নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

তুই আসবি

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩



দমটুকু ছেড়েই দিলাম তোর আশে।
ঠোঁটটুকু যে তোর ছোঁব, তুই আসবি।
হাসিটুকু জিইয়ে রাখলাম তোর ভাষে,
নাকে ঘষবো নাক, তুই আসবি।


গত শ্রাবণে ভার হওয়া আকাশ,
এই শ্রাবণে ঝরে পড়লো, তোর আসার খবরে।
হাড়ী ভরা মুক্তোর মত চিকচিক করছে
নিত্যকার সফেদ ভাত আজ, যেনো তোর হাসি।


আমার ভেতরের আমি হায় বেরিয়ে যাচ্ছে !
আলগোছে কেঁপে উঠছে লাজে, তুই যে আসবি।
নিজের এলো চুলে সোঁদা গন্ধ পাচ্ছি,
আজ বাবুই পাখির বাসায় তুই আসবি।


তুই আসবি মহীনের ঘোড়ায় চেপে,
জন ডেনভারের কান্ট্রি রোড ধরে।
আজ সকল চিৎকার ছিন্ন করে আমি গাইবো।
আমি হাসবো, আমি খেলবো, ভালোবাসবো।
ভীষণ ভালোবাসবো।
আর,
তোর ভালোবাসা ছোঁব, তোকে ছোঁব।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! বাহ!

বেশ রোমান্টিক!

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫২

চঞ্চল হরিণী বলেছেন: রোমান্টিকতা ছাড়া এই অস্থির সময়ে বেঁচে থাকার আনন্দ আর কিসে পাওয়া যায় বলুন। খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে দেখে। অবশেষে কেউ একজন তো এখানে বুঝলো। ধন্যবাদ বন্ধু।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

রাকু হাসান বলেছেন: আরেহ্ তুমি তো সত্যিই অন্নেক রোমিন্টিক কবিতা লিখতে পার =p~ ...ছোট ভাই রোমান্টিক হয়ে যাচ্ছে ;) । আমার কিচ্ছু করারে নাই ,সবটার দরকার আছে #:-S

ব্রেক নেওয়ার জন্যই কি নিয়মিত ছিলে :-< , জানি না কেমন আছ ,চাই আমার বোন ফিরে আসুক সব কিছূ কাটিয়ে ,আগের মত । অাবার লিখুক সেই সব ছড়া, কবিতা । আজ চারদিন হতে চললো । |-)

যাই ,ঘুমাবো ,শুভরাত্রি ।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

চঞ্চল হরিণী বলেছেন: ওই লিখি আর কি মাঝে মাঝে ;) । রোম্যান্টিকতার মত সুন্দর জিনিস পৃথিবীতে আর কি আছে বল 8-|
"আমার কিচ্ছু করারে নাই ,সবটার দরকার আছে #:-S " হাহাহা এভাবে ভয়ে ভয়ে বলার দরকার নাই। অবশ্যই রোম্যান্টিক হবে। প্রাণ ভরে মন ভরে জীবনের আনন্দ উপভোগ করবে :)

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

আরণ্যক রাখাল বলেছেন: অর্ডিনারি!
ভাতের সাথে হাসির তুলনাটা ভাল লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৬

চঞ্চল হরিণী বলেছেন: হায় হায় ! আপনার প্রথম মন্তব্য পেলাম তাও আবার এমন কবিতায় :``>> । মন্তব্যের জন্য অনেক ভালো লাগলো, আরণ্যক রাখাল। ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.