নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

থেমে গেছে, প্রয়োজনে আবার গর্জে উঠবে

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৮



ওরা আমার অষ্টাদশী ছেলে।
ওরা জ্বলে যখন হিয়ায় আগুন খেলে।

সুখ বারতার দুখ ঘোচানোর বেশে,
ওরাই আবার মাটির সাথে মেশে।

ন্যায় দেখে দূর জোরসে যায় কষ্টি পাথর ঠেলে।
প্রবাল সূতোর বাঁধ গড়ে দেয় সবুজ নয়ন মেলে।

গৌরব ওই প্রীত ধ্বনিতে হর্ষধ্বনি ওঠে।
অষ্টাদশী যুবক বসে দেশ গড়ার মঠে।


"জানালা দিয়ে দেখলাম বেশ কিছু সাদা শার্ট প্যান্ট পরা কলেজ ছাত্রের লাশ রাস্তায়। ওরা অভিনয় করছে না সত্যি বুঝতে পারলাম না। সত্যি হলে ভাবছি এই ছেলেরা কতটা আন্তরিক যে এভাবে অকাতরে প্রাণ দিতে চলে আসে "! দুই বছর আগে এই স্বপ্ন আমি দেখেছিলাম। স্বপ্নেও সত্য মিথ্যা নিয়ে সন্দেহ জেগেছিলো। কি আশ্চর্য ! এই ব্লগেই 'একটি দুঃস্বপ্ন' নামে সেটা পোস্ট করেছিলাম। সম্পূর্ণ স্বপ্নটা আরও বড়। এর তাবিরও দিয়েছিলাম পরের দিন। :-B

একটি দুঃস্বপ্ন

স্বপ্নের তাবির

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৩

ঈশ্বরকণা বলেছেন: ওরা আমার অষ্টাদশী ছেলে।
ওরা জ্বলে যখন হিয়ায় আগুন খেলে।


আগের লেখা দু'টোও পড়লাম কিন্তু একের ভেতর তিন মন্তব্য এখানেই I হ্যা, এই জেনারেশনটা নিয়ে ধারণাটা পুরোই ভুল হয়ে গেলো I এরা আমাকে লজ্জিত করলো ভুল ধারণা করার জন্য কিন্তু দেশকে খুবই গৌরবান্বিত করলো I আমিও সেই গৌরবে আজ গৌরবধারী I আপনার কবিতার লাইনের মতোই বলি ওরা আমার হিয়ায় আগুন জ্বালিয়ে দিলো ওদের প্রতিবাদের মশালে I

০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৮

চঞ্চল হরিণী বলেছেন: আপনাকে আমার পোস্টে পেয়ে খুব ভালো লাগলো, গড ড্যাম পার্টিক্যাল ওরফে ঈশ্বরকণা। কোন জেনারেশনের উপর একটা ফিক্সড ধারণা করাই আসলে ভুল। শুধু এটা খুব মুশকিল বোঝা যে কখন কোন ইস্যুটা বারুদের মত জ্বলে উঠবে। বুদ্ধিবৃত্তিক জেনারেশনের উচিত একটা পূর্ণাঙ্গ স্টাডি করা বিষয়টা নিয়ে। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন। শুভেচ্ছা।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


ওরা সরকার, সরকারী কর্মচারী, পরিবহন সম্পর্কে অনেক কিছু খোলসা করেছে; কিন্তু তাদের উপর এর প্রভাব কি হবে, সেটা দেখার বিষয়। আগামীদিনগুলোতে বুঝা যাবে, কেন তারা এত আলাদা।

০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৫

চঞ্চল হরিণী বলেছেন: এরা খুব বেশী আলাদা প্রযুক্তি ব্যবহারের দিক থেকে। ওরা প্রায় জন্ম থেকেই যে ধরণের প্রযুক্তি দেখে বড় হয়েছে এবং যে বয়স থেকে ব্যবহার শুরু করেছে এটাই বাংলাদেশের বাকি সব প্রজন্ম থেকে আলাদ। এটা ছাড়া আলাদা হওয়ার আর কোন কিছু আমি দেখি না। তবে হ্যাঁ, কি হয় সামনে দেখার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, চাঁদগাজী ভাই।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার আগের পোষ্ট দুইটা পড়লাম। দুঃস্বপ্ন তো দুঃস্বপ্ন-ই, তবে স্বপ্নের ব্যাখ্যা ভালো হয়েছে।
এই পোষ্টের কবিতাটা্ও ভালো লাগলো, যদিও কবিতা আমি একটু কম বুঝি (আর আধুনিক কবিতা থেকে তো আমি ১০০০ হাত দুরে থাকি :( )!

