নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

দ্ব্যর্থবোধক চাঁদগাজী

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

চাঁদগাজী চাঁদগাজী,
বড়ই সে ব্লগ বাজী।
জানিনা সে কোন কাজী,
সবারে যে খোঁচে পাজী।

এই ছড়া যে কেন এলো মনে,
ভেবে না পাই লিখে রাখার ক্ষনে।
হেসেছি একাই কতক্ষণ।
মাথাটা ঘুরেছে বনবন।

লিখে আবার ভাবি,
খাবো নাতো খাবি
পোস্ট যদি করি,
এরচে বরং সরি।

খানিক বাদে ফের ভেবেছি,
লেখা এলো তাই লিখেছি,
ভয়ের তাতে কিবা?
এতো স্বপ্ন নয় দিবা!

সত্যিই যা দেখেছি,
তাই ছড়ে গেঁথেছি।
বুঝিনা তো ভুল ভাল
খুলি হাল তুলি পাল। হেহে

নাহয় সে সিরিয়াস,
হই আমি সেলুকাস,
দুনিয়ার সারকাসে
কিছু মজা পারপাসে।

এইবারে চাঁদগাজী,
তেড়ে এসো নাকো ধাবি।
আমি ছাত্রী নই ঢাবি,
তবে বন্ধু করি দাবী।

জানি, যে চাঁদগাজী
ব্লগেরও শির তাজি,
করবেনা ঘষিমাজি
মোরে ব্যান চাঁদাবাজী।



মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

ভ্রমরের ডানা বলেছেন:



জা নি নে আ র কি কি দে খ তে হ বে! ই য়া মা বু দ!


ক্যা চা ল.......

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

চঞ্চল হরিণী বলেছেন: :D হাহা নিছক মজা। যদিও সন্ত্রস্ত। ক্যাচালে ক্যাচালে আশপাশের কিছু প্যাঁচাল যদি ঘ্যাচাল হয় এই আর কি। মন্তব্যে ধন্যবাদ ভ্রমর।

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: আপনি আবার তাকে নিয়ে পড়লেন?

রহস্য আছে মনে হচ্ছে।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

চঞ্চল হরিণী বলেছেন: ওরে বাপরে, আমি এর আগে আবার কাউকে নিয়ে পড়েছি নাকি ? B:-) আপনার কথাটাই তো এখন আমাকে রহস্যে ফেলে দিলো। #:-S

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

বা ং গা লি ক্যা চা ল প ছ ন্দ ক রে। আ প না র এ ই লে খা টি স র্বা ধি ক প ঠি ত হ বে। ব লে দি লা ম।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

চঞ্চল হরিণী বলেছেন: মাঝে মাঝে নিজেকে হালকা করার জন্য কিছু ক্যাচাল পছন্দ করা দোষের কিছু না। আমিও তাই করি। সর্বাধিক পঠিত হোক আর যাই হোক, চাঁদগাজী ভাই পড়লেই লেখা পড়া হয়ে যাবে। B-)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদমামা আপনার পিছে লেগেছিলো নাকি? লোকজনকে বাঁশ দিলেও উনি কিন্তু লোক ভালো ।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদমামা তো সবার সাথেই হাঁটে ভাই। আমি আর আলাদা কি। বাঁশ দিলেও উনি লোক ভালো, সেজন্যই তো দ্ব্যার্থবোধক ভাই। রূপক বিধৌত সাধু, ব্লগে স্বাগতম এবং মন্তব্যে ধন্যবাদ জানাই।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: না মানে, আপনি তো নতুন, তাই ভেবে পাচ্ছি না তাকে নিয়ে কেন লিখলেন!!

