নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২



২০৫০ সাল। পৃথিবীর সব ভাষা থেকে, সব ডিকশনারি থেকে 'বিশ্বাস' শব্দটি তুলে দেয়া হয়েছে। প্রযুক্তির এত চরম উৎকর্ষের সময় ‘বিশ্বাস’ নামক শব্দটি থাকতে পারে না। সবকিছুই এখন তথ্য প্রমাণ নির্ভর। প্রমাণ ছাড়া মানুষ কিছুই গ্রহণ করে না। পৃথিবীর মানুষের অহেতুক ফালতু আবেগও আর নেই। একেবারে ২+২=৪ গণিতের মত কংক্রিট প্রামাণিক সমাজ ব্যবস্থা করতে যাচ্ছে মানুষ। তাই বিশ্ব মোড়লদের এই সিদ্ধান্ত সবাই বিনাবাক্যে মেনে নিয়েছে। তো এই সিদ্ধান্ত নেয়ার সপ্তাহখানেক পরে বাংলাদেশের একটি আধুনিক গ্রামে সরকারি রিলিফ দিতে অত্যন্ত সৎ একজন মানুষ এসেছেন ইউনিয়ন পরিষদ অফিসে। তিনি অত্যন্ত বিজ্ঞান মনস্ক এবং যুক্তি সম্মত মানুষ। সঠিক তথ্য প্রমাণ ছাড়া একদম কিছু করেন না। সেখানে রিলিফ নিতে আসা লোকজন সারিবেধে দাঁড়িয়ে ছিল। একজন ঢুকলো অফিসে।

-তোমার নাম কি ?
-রবিউল ইসলাম।
-তোমার নাম যে এটা তার প্রমাণ কি?
-এই যে আমার জন্মসনদ।
-জন্মসনদ তো ভুয়া বানানো যায়।
-তাহলে চলেন স্যার, এই যে পাশেই আমার বাড়ি, আমার মা বাবাকে জিজ্ঞেস করবেন।
-তোমার মা বাবা সত্য বলবেন তার নিশ্চয়তা কি? তাছাড়া তুমি যে তাদের সন্তান তারই বা প্রমাণ কি?
-কি যে বলেন, আমাদের আশেপাশের সব প্রতিবেশীকে জিজ্ঞেস কইরা দেখেন।
-তুমি যে সব প্রতিবেশীকে হাত করে রাখোনি তার নিশ্চয়তা কি? আর প্রতিবেশীরা কিভাবে প্রমাণ দেবে যে তুমি তাদেরই সন্তান।
-আশ্চর্য! আপনার যখন এত সন্দেহ হইতেছে তখন চলেন ডিএনএ টেস্ট করাই। এরপর তো আপনার আর সন্দেহ থাকবে না।
-ডিএনএ টেস্ট যে ডক্টর করবেন তিনি যে সত্য রিপোর্ট দেবেন তার প্রমাণ কি? তুমি তো তাকে হাত করে রাখতে পারো। আবার নতুন মেশিন কেনার টাকা খেয়ে নষ্ট মেশিন দিয়েই তারা রিপোর্ট দিয়ে দেয় কিনা তারও তো নিশ্চয়তা নেই।
-এমন কেন ভাবছেন, মেশিন নষ্ট না ভালো তা প্রমাণ করা যাবে। আপনি নিজেও টেস্ট করতে পারবেন।
-ধরো আমি নিজেই করলাম, তাতেও তো এটা প্রমাণ হয় না যে তোমার নাম ‘রবিউল’ রাখা হয়েছিল।

রবিউল আর ভেবে পেলো না কিভাবে সে প্রমাণ করবে তার নাম যে রবিউল। একইরকম সন্দিহানে সেখানে উপস্থিত আর কারো পরিচয়ই প্রমাণ করা গেলো না। এমন হতবিহবল ঘটনার সম্মুখীন হতে হবে তারা কোনদিন ভাবেইনি। রবিউলের ছেলে সজীব মাঠে খেলছিল। সে এসে জিজ্ঞেস করলো, আব্বা বাড়িত যাইবা কখন? রবিউল ছেলের দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, আমি যে তোর আব্বা এইডার প্রমাণ কি? সজীব ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। সে যেন বুঝতেই পারছে না প্রশ্নটার মানে কি? আশেপাশের সবাই এই প্রশ্ন শুনে এগিয়ে এলো। এক ঝলক একে অপরের মুখের পানে চাইলো তারা, মুহূর্তেই যেন বিদ্যুৎ খেলে গেলো সবার মাথায়। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠলো ‘পৃথিবীতে সবকিছু প্রমাণ করা যায় না, সবকিছুর ১০০ভাগ নিশ্চয়তা দেয়া যায় না। মানুষের উপর বিশ্বাস রাখতেই হবে। যে ‘বিশ্বাস’ শব্দটিকে ভাষা থেকে উঠিয়ে দেয়া হয়েছে তা ফিরিয়ে আনা হোক। সবকিছু প্রমাণ করতে করতে একটা সময় বিশ্বাসে এসে আমাদের থামতেই হবে, বিশ্বাসকে আঁকড়ে ধরতেই হবে। এর ওপাশে যাওয়ার আর কোন সুযোগ নেই। তা নাহলে আমাদের জীবন স্থবির হয়ে পড়বে। সমাজ সৃষ্টিই হয়েছিলো মানুষের একে অপরকে বিশ্বাসের উপর। যতই উন্নতি হোক, তথ্যপ্রমাণ, যুক্তি ও প্রযুক্তির সম্ভার বাড়ুক তবুও দাঁড়িয়ে থাকতে হবে বিশ্বাসের উপরেই। মানুষের সাথে মানুষের সম্পর্ক যৌক্তিক, গাণিতিক, প্রাযুক্তিক নয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক আবেগিক ও মানবিক’। সরকারি অফিসার একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ দেশের সুপ্রিম পর্যায়ে বার্তাটি পাঠিয়ে দিলেন। এদিকে লোকজন সবাই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি জানিয়ে দিলো। খুব দ্রুতই ভাইরাল হয়ে গেলো সেটি। সপ্তাহখানেকের মধ্যেই বিশ্ব মোড়লরা আবার আলোচনায় বসতে বাধ্য হলেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
দোষটা কাদের। আমাদেরও।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