আমার বিশ্বাস, এই 'অষ্টাদশী'-রাই একদিন এই দেশটাকে পাল্টে দিবে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, ভুয়া মফিজ ভাই। "আমার বিশ্বাস, এই 'অষ্টাদশী'-রাই একদিন এই দেশটাকে পাল্টে দিবে"। হ্যাঁ, এমন বিশ্বাস আমারও এবং কোটি বাংলাদেশীরও। আসলে যুগে যুগে এমন বিশ্বাস সবসময়ই রেখে আসা হয়েছে নতুন প্রজন্মের উপর। আমরাও তো একটা প্রজন্ম, কিন্তু আমাদের স্কুল-কলেজের সময়ে আমরা এমন কিছু করতে পারিনি। ওরা পেরেছে তাই ওদের উপর দ্বিগুণ অথবা নতুন করে বিশ্বাস স্থাপিত হয়েছে। সামনে ওদের উপর আমাদের আস্থা রাখতে হবে এবং ন্যায়ের পক্ষে সবসময় অবিরত সমর্থন দিয়ে যেতে হবে। শুভেচ্ছা নেবেন।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ, রাজীব ভাই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: পরে সময় পেলে আসছি আপু।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

চঞ্চল হরিণী বলেছেন: স্বাগতম, পদাতিক ভাই। আপনার লাইক পেয়ে খুব ভালো লেগেছে। শুভকামনা রইলো।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: অত সহজে হবে কি?

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: সহজ তো নয় কোনকিছুই। শুধু মুখেই সহজে চট করে বলে ফেলা যায়। তবে অতি কঠিন একটা কাজ ইতিমধ্যেই যখন ওরা করে ফেলেছে তখন আবারও এমন বাধার পাহাড় ভাঙতে পারে বলেই বিশ্বাস করি। অনেক শুভেচ্ছা নেবেন, বিজন দা।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
একবার জাগে যে প্রাণ সেকি ঘুমায় কখনো
সময়ের প্রয়োজনে ফিরে যায় আবার ফিরবে বলে
মা মাটি মানুষের টানে
হৃদয়ের টানে
পরিবর্তনের স্বপ্নে
সুস্থ, সুন্দর, নির্মল দেশের স্বপ্নে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: দারুণ মন্তব্য করেছেন, বিদ্রোহী ভৃগু ভাই। খুব ভালো লাগলো। 'একবার জাগে যে প্রাণ সেকি ঘুমায় কখনো' আহ! কি দারুণ। জেগে থাকুক বাংলা মায়ের দামাল ছেলেমেয়েরা। অনেক অনেক ধন্যবাদ এবং একরাশ শুভেচ্ছা :)

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

রাকু হাসান বলেছেন: স্বপ্ন বাস্তব :|| হলো । বাহ :-B ,তোমার কবিতায় নজরুলের একটা গন্ধ পাই 8-|

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

চঞ্চল হরিণী বলেছেন: তুমি নিজের প্রোফাইলে প্রিয় কবির পিক দিয়ে রেখেছো বুঝি :) । মনে আছে, তুমি প্রথম আমার যে পোস্টে কমেন্ট করেছিলে সেটা ছিলো জাতীয় কবির সম্মানে লেখা । আমি তোমার প্রথম যে পোস্টে কমেন্ট করেছি সেটাও ছিল তাই ;)। স্বপ্ন এবং তাবির কি পুরোটা পড়েছো ? আমি আসলে গণক, কিন্তু কেউ বুঝলো না :P । হাহাহা। অনেক ভালো থাকো প্রিয় ভাইটি।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

এবার দুর্নীতি নিয়ে গর্জন উঠুক...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: তখন যেন শুধু জনগণ দুর্নীতিবাজ এই বলে কেউ পিছিয়ে না যায়। ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু।

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি তো সিংহ নও হরিণ! গর্জে উঠবে কীভাবে???

তাও আবার নামেই চঞ্চল হরিণী, প্রোপিক দেখে মনে হয় ভীতুর ডিম!!:P

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: আরে তোমার ইন্টার পড়ুয়া কাজিনরা গর্জে উঠবে। ওরা গর্জে উঠলে আমি হরিণও ওদের সাথে যোগ দেবো।

প্রোপিক দেখে ভীতু মনে হয়, তাহলে তো উত্তম প্রোপিক হয়েছে ;) । ভীতু ভেবে ভ্রমে থাকবে বেশী সাবধান হবে না, আর এই সুযোগে :P
তোমার বয়স মাত্র ২৫্প্লাস :|| । আমার ধারণা তাহলে ভুল হইয়াছে :P

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ তোমার বয়স মাত্র ২৫্প্লাস। আমার ধারণা তাহলে ভুল হইয়াছে।
কোথায় ভুল??
ধরো আমার বয়স ৩০বছর। তাহলে ১২+,১৮+,২২+বা২৫+বললে সমস্যা কী??B:-)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

চঞ্চল হরিণী বলেছেন: হিহি । কোন সমস্যা নাই। ১৮ প্লাস বা ২১ প্লাস বললে এমন কিছুই মনে হত না। কিন্তু সাধারণত ভিন্ন কোন সংখ্যায় যেমন ২৫ প্লাস বলাতে মনে হল ২৫ পূর্ণ হয়ে কয়েক মাস হয়েছে। যেমন কেউ বয়স ৩০ প্লাস বললে বুঝি ৩০ এর বেশী কিন্তু মোটেই ৪০ এর বেশী মনে করি না, তেমন আর কি। বুঝলাম তুমি এমন ঘুরিয়ে পেঁচিয়েই উত্তর দাও :P । তোমার বয়স তাহলে ধরলাম ৩০ বছর :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.