তাকে নিয়ে লেখার লোকের অভাব নেই এখানে।

তিনি একটু সোজাসুজি আবার বাঁকাবাঁকি কথা বলেন, এজন্য তাকে অনেকেই হিংসে করেন।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: তেমন বিশেষ কোন কারণ নাই। আমার পোস্টে উনি একবার মাত্র কমেন্ট করেছিলেন, সেটা খুব চমকপ্রদ মন্তব্য ছিল। তারপর অন্যান্যদের বিভিন্ন পোস্টে উনার মন্তব্য পড়ে এবং উনার নিজের ব্লগ দেখেই উনার এই সোজাসুজি আর বাঁকাবাঁকির ধারণা আমার হয়ে গেছে। আর কেমন করে যেন উনার নামের সাথে এই কথাগুলো চলে এসেছে মাথায় তাই :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:





বা ং লা দে শে আ র কে উ ই ত্যা দি দে খে না কে ন তা র কি ছু টা আ ম রা ফে বু বা ব্ল গে স ম য় কা টা লে উ ত্ত র পা ই।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: এটাও একটা দ্ব্যার্থবোধক ব্যাপার। ইত্যাদি খুব ভালো অনুষ্ঠান। মানুষের দেখা উচিত। কিন্তু বর্তমানে এতো ঘটনা ঘটে যে সে হিসেবে এটা ধীর হয়ে গেছে। আবার ফেবু এবং ব্লগেও অনেক ভালো কিছু পাওয়া যায়। একই সঙ্গে খারাপেরও অভাব নাই। তবে ইত্যাদিতে খারাপ কিছু নাই, আর এটা মাসে একবার হয় তাই দেখা উচিত সবার।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: বুঝলাম।

তবে ওনার কোন খোঁজ পাচ্ছি না।
সকালে ছিলেন।

আপনার খবর কি?
ভাল আছেন তো!!

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: আমি তো একটু আগেও দেখলাম। কোথায় গেলেন কে জানে। খবর নেয়ার প্রশ্নে ভালো লাগলো। ধন্যবাদ। এই তো একটু খোশ মেজাজে আছি। :> আপনি আছেন কেমন?

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি। কিন্তু আপনার এই পোস্টে ফ্লাডিংএর আলামত দেখতে পাচ্ছি।

জানিনা এই পোস্টের ভাগ্যে কি আছে।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

চঞ্চল হরিণী বলেছেন: ভাই, আপনার ফ্লাডের কথায় আমার ব্লাডে কম্পন ধরে গেলো। আশা করি খুব খারাপ কিছু করি নাই। :-/

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

অন্তু নীল বলেছেন:
ক্যাচাল, ঘ্যচাল আমি খুব একটা পছন্দ করি না।
তবে এটুকুই তো বাক স্বাধীণতা বাকি আছে আমাদের। আমলা টামলাদের নিয়ে লিখলে তো আছে ৫৭ ধারা।

উনি যেহেতু সোঁজাসুজি আর বেকাতেরা কথা বলেন। আপনিও আপনার মতামত প্রকাশ করলেন। সবকিছু ভালোয় ভালোয় গেলেই হয়। এটুকু অধিকার মনেহয় থাকা উচিৎ এখানে।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

চঞ্চল হরিণী বলেছেন: সেই সাহসটুকু করেই পোস্ট করে ফেলেছি ভাই। আপনার কথায় ভরসা পেলাম। আঁতে ঘা লাগার মত বা চিত্তে আঘাত দেয়ার মত তেমন মারাত্মক কিছু লিখি নাই বোধ করি। ক্যাচাল ঘ্যাচাল বেশি না ঘুটে বরং ঘুচে যাক সবার মন থেকে। ধন্যবাদ অন্তু নীল। ব্লগে স্বাগতম জানাই।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার সাথে কি হয়েছে জানা যাবে কি?

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

চঞ্চল হরিণী বলেছেন: ভাই ভ্রমর উড়তে উড়তে একবার আমার " আরেকবার যুদ্ধে যেতে চাই" পড়ে আসুন। সেখানে উনার মন্তব্য দেখুন। তাহলেই আমার মনে এই ছড়ার অনুরণন বুঝতে পারবেন বোধ করি। =p~

১১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: এ ভাই ক্যাচাল কইরেন না।

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চঞ্চল হরিণী বলেছেন: ভাই প্রামাণিক, আপনার মন্তব্যটি নান্দনিক। তবে ক্যাচাল বোধটা ব্যক্তিভেদে দার্শনিক এবং প্রয়োজনে করাটা গাঠনিক। ধন্যবাদ নিবেন। ব্লগে আমন্ত্রণ রইলো।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ভ্রমরের ডানা বলেছেন:
এইতেই এল এই কবিতা। কিন্তু ইতিহাস তো বহুত আগের। আমার সাথে কতবার এমন হল!


=p~

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: এইতেই হয়নি। তারোপরে আরও কত জায়গায় দেখতেই এটা এলো। ইতিহাস পুরনো হতে পারে, কিন্তু আমি তো এখানে নতুন পাতিহাঁস। ভুল ধরা এক ব্যাপার আর খোঁচা মারা ভিন্ন ব্যাপার। ভুল ধরলে একটু রাগ বা মন খারাপ হয় কিন্তু খোঁচায় লাগে ভাই, বোধকরি সবারই লাগে।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ইফতি সৌরভ বলেছেন: চাঁদ দাদু, চাঁদ দাদু
এই লেখাটিতে এসে একটু টিপ দিয়ে যান।

চাঁদগাজী সাহেব এখনও কেন যে কিছু বলছেন না, তাই ভাবছি? মনে হয় উনি ক্যাঁচাল পছন্দ করেন না, একেবারে direct action মানে যুদ্ধের ময়দানে (!!!) উওর দিবেন।

কবিকবিতাটি ভালো হয়েছে। চাঁদগাজী যদি পাজী হয়ে "খোঁচা" নাও দিত তবুও কবিতাটি ভালো লাগত যেমন 'নন্দলাল'কে জানি না তবুও আমরা তাকে খুঁজে পায়

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদমামার টিপের অপেক্ষায় আছি আমিও। তবে টিপ দিতে গিয়ে যেন টিপেই না মেরে ফেলে সেজন্য খানিক চিপায়ও আছি। আপনার ভালো লেগেছে দেখে চিপায় থেকেও হাসির আলো লাগলো গায়ে। অনেক ধন্যবাদ, ইফতি সৌরভ। ব্লগে আসবেন সময় করে, নিমন্ত্রণ রইলো। ভালো থাকুন।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



আ প নি চা দ গা জী নি য়ে লে খে বি খ্যা ত হ য়ে গে লে ন। দে খ ছি। বা হ!


আ মা র কি ন্তু দি শা বি দি শা সব এ র শা দ হ য়ে জা চ্ছে।

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদমামা আকাশে উঠলে যে সবাই দেখে ভাই। এরশাদের বিদিশা নাই, সে এখন যাচ্ছেতাই। ভ্রমরের কোন চিন্তা নাই, গাজী মিয়ার বস্তানি লেখার ইচ্ছা আমার নাই। B-)

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি শুধু পড়ে গেলাম ।

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চঞ্চল হরিণী বলেছেন: এবং ভাজা পরোটা খেয়ে গেলেন। ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই। আবার আসবেন।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫

জগতারন বলেছেন:
ভাই, আপনার ফ্লাডের কথায় আমার ব্লাডে কম্পন ধরে গেলো। আশা করি খুব খারাপ কিছু করি নাই। =p~

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: :P :-*

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

শরতের ছবি বলেছেন:



এখানে তো চাঁদ ওঠেনি দেখছি । অমাবস্যা চলছে । ভাল এই চান্দের থেইকা অমাবস্যাই ভাল। আমার ব্লগে একদিন এই চান টা উঠছিল । উল্টাপাল্টা কি জানি কী একটু ঝাকুনি দিয়া গেল ।বুঝলাম এই চান তো চাঁদ না ফ্যাসাদ।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০২

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদ এখনো ওঠেনি, কিন্তু ওঠার অপেক্ষায় আছি। না ভাই, অমাবশ্যার থেকে চাঁদ ভালো যদিও থাকে কলঙ্ক। অমাবশ্যার অন্ধকারে কোত্থেকে জানি একটা আবর্জনার কীট ঢুকছে। চাঁদ এসে দেখুক এই কীট কোন গল্প তার কাছ থেকে শোনার জন্য মেইল এড্রেস দিয়েছে। চাঁদ মোহময়, চাঁদ সুন্দর এবং রহস্যময়। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চোখ বাঁকা করে তাকিয়ে আছি।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫১

চঞ্চল হরিণী বলেছেন: রাজপুত্রকে বাঁকা চোখেই সুন্দর লাগে। সোজা চোখে তাকালে আর রাজপুত্রের ভাব না হয়ে ভ্যাবলার মত হয়ে যাবে। অনেক ভালো থাকো রাজপুত্র।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
না উ ই উ ক্যা ন রি য়ে লা ই জ হা উ ট্রা ম্প আ ন্ড হি রো আ ল ম উ ই ন!





ও মা ই ....

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: ইয়া, নাউ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ' হূচেইন্না' হোয়াট ডাসেন্ট ডু আফটার হিস প্রাকৃতিক কর্ম।

ওহ কাম অন, ইটস নট ম্যাটার, ডার্টি ইস অল এরাউন্ড। কীপ ফ্লাইং এন্ড টেক কেয়ার।

২০| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব হিংসে। তার সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে। হিংসে করেই এ ছড়া লিখা হয়েছে। এটা আমি চোখ বুঁজেই বলে দিতে পারি।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: দারুণ তো! এট এ টাইম, স্ট্র্যাঞ্জ! আমার কেন প্রতিযোগিতা থাকবে তাঁর সাথে? আর কিসেরই বা প্রতিযোগিতা হবে? উনার আর আমার লেখার বিষয়বস্তু একেবারেই আলাদা। এক কাজ করুণ ভাই, চোখ না বুজে, চশমা সহ চার চোখ দিয়ে দেখেন এই ছড়াটার শিরোনাম এবং ছড়ায় কি বলা হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৮

প্রামানিক বলেছেন: চাঁদ গাজী গেল কই?

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: হই হই রই রই

২২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৮

মার্কো পোলো বলেছেন:
চাঁদগাজী ভাই এখনো নীরব, মন্তব্য আসেনি। তবে প্রস্তুত থাকুন.....। :D :P

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১০

চঞ্চল হরিণী বলেছেন: হ্যাঁ ভাই, প্রস্তুত আছি। দেখি বল উড়িয়া যায় কই। 8-| আপনি মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। ভালো থাকুন, শুভকামনা।

২৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম পড়তে গিয়ে বুঝলাম, বাংলা ভাষা আমার জন্য এখনো কঠিন; পদ্য ভালো লেগেছে।

আমি ব্লগে আছি, সময় পেলে ছুটে আসি। আজকে "থ্যাংকসগিভিং"উপলক্ষে কিছু বাংগালী একত্রিত হয়েছিলাম; ব্লগে তেমন আসা হয়নি। এখন আবারও বের হতে হবে, আরেক যায়গায় একত্রিত হওয়ার কথা, আড্ডা ভালোবাসি।

ব্লগিং ভালোবাসি, নিজের ভাবনা তুলে ধরার চেস্টা করি, অন্যদের ভাবনাকে বুঝার চেস্টা করি, ব্লগারদের উপর বিরাট আশা, এটা বুদ্ধিমান জেনারে্শন।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতো দেরীতে রিপ্লাই দেয়ার জন্য। আমি এমন এক অবস্থায় ছিলাম যেখান থেকে ভিজিটর হিসেবে পড়া যাচ্ছিলো কিন্তু লগইন করা যাচ্ছিলো না। আপনার মন্তব্যটা সেদিনই পড়েছিলাম এবং তখন থেকেই অপেক্ষায় ছিলাম কখন উত্তর দেবো। অবশেষে আজকে। সত্যিই যে যাই বলুক, আমি কিন্তু অনেকটা নিশ্চিত ছিলাম আপনি খুব বেশি রেগে যাবেন না। কারণ রাগার মত এমন কিছুই লিখিনি আমি, শুধু চতুর্থ বাক্যটা ছাড়া। সেটাও এমন ভয়ানক বাজে কিছু নয়। বড় মনের মানুষেরা এগুলো এমনিতেই এড়িয়ে যেতে পারে। কিন্তু আপনার যে সত্যি এটা ভালো লাগবে আর প্রশংসা করে সুন্দর কিছু কথা বলবেন, একদমই ভাবতে পারিনি। আমার সত্যি অনেক ভালো লেগেছে। নিজের উপর বেশ আত্মবিশ্বাস পেয়েছি। ব্লগিং ভালোবাসা এবং ব্লগারদের উপর আশা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:



আমি '৭১ এর জেনারেশন এর লোক, নতুনদের সাথে ছোটখাট গরমিল হয়; ভয়ের কিছু নেই, নতুনদের বুঝার চেস্টা করি। এটা সঠিক যে, আমি পোস্ট পড়লে কিছু বলার চেস্টা করি।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৮

চঞ্চল হরিণী বলেছেন: আমার অবশ্যই আগে একবার জিভে কামড় দিয়ে নেয়া উচিত ! আমি ভাবতেই পারিনি আপনি এতো বড় হবেন। দুঃখিত, খুবই দুঃখিত। আপনি এতো বড় জানলে যতই দ্ব্যার্থবোধক হন, বয়োজ্যেষ্ঠতার সম্মানে আমি এটি লিখতাম না। আর লিখলেও হয়তো আপনার সম্মুখে প্রকাশ করতাম না। ক্ষমা করবেন।

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী সাহেব এখানে মোট দুটো মন্তব্য করেছেন। দুটোতেই তো ভাল কথাই বলেছেন, যদিও ওনার বেশীরভাগ মন্তব্যই তীর্যক হয়ে থাকে!
তবে কোন সহব্লগারকে নিয়ে এখানে ছড়া কবিতা ইত্যাদি না লিখলেই ভাল হয় বলে মনে করি।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: আসলেই উনার মন্তব্যগুলো খুব ভালো লেগেছে। আজকে চাঁদগাজী সাহেবের ২৩ নং মন্তব্যটা পড়ে আমারও মনে হয়েছে সত্যি হুটহাট করে কাউকে নিয়ে কিছু লেখা উচিত না এখানে, নিতান্তই বাধ্য না হলে। আমি মোটেই বাধ্য হইনি, কিন্তু বিচিত্র এক চরিত্র মনে হওয়াতে এটা লিখেছিলাম। আমার ভাবনায় উনি অবশ্যই ৩০-৪০ বছরের মধ্যে বয়সী ছিলেন। কিন্তু এখন বুঝলাম জেনারেশন গ্যাপের কারণেই নতুনদের সাথে উনার বোঝার কিছুটা গরমিল হয়। যাইহোক, অনেক ধন্যবাদ খায়রুল আহসান স্যার, এই লেখায় আপনার মতামতের জন্য। ভালো থাকবেন, শুভকামনা।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করলাম, এই পোস্টটির একমাত্র লাইকদাতা হলেন চাঁদগাজী সাহেব স্বয়ং!

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


"খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করলাম, এই পোস্টটির একমাত্র লাইকদাতা হলেন চাঁদগাজী সাহেব স্বয়ং! "

-আমি পদ্যটুকু পছন্দ করেছি; আগে আমার কমেন্ট নিয়ে অনেকে পোস্ট দিয়েছে, উনাদের উদ্দেশ্য থাকতো আমাকে 'ব্যান খাওয়ানো'; কিন্তু এই ব্লগার আমার সম্পর্কে উনার ধারণা প্রকাশ করেছেন, সমালোচিত হয়েছি; কিন্তু আমার ব্যান চাওয়া হয়নি; ব্যান খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজকে অকারণ সংযত করতে হচ্ছে! আমাকে সারাক্ষণ মনে রাখতে হয় যে, আমি যা বলতে চাই সেটা হয়তো পুরোপুরি বলা যাবে না।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: এইভাবে বোধহয় এক আপনি ছাড়া আর কেউ ভাবেনি। :) আমি উল্টো আপনার কাছে আরও মিনতি করে, বন্ধুত্বের দাবী নিয়ে আমাকে ব্যান না চাওয়ার জন্য বলেছি।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



ভালো হলো, ১ম পাতায় পোস্ট প্রকাশ ব্যান করেছেন সামু।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: ১ম পাতায় পোস্ট প্রকাশ কারটা ব্যান করেছে সামু? আমার নোটিফিকেশনে তো দেখাচ্ছে আমাকে ফ্রন্ট পেজ এক্সেস দেয়া হয়েছে.।।

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


কি আমার কথা সত্য হয়েছে তো! বাংগালিকে বুঝুন :P

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

চঞ্চল হরিণী বলেছেন: ভাই, আমি নিজেও তো বাঙ্গালী। অনুভব করছি, আসলেই কিছু বলার আগে অনেক বেশি ভাবা দরকার।

৩০| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

রাকু হাসান বলেছেন: হহাহা পড়লাম ,তোমার রাগ দেখে হাসি পাচ্ছে ...যাক পরের টা গিয়ে পড়ি .. B-)

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: আরে এটা ছিল রাগ হওয়া আবার মানুষটা ভালো এই দুইয়ের মিশ্র প্রতিক্রিয়া :P

৩১| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী বলেছেন: "খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করলাম, এই পোস্টটির একমাত্র লাইকদাতা হলেন চাঁদগাজী সাহেব স্বয়ং!" --আমি পদ্যটুকু পছন্দ করেছি; আগে আমার কমেন্ট নিয়ে অনেকে পোস্ট দিয়েছে, উনাদের উদ্দেশ্য থাকতো আমাকে 'ব্যান খাওয়ানো'; কিন্তু এই ব্লগার আমার সম্পর্কে উনার ধারণা প্রকাশ করেছেন, সমালোচিত হয়েছি; কিন্তু আমার ব্যান চাওয়া হয়নি; ব্যান খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজকে অকারণ সংযত করতে হচ্ছে! --
দেখুন, এই মন্তব্যে উনি আপনার পদ্যের প্রশংসা করেছেন, একমাত্র উনিই এটাতে লাইকও দিয়েছেন এবং শুধু তাই নয়, এ লেখাটি একমাত্র ওনারই "প্রিয়" তালিকায় গেছে, আর কারোটাতে নয়। অবশ্য আপনিও অত্যন্ত বিনয়ের সাথে প্রতিমন্তব্যে ওনাকে সম্মান দেখিয়েছেন, ছড়ায় যাই বলে থাকেন না কেন। তাই আপনার এ লেখাটি পুনর্বার পড়ে, মন্তব্যে/প্রতিমন্তব্যে আপনাদের উভয়ের উদারতা দেখে লেখাটিতে দ্বিতীয় 'লাইক'টা আমিই দিয়ে গেলাম।
ভাল থাকুন, লিখে চলুন।
শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: অনেকদিন পর আবার এই পোস্টে এসে মন্তব্যের ভালোলাগা জানানোতে আমার অনেক ভালো লাগলো, খায়রুল আহসান ভাই। লাইক পেয়ে তো আরও অনেক খুশী হলাম। চাঁদগাজী ভাই এবং আপনি উভয়ের জন্য অনেক শুভকামনা জানাই। সুস্বাস্থ্যে দীর্ঘজীবী হোন। একরাশ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.