নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

আমাদের সন্তান ( যুগে যুগে যে আশা বাবামায়েরা করেন)

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪



আমি দেখি আমাদের সন্তান হবে এক উজ্জ্বল সকালের মত।
যেন জাজ্বল্যমান আকাশের নবীন নক্ষত্র।

উদ্গীরিত কণার মত আমাদের সন্তান হবে বিচ্ছুরিত।
নিষ্পাপ এক ফুলের মত ভীষণরকম সৌরভিত।

আমাদের সন্তান হবে দূর্বীনিত, অন্যায়ের সাথে আপোসহীন।
সেই আমাদের দেবে না পাওয়া সব উত্তম দিন।

এক রাজপুত্র খেলবে সেদিন কোলে।
যার আশাতে আজ আমাদের স্বপ্নঘড়ি চলে।
আমাদের সন্তান সেই সুসময়ের প্রতীক হবে,
যে প্রতীকে রাজ্যজুড়ে প্রেমের মিছিল রবে।

আমি দেখি শ্বেত বসনের এক আলোক শিশু আমার সন্তান হবে।
দুনিয়া কাঁপানো মেঘ-নিনাদে মা ডেকে উঠবে।
আমাদের সন্তান তার বাবার মতই হবে,
উচ্চকণ্ঠে রেগে গিয়ে পরক্ষনেই নরম ছোঁবে।

তুমি দেখো, আমাদের সন্তান এক পৃথিবী পূণ্যি বানাবে।
অন্ধজনায় দীপ জ্বেলে সে কুচ-কালোরে ঝাঁট ছানাবে।

আমি দেখি আমাদের সন্তান হবে অবিচল, হিমালয় প্রতিমূর্তি।
বাঁধ ভাঙ্গা এক উল্লাসে বজ্র দেবের ফূর্তি।

আমাদের সন্তান সব মানুষকেই ভালোবাসবে।
মানবতার স্লোগান দিয়ে চোখ পৃথিবীর পাল্টে দেবে।
আমাদের সন্তান আমার নাড়ী ছিড়ে বেরূবে বটে,
বাড়বে, খেলবে তোমার তটে।
কিন্তু বিশ্ব সন্তান সে হবেই হবে এই পৃথিবীর মলিন ঘটে।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা আপু,

বাহা! সুন্দর স্বপ্ন । দেশে এমন সন্তান নিশ্চয় জন্মাবে। আমরা তাকিয়ে থাকবো সেদিনের আশায়।।
কবিতায় ভালো লাগা । ++


শুভকামনা আপুকে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: শুভসন্ধ্যা, পদাতিক ভাই।

আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা নেবেন। এমন সন্তানের প্রত্যশাই তো যুগে যুগে সব দেশে সব সাধারণ মানুষ, নিপীড়িত মানুষজন করে থাকে। আমরাও যারা নিজেরা ব্যর্থ হই; তাকিয়ে থাকি, 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে'-র দিকে। প্রথম মন্তব্য ও প্লাসে অনেক আপ্লুত হলাম, পদাতিক ভাই। শুভেচ্ছা রইলো।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

ভ্রমরের ডানা বলেছেন:



বন্ধু,


কবিতার নির্মল আশাজাগানিয়া ভাব খুবই ভাল লেগেছে! একটি নান্দনিক পৃথিবী হোক আগামীর তরে.........


এটাই আশা, এটাই স্বপন....

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: আপনার এমন আশাজাগানিয়া মন্তব্য অনেক ভালো লাগলো বন্ধু। উষ্ণ ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রত্যাশাটা আর ব্যক্তিকেন্দিক না, একটা নতুন, আপসহীন, উজ্জ্বল সম্ভাবনার নতুন প্রজন্ম এমনই হতে হবে- এটাই সার্বজনীন প্রত্যাশা।

কবিতা ভালো লাগলো।

শুভ্র সকাল কথাটা বহুল প্রচলিত। এটা 'উজ্জ্বল সকাল' করে দেখতে পারেন। নক্ষত্রের আগে 'উজ্জ্বল' কথাটা বাহুল্য; নক্ষত্রকে আমরা উজ্জ্বল বলেই জানি। এভাবে বিশেষণ ব্যবহারে আরো নতুনত্ব আনা যায় কিনা ভেবে দেখতে পারেন।

শুভেচ্ছা।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, সোনাবীজ ভাই। আপনার মন্তব্য পড়ে 'উজ্জ্বল সকাল' করে দিলাম। আকাশের সব নক্ষত্র জ্বলন্ত কিন্তু সব নক্ষত্র পৃথিবী থেকে দেখতে উজ্জ্বল নয়, ম্লান অসংখ্য নক্ষত্র রয়েছে। কিন্তু আগের লাইনে 'উজ্জ্বল' ব্যবহার করায় এখানে পাল্টে 'নবীন' করে দিলাম।
কবিতা পাঠ ও অনুভবে সুন্দর একটি মন্তব্য করায় অনেক কৃতজ্ঞ হলাম, সোনাবীজ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১১

স্বপ্ন কুহক বলেছেন: আমার সন্তান পৃথিবীর জন্য কল্যান বয়ে আনুক এটাই সব বাবা মায়ের কাম্য হওয়া উচিত ।

লেখায় মানবিক দিক বালো লাগলো

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১১

চঞ্চল হরিণী বলেছেন: "আমার সন্তান পৃথিবীর জন্য কল্যান বয়ে আনুক এটাই সব বাবা মায়ের কাম্য হওয়া উচিত ।" খুব সুন্দর একটি মন্তব্য করেছেন, স্বপ্ন কুহক। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

বলেছেন: প্রায় প্রত্যেকটি বাবা মায়ের জীবনের শেষ ইচ্ছা হয় “ মৃত্যুর আগে যেন আমার ছেলে মেয়েদের সুখি দেখে যেত পারি ।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

চঞ্চল হরিণী বলেছেন: “ মৃত্যুর আগে যেন আমার ছেলে মেয়েদের সুখি দেখে যেত পারি "- হ্যাঁ, একদম ঠিক বলেছেন, সব বাবা-মা তাই চায়। কিন্তু সন্তানদের জন্য একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে যাওয়া বাবা মায়েরই দায়িত্ব।
কবিতা পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ, লতিফ ভাই। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

সনেট কবি বলেছেন: কবি চঞ্চল হলেও কবিতা শান্তশিষ্ট।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৫

চঞ্চল হরিণী বলেছেন: হাহা, আপনার মন্তব্য যেন আমাকে আরও শান্ত করে গেলো :) । অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা নেবেন সনেট কবি ভাই। আর শুভকামনা তো অবশ্যই :)

৭| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: রাজনৈতিক ম্যান্ডেটের মত লাগল লেখাটা!

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ২:১০

চঞ্চল হরিণী বলেছেন: হায় হায় কি বলেন :D । এমন লাগাটা ভালো হল না মন্দ তা অবশ্য বুঝতে পারছি না :P । যাইহোক, যেমনই লাগুক, কারো লাগালাগির উপর তো কিছু করার নাই ;) । এমন একটু ব্যতিক্রমী অনুভবের জন্য সাধুবাদ জানাই, আরণ্যক রাখাল ভাই। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন :)

৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৬

বাকপ্রবাস বলেছেন: আমাদের ছেলেরা জ্বালিয়ে দিক আলো
যে আলোতে পৃথিবীর মুছে যাবে কালো।
-
ভাল লেগেছে কবিতার আকাঙ্খা।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৫

চঞ্চল হরিণী বলেছেন: চমৎকার একটি মন্তব্য করেছেন। আপনার মন্তব্যটা আমার ভীষণ ভালো লাগলো, বাক প্রবাস ভাই। ঠিক এমন একটা আকাঙ্ক্ষাই এই কবিতায় প্রকাশ করতে চেয়েছি। কুর্নিশ আপনাকে।

ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাল লাগল। মানুষ সামজিক জীব, একা বাস করতে পারে না।
পারিবারিক বন্ধনে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সহযোগিতা, দরকার।
অনেক সুন্দর অনেক ধন্যবাদ।
...................................................................................................................................................................

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩১

চঞ্চল হরিণী বলেছেন: আমি ভাবতেই পারিনি এখন এই লেখায় কারো মন্তব্য পাবো। সাধারণত সন্তান নিয়ে সবার চাওয়াটা ঈশ্বরী পাটনির মত ' মা, আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'র মত হয়, কিন্তু আমার চাওয়াটা কেমন আলাদা হয়ে গেলো, তার কারণ ঠিক সেটাই যা আপনি বললেন, মানুষ সামাজিক জীব, একা বাস করতে পারে না। সমাজের অবস্থা খারাপ হলে আমার সন্তান ভালো থাকবে না কিছুতেই। লোভী, স্বার্থান্ধ হলে হয়তো অসৎভাবে দুধে-ভাতে থাকতে পারে, কিন্তু সে তো তখন আর মানুষ থাকবে না।

আপনার মন্তব্যটা পেয়ে আমার মন অনেক ভালো হয়ে গেলো, স্বপ্নের শঙ্খচিল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি। নির্মল একটা মন নিয়ে অনেক ভালো থাকুন। শুভেচ্ছা।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ প্রসঙ্গে আমার সর্বশেষ টপিক টা পড়ে আসুন
আপনার অংশগ্রহন আমার কাম্য
....................................................................................................................................................................

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৮

চঞ্চল হরিণী বলেছেন: মাত্রই পড়ে একটা মন্তব্য রেখে এসেছি, স্বপ্নের শঙ্খচিল । আরেকবার এসেছেন বলে আমার অনেক ভালো লেগেছে :)

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

রাকু হাসান বলেছেন:


হুররে =p~ B-) রাকু চলে আসলো ,সোজা বোনের কাছে । ঈদের ছুটির পর সামুতে এসে, প্রথম তোমার কবিতা পড়ছি । :-B

কবিতায় যে ভাবনার সন্তানের কথা বলেছো ;তাঁকে একটু কল্পচোখে দেখার চেষ্টা করলাম ,অসম্ভব রকমের ভাল লাগলো । এমন টা হলে খুব ভাল ব্যক্তিত্ব সম্পন্ন হবে । সমাজ,রাষ্ট্র ,পরিবার সহ সবাই গর্ব করার মত। স্বপ্নঘড়ি শব্দটি ভাল লাগলো ।

‘‘অন্ধজনার দীপ জ্বেলে সে কুচ-কালোরে ঝাঁট ছানাবে’’ হুম চমৎকার লাগছে । শেষ লাইনে আশাবাদী ,ইতিবাচক একজন কবিকে পেলাম । :-B কবিতায় মানব প্রেম দেখলাম তোমার ।থাক, আরও লিখতাম ,পরে ভুল হলে ,ধমক খায় যদি #:-S

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০২

চঞ্চল হরিণী বলেছেন: আমার ভাই একদম মনের মত মন্তব্য করেছে। একদম ঠিক ঠিক সেই প্রখর ব্যক্তিত্বসম্পন্ন মানুষের কথাই যে আমাদের সন্তান হিসেবে বলা হয়েছে তুমি বুঝতে পেরেছো। আমার যে কি ভালো লাগলো এই মন্তব্যটা বলে বোঝাতে পারছি না। অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাইটির জন্য। খুব মিস করেছিলাম তোমায়। :) :) :-B !:#P

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৪

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, রাজীব ভাই। আপনার ছবি ব্লগ ঘুরে এসেছি। খুব ভালো লেগেছে। শুভকামনা আপনার ও সুরভী ভাবীর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.