নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

অভিশাপ

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২১

অভ্রান্তিতে ছোটে বিষন্নধারা, পুড়ে যায় মন।
রাগে টগবগ করে ফোটে শোণিতনালী।
আহাম্মকের দল, দাস জন্মেও কুলাঙ্গার হলি।
তোদের পা-চাটা অবয়বের পতন শীগগির, ঘুরে দেখ।
মন্দিরে বাজাতে শিখিসনি ঢোল, শুধু ফেলেছিস ছাই।
এজন্মেই তার জবাব পাবি; সত্য গাই।
তোর মুগুরের মরচে পড়া ঘাতে,
দন্ড পাবি নিজেই নিজের হাতে।
অন্ধ যে হয়েছে তোর বানানো ভ্রমে,
তার হাতেই মরণ তোর অদূর ক্রমে।
যে জখমে আজ ভরিয়ে দিলি হৃদয়,
তোর অন্তর যেনো রোজ ক্ষত শুকোয়।
ন্যায়ের খালি পায়ের এইটুকুই মহাশক্তি,
লুটিয়ে পড়বি ন্যায়ের পায়েই নিয়ে ভীষণ ভক্তি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগল! তবে রাগের চোট কিছু বানানে পড়ছে! ঠিক করে নিয়েন!

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ভ্রমর। আপনার ভালো লেগেছে দেখে আমারও ভালো লাগলো। একটা বানান চোখে পড়লো ভিষণ< ভীষণ সেটা ঠিক করে নিলাম, যদিও বাংলা একাডেমী এখন ই-কার এর নিয়ম করেছে। আর তো ভুল চোখে পড়ছে না, রাত হয়েছে সেজন্য হয়তোবা। আর থাকলে ধরিয়ে দিয়েন, উপকৃত হবে। অনেক শুভেচ্ছা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৯

মাহির মুনিম বলেছেন: তোর মুগুরের মরচে পড়া ঘাতে,
দন্ড পাবি নিজেই নিজের হাতে।

ভালো হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: আমার ব্লগে স্বাগতম মাহির মুনিম। কথাগুলো আপনার ভালো লেগেছে দেখে আমি স্বস্তি এবং আশা পাচ্ছি। এটা যেন সত্যি হয়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু শাহরিয়ার। আপনার এমন মন্তব্যই আমার অনুপ্রেরণা। শুভেচ্ছা নিরন্তর। ন্যায়ের জয় হোক।

৪| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: মুগুরের আঘাতে সব অভিশাপ দূর হয়ে যাক।

আপনার সাথে পরিচিত হয়ে গেলাম।

শুভকামনা।

৫| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: আমিতো সেই কবেই হয়েছিলাম, অবশেষে আপনি পরিচিত হয়েছেন দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ মুগুরের আঘাতে অভিশাপটা সত্য হয়ে দূর হয়ে যাক। ব্লগে স্বাগতম বিজন রয়। বিজন থেকে সুজন করার কামনায় অনেক শুভেচ্ছা।

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

রাকু হাসান বলেছেন: ৫ দিন :( অসুস্থ থাকলে সুস্থতা কামনা করছি :|| ,কবিতাগুলো অবহেলিত , তবে গুণি জনের মন্তব্য দেখে ভাল লাগলো । শব্দ ভাণ্ডার দেখে অবাক হই তোমার । শুভরাত্রি

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: আরে, আমি অসুস্থ ছিলাম না। অসুস্থ হয়ে গিয়েছিলো পুরো নেটের লাইন :| । হ্যাঁ, আমার লেখা কম পঠিত হলেও কিছু গুণীজন ছিলেন যাঁরা নিয়মিত পড়তেন। আসলে যাঁরা চিনেছিলেন তাঁরাই পড়তেন। শব্দভাণ্ডার তোমারও বেড়ে যাবে :) । কতদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। খুব মিস করেছি। এখন খুব ভালো লাগছে। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.