নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

গরমের খড়মে (সত্য ঘটনা অবলম্বনে)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২



গনগনে রোদে পুড়ে
ঠাসাঠাসি বাসে চড়ে
যেই না এলাম শুক্রাবাদ,
অমনি ট্রাফিক পুলিশ শুক্কুর আলী
দিলো শুকনা বাঁশ !

কি আর করা,
ড্রাইভার পড়লো ধরা।
মাথা নুয়ে বেচারি,
চলে গেলো কাঁচারি।

বাসা ছিলো খানিক দূরে,
বাসের ভেতর গরম জুড়ে,
তাই ধরলাম হাঁটা।
ওমা! এ যে কাঠফাটা!
যত জল গেলো ঝরে,
গলা শুকে খরখরে, আহ!

জিভটাকে হাঁ করে
ছাতাটাকে চেপে ধরে
ধেয়ে এলাম ঘরে।
ওহ!যেন প্রাণ আসে ধড়ে।

সেই থেকে ভেবেছি,
এই কড়া গরমে,
থাকবো না শরমে,
ফুলবাবু চরমে।

পড়বো আমি দেশী তাঁতের নরম,
থাকবে পায়ে পাটের রঙিন খড়ম।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ কাইকর। বন্ধু হলে বলতাম, তুই ও ট্রাই কর :P
শুভেচ্ছা। গরম থেকে ভালো থাকুন।

২| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

রাকু হাসান বলেছেন: এত গরমে বিশ্রাম নিয়ে বাকি পথ হাঁটা যেত ;) ,শেষের ২ নাম্বার প্যারা পড়ে হাসি পেল ,শেষের টা পড়ে ভাল লাগলো ।মূল টুইস্ট কি এটাই ! :P

আরেহ :| আমি তো দেখছি প্রথম মন্তব্য করবো B-)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

চঞ্চল হরিণী বলেছেন: বিশ্রাম নেবো কোথায়, ঠাসাঠাসি বাসে তো গরম আরও অনেক বেশি :-< । আর বাসাও ছিল কাছেই।
মূল টুইস্ট বলা যেতে পারে ;)

ভাইটার জন্য শীতল বাতাসের শুভেচ্ছা। :)

৩| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরেরে

গরমতো যেন ছড়া ছুইয়ে ঝরছে ;)
হা হা হা

সময় ঘটনা ইতিহাস এভাবেই বাঁধা থাকুক লেখনির বাঁধনে :)

+++

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

চঞ্চল হরিণী বলেছেন: :#) এখন তো হাসিই পাচ্ছে, কিন্তু তখন যা হয়েছিল না X((

'সময় ঘটনা ইতিহাস এভাবেই বাঁধা থাকুক লেখনির বাঁধনে' প্রেরণাদায়ী এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাইয়া। :)

৪| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

কাইকর বলেছেন: ছোট ভাই মনে করে উপদেশ দিলেও খুশি হবো

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

চঞ্চল হরিণী বলেছেন: আবার এসে মন্তব্য করায় ধন্যবাদ কাইকর। হয়ে গেলে তুমি আমার ছোট ভাই :) । সুযোগ পেলেই উপদেশ দিবো কিন্তু :P

৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

সাহসী সন্তান বলেছেন: কবিতা মোটামুটি হইছে। ছন্দ মিলতে মিলতেও মেলে নাই এইরকম অবস্থা। অথবা আপনি যেভাবে লিখছেন, সেইভাবে পড়ার অভিজ্ঞতা নাই আমার...

তারপরেও কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: এই প্রথম আমার পোস্টে আপনাকে পেয়ে প্রথমেই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সাহসী ভাই। আমি বাসায় ফিরে হাঁপাতে হাঁপাতে একটা তালেই লিখেছিলাম ছড়াটা। এখন আপনার মন্তব্যের পর সেই তালে আবার আবৃত্তি করলাম। যাক, ছন্দ মিলেছে কি মেলেনি সেটা নিয়ে অত ভাবছি না। লিখে নিজেই মজা পেয়েছি তাই শেয়ার করা :D , যদিও তিন বছর আগে লেখা। আর আপনি তো ভালোলাগা জানিয়েই গেলেন :)
আবারো অনেক অনেক ধন্যবাদ সাহসী ভাইয়া।

৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

কথার ফুলঝুরি! বলেছেন:
গরম আর খড়ম নিয়ে কবিতা, লাগলো ভীষণ ভালো
এই ভীষণ গরমে রোঁদে পুড়ে হতে চাইনা আমি কালো :P
ভাড়া বেশী লাগলেও চাই, রিকশায় চরে যেতে অফিসে
ঠাঁসাঠাসি আর ধাক্কা ধাক্কি তে দমবন্ধ লাগে যে বাসে :((
দেশী তাতের নরম কাপরে আসলেই লাগে বেশ আরাম
আরাম আর শান্তির জন্য বাধেনা দিতে একটু বেশী দাম 8-|

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: বাহ ! বাহ ! কথার ফুলঝুরি তো সত্যিই মন্তব্যেও ফুলঝুরি নিয়ে এলো। এই ছন্দময়, ছড়াময় মন্তব্যের ফুলঝুরিতে অনেক অনেক ভালোলাগা আপু।
রিকসায় তো আরাম সত্যি, কিন্তু সেই আরাম কি আর সবার সয় :(
তাই তো দেশীয় পরিধানের আরামে কিছুটা স্বস্তি খুঁজতে হয়। :)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপু।

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

শেষ দু লাইনে দেশপ্রেম দেখলাম! খুবই গুরুত্ববহ দুটি লাইন!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

চঞ্চল হরিণী বলেছেন: এই দুই লাইন না থাকলে অর্থহীন একটি ছড়া হতো। আমরা শুধু প্রেস্টিজ অথবা ফ্যাশন চিন্তায় জবড়জং পোশাক পড়ে গরমে বের হই। পায়েও মোজা আর শু থাকতে হয়। এই কালচারের তো প্রকৃতপক্ষে কোনই মানে নেই। কর্পোরেট অফিসে যাদের বাধ্যতামূলক পড়তে হয়, তাদের এত কষ্ট করে রাস্তায় পুড়তেও হয় না। অবশ্য সেখানেও আমি এমন পোশাকের বাধ্যবাধকতার কোন কারণ দেখি না।

দেশীয় পন্য ব্যবহারে দেশ হবে সমৃদ্ধ ।

৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

সিগন্যাস বলেছেন: হে হে হে কবিতা পড়ে হেসে ফেললাম । যদিও এটা ঠিক না । আপনি এতো গরমে পুড়ছেন আর আমি স্ক্রিনের সামনে বসে দাঁত খিলাচ্ছি :) :) :)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: X(( X(( তোমার তো কাজই এইডা।

হাসো হাসো, হাসার জন্যই দেয়া :#)
সাথে দেশীয় পণ্য, কিনে হয়ো ধন্য =p~

৯| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

লাবণ্য ২ বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ লাবণ্য ২। ভালো থাকুন সবসময়। গরম থেকে বেঁচে চলুন। আন্দাজ করি আপনারও দেশীয় তাঁতের পোশাক ভালো লাগে ;) । শুভেচ্ছা নিরন্তর।

১০| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! সত্য ঘটানাকে ছড়ায় ছড়ায় প্রকাশ।

বেশ হয়েছে।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২

চঞ্চল হরিণী বলেছেন: আন্তরিক এই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই। ভালো থাকুন গরম থেকে। শুভেচ্ছা।

১১| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: গুড জব।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩

চঞ্চল হরিণী বলেছেন: থ্যাঙ্কস রাজীব নুর। আপনার জন্য অফুরন্ত শুভকামনা।

১২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছন্দে অন্ত্যমিল না থাকলে পড়তে মজা লাগে না...

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

চঞ্চল হরিণী বলেছেন: অন্ত্যমিল নেই ! কি আশ্চর্য ! আসলেই অন্ত্যমিল না থাকলে তো মজা লাগার কথা না :-P
কষ্ট হলেও পড়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ, বিচার মানি তালগাছ আপনার :-B

১৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন!! তাই একটা হাসির ইমো দিলাম !! :)

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে যেন শীতল পরশ বয়ে গেলো। আমিও আপনাকে উষ্ণ হাসি উপহার দিলাম :) । অনেক অনেক ভালো থাকুন শাহরিয়ার কবীর। ধন্যবাদ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৫

অনন্ত নিগার বলেছেন: যাক, অসহ্য গরমে কবিতাটা পড়ে তৃপ্তি পেলাম।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩

চঞ্চল হরিণী বলেছেন: গরম থেকে ঘাম জমে সর্দিতে :-& কাহিল দশা হলেও আপনার মন্তব্য আমার ভার মাথাটা একটু হালকা করে দিলো :D
অনেক ধন্যবাদ অনন্ত নিগার। তৃপ্তিতে থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.