নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

বাবা ও ঈদ

১৪ ই জুন, ২০১৮ রাত ১:০৫



বাড়ির প্রতি নাড়ির টান।
কারওবা থাকে অভিমান।
আনতে বললে বাজার সদাই;
সদাই করে আস্ফালন।
যদিও জানে এমন দিনে
উনুনে চড়ে নব ছালন।
বাবার উপর চাপিয়ে বোঝা,
ঈদ আনন্দ শপিং এ খোঁজা।
দেখেনা চেয়ে বাবার কাধে,
এই যে বোঝা পাহাড় সাধে।
সে যে কষ্ট চেপে আঁধার রাতে,
ঈদ জামা দেয় হাতে হাতে।

মায়ের কাছে বায়না ধরে আয়নাটাও কিনতে চাওয়া,
নেবার বেলায় সবার যেন সবার চেয়ে বেশি পাওয়া।
ঈদগাতে টুকরিখানায় টুকরো পণ্য নন্দ সাজে !
ধন্দ লাগে দেখি যখন পণ্য এসব বেজায় বাজে।
শহুরে বাবা হারিয়ে যান গাও গেরামের পথে,
ভাবেন তাঁর সন্তান কেন চড়লো উল্টো রথে।
শৈশব ঈদ কাটতো হেসে, চষে বেড়াতেন মাঠে।
সোনারা তাঁর বিড়াল যেন ঘরের কোনের খাটে।
এসব হলেও থামেনা তো উৎসব প্রথা-নিয়ম,
এটাই যে ঈদের রীতি শেষ হলে পর সিয়ম।
আমারতো লাগেনা ভালো, দিন তো দিনের মত।
কি মজাটা আছে যে কোথায়, না পাই ভাবি যত !

শেষটায় শুধু বুঝতে পারি,
বাবার টানে চোখটা ভারি।
বাড়ির প্রতি নাড়ির টান,
থাক না কিছু অভিমান।

ছবিঃ- গুগোল

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:১০

রসায়ন বলেছেন: বাবা হওয়ার আগেই , ইউনিভার্সিটি লাইফেই নিজের জন্য জামা কাপড় কেনা ছেড়ে দিয়েছি ! /:)

১৪ ই জুন, ২০১৮ রাত ১:১৯

চঞ্চল হরিণী বলেছেন: হয়তো বুঝতে পেরেছেন বাবার কষ্ট কিংবা রয়েছে কোন অসঙ্গতি। সত্যগুলো কঠিন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


ছবিটা ভালো লেগেছে

১৪ ই জুন, ২০১৮ রাত ১:৩২

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ। কে এঁকেছেন নাম পাইনি।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:৫৬

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: শৈশব ঈদ কাটতো হেসে, চষে বেড়াতেন মাঠে। শৈশব এখন যান্ত্রিকতায় বন্ধী।
নতুন হিসেবে ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

১৪ ই জুন, ২০১৮ রাত ২:১৩

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, মোঃ জিদান খান (অয়ন)। শুধু শৈশব নয়, মানুষের জীবনই এখন যান্ত্রিকতায় বন্দী হয়ে গেছে।

৪| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। অগ্রিম ঈদ শুভেচ্ছা।

৫| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮

কাইকর বলেছেন: ভাল লাগলো

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ কাইকর। ঈদের শুভেচ্ছা। একটা প্রশ্ন জাগল, আপনার নামটার মানে কাইকর শব্দটার অর্থ কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.