী শব্দের বুনন।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

ঋতো আহমেদ বলেছেন: অনেক ভাল একটি কবিতা। কিন্তু আমার মনে হচ্ছে শব্দের বুনন দুর্বল তাই বাক্য ঝুলে যাচ্ছে। যেমন ..
প্লাবনের মত ধেয়ে আসে ধ্বনি
উল্লসিত চিৎকারে ..
না হয়ে যদি
উল্লসিত চিৎকারে প্লাবনের মত ধেয়ে আসে ধ্বনি..
হতো তাহলে বাক্যটি শক্তিশালী হতো মনে হয়। শুভ কামনা

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

চঞ্চল হরিণী বলেছেন: আপনার অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন এবং আপনার জন্যও শুভকামনা।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন। +
আরো ভালো কিছু কবিতা পড়ার প্রত্যাশা রেখে গেলাম।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ। আমিও আপনাকে পড়া শুরু করেছি। মাত্রই একটা মন্তব্য রেখে এলাম। আশা করি এভাবেই হবে পথচলা।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো ++
শুভ ব্লগিং

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা প্রিয় ব্লগার।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

রাকু হাসান বলেছেন: সর্বশেষ কমেন্ট করেছো অনেক আগে ,আজ একবার মনে হয় অল্প সময়ের জন্য দেখে ছিলাম,নাকি দেখিই না ,মনের ভুল হতে পারে । আর দেখি না , ব্যস্ত নাকি অসুস্থ জানি না ,তবে বোনের কবিতা পড়তে আসলাম ,পড়ে ঘুমাবো ,যা কবিতা টা পড়ে বাকি কমেন্ট লিখি ... :-B

তোমার কবিতায় হতাশ কখনো হয়নি , যে লাইনগুলো আমার ভাল লাগা কুঁড়িয়েছে ''কষ্টের নীল ধূলিরা ...জমাট বাঁধা পিণ্ড পর্যন্ত । এই ''কান্না চেপে হাসে,
বুক চেপে ধরে দীর্ঘশ্বাস'' বেশি ভাল লাগেলো ।

হ্যা প্রকৃত বিদূষীরা তো মৃত্যুকে আলিঙ্গন করেই বাঁচতে চায় । তাঁদের প্রেম টা অমর , রেশ টা থেকে যায় । তোমার শেষ লাইনটা মিলাতে পারছি না , আমি যেভাবে বুঝেছি । কোন ভুল বুঝলে ,যপাট করে বলে দাও ;) B-)

তাত্তারি ব্লগে আসো ,ডাকতেছি :-B

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: সংসারের মায়ায় অসংখ্য বিদুষীকেই তাঁর জ্ঞান এবং সৃষ্টিশীলতাকে একপাশে সরিয়ে রেখে সাংসারিক কাজ করে যেতে হয়। ঝপাট বলে দিলাম। ঝপাট কিন্তু তোমার আবিষ্কার :D

৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

রাকু হাসান বলেছেন: আর খুশির খবর হলো ,তোমার প্রথম মাসের (অক্টোবর ) সব লেখা পড়া আজ শেষ ,নভেম্বরে এসে হাজিরা দিচ্ছি ;) ..আস্তে আস্তে শেষ হয়ে যাবে । :-B শুভরাত্রি ঘুমাই এখন ।

০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০২

চঞ্চল হরিণী বলেছেন: এই মন্তব্যের একটাই উত্তর হতে পারে, তোমাকে অনেক অভিনন্দন এবং আমি অনেক খুশী :#) । অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাইয়ের প্রতি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.