নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

ধম্ম

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

সত্য যে প্রেম, উদাসীন হেম।
তবু পিছু চায়, অকপটে ধায়।
মিথ্যে যে বুড়ি সদা লুকোচুরি,
তার কোলে হায় ফুলঝুড়ি ছায়।
এই বোলে ওই বোলে হরিহর ঘরে,
রোষের কোপানলে প্রাণবায়ু ঝরে।

ভবপ্রেমে হাসি হেসে বংশী বাজে কানাই।
মোহাম্মদের তরে সবে সালাম জানাই।
বৃক্ষতলে বইসা এক স্বপ্ন দেখেন বুদ্ধ।
অহিংসার বানী করবে সকল আঁধার রুদ্ধ।
যীশু নিলো জনম এক সূর্যপ্রখর দিনে।
পিতাহীন সে ছিলো যে প্রেমিক দিনহীনে।

সাঁই বলে সত্যরে ছিড়িয়া বাঁধন,
কেমনে সাধিবি তোরা জগৎ সাধন।

মন বলে ধম্মের এ কেমন বেদন
অন্তরে অন্তরে লাগায় ছেদন !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ বিদ্রুপ ছিল। ভালো লেগেছে।

সত্যিই ছেদনের শুরু.....

+++

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

চঞ্চল হরিণী বলেছেন: বেশ কিছুদিন পরে আমার ব্লগে রাজকুমারকে পেয়ে অনেক ভালো লাগলো। আমার তো মনই খারাপ হচ্ছিলো যে কেউ কিছুই বললো না...এখন আপনার মন্তব্য এবং প্লাস পেয়ে সত্যি খুব ভালো লাগছে।অনেক ধন্যবাদ।

এই ছেদন যে কি দিয়ে মেরামত করা যাবে, আদৌ যাবে কিনা কে জানে......

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

Saikat Palash বলেছেন:

মন বলে ধম্মের এ কেমন বেদন
অন্তরে অন্তরে লাগায় ছেদন
..... অসাধারন লাইন দুটো :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৮

চঞ্চল হরিণী বলেছেন: সৈকত পলাশ, ব্লগে স্বাগতম। লাইনদুটো অসাধারণ বটে, একই সাথে নির্মম সত্যও। অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.