চঞ্চল হরিণী বলেছেন: হ্যাঁ, দোষ অবশ্যই আমাদের। মানে মানুষের। মানুষের সাথে মানুষের বন্ধন কেমন হওয়া উচিত, কোন কোন মূল্যবোধের চর্চা করা উচিত, বিলাসিতার কোথায় লাগাম ধরা উচিত সব যেন মানুষ ভুলে যাচ্ছে দিন দিন।

প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, স্রাঞ্জি সে। শুভকামনা :)

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

বলেছেন: গাহি সাম্যের গান
বিশ্বাসের চেয়ে
বড় কেহ নাই
নহে কিছু মহিয়ান।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১১

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ, লতিফ ভাই। মনে পড়ে গেল,'সবার উপরে মানুষ সত্য তাঁহার উপরে নাই'। অসংখ্য শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

রাকু হাসান বলেছেন:


হাহহাহাহা B-) রবিউল ভাই কে প্রশ্নবানে আউলাঝাউলা বানিয়ে দিছে ,তাই ছেলে কে জিজ্ঞেস করে ,আমি তো আব্বা সেটার প্রমাণ কি? =p~
কাল্পনিক হলেও বাস্তবতার কথা বলেছে ,লেখাটি । শেষে শব্দ ফিরিয়ে আনছে তো ,সেটাই অনেক :-B । আমরা বিশ্ব মোড়লেদের প্রভাবিত করতে পারি ;)

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

চঞ্চল হরিণী বলেছেন: হাহা, হুম :D । তবে রবিউলের মাথা আউলা ঝাউলা করার চেয়েও বড় বিষয় এই যে, যেতে যেতে একদম শেষ প্রান্তে গিয়ে হলেও কোন না কোন একজনের উপর বিশ্বাস রাখতেই হবে।

যেই সংকটে বিশ্ব মোড়লরা নিজেরাও পড়ে যায় সেই সংকটে তারা প্রভাবিত হয় বৈকি ;) । সুন্দর একটি মন্তব্য করেছে ভাইটি :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো অনেক।


শুভকামনা চিরন্তন

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০

চঞ্চল হরিণী বলেছেন: এই প্রথম আপনার মন্তব্য পেলাম। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো লাগা জানানোতে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে :)

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: বিশ্বাস শব্দটাই নেতিবাচক। যেখানে সন্দেহের অবকাশ আছে, সেখানেই বিশ্বাস শব্দটা আসে।
লেখাটা ভাল হয়নি। আপনার সাথ একমত নই বলে নয়, লেখার স্টাইল ভাল লাগেনি

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্যটা এমন হল, 'ভালো' শব্দটা নেতিবাচক, 'মন্দ' আছে বলেই 'ভালো' আছে। 'সত্য' শব্দটা নেতিবাচক, 'মিথ্যা' আছে বলে 'সত্য' আছে। 'জীবন' শব্দটাই নেতিবাচক, 'মরণ' এর অবকাশ আছে বলেই 'জীবন' শব্দটা আসে। এভাবে কি নেতিবাচক আর ইতিবাচক বিচার করা যায় ? এভাবে চিন্তা করলে যা কিছু বর্তমানে ইতিবাচক তার সবকিছুই নেতিবাচক হয়ে যায়।

পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ, আরণ্যক রাখাল। শুভকামনা।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা। ২০৫০ সাল আমি থাকবো না, তবে আমার পুত্র থাকবে। ঠিক যেমন আমি আছি আমার বাবা নেই। আমার বাবা ছিল, তখন আবার ছিলনা আমার দাদা। ঠিকই তো সব শোনা কথা। তাহলে করি কী। ছোটো বেলায় বিলের জীবনী পড়ে জেনেছিলাম, নিজে চোখে না দেখলে কোনও কিছু বিশ্বাস করবি না। তাহলে আজ য়াই কোথায়। দূর ছাই! মাথা তালগোল পাকিয়ে গেল। একটা গান শুনেছিলাম,

আউল বাউল লালনের দেশে
মাইকেল জ্যাকসন আইলো রে
সবার মাথা খাইলো রে।

আজ আমার মাথা বাস্তবিকই গেছে আপু।


শুভেচ্চা নিয়েন।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: কে জানে, দাদা। থাকতেও তো পারেন। আসলে আমাদের সমাজে নির্ধারণ করা হয়নি কোন কোন বিষয়গুলো যুক্তি ও প্রমাণ সাপেক্ষে বিশ্বাস করা উচিত এবং কোনগুলো নয়। বিষয়গুলো নির্ধারণ করা খুব সহজও নয়। তবে একটা ব্যাপার যেটা, মানুষের সাথে মানুষের সম্পর্ক কোনভাবেই শুধুমাত্র প্রমাণ ও যুক্তিনির্ভর হতে পারে না। 'মানুষ সমাজবদ্ধ প্রাণী' এই বিষয়টাই তাহলে ভেঙ্গে পড়ে। বিশ্বাস, আস্থা, ভরসা এই বিষয়গুলো এক পক্ষ করে এবং আরেক পক্ষকে তা রাখতে হয়। অথচ মানবিক মূল্যবোধের এই অন্যতম, অত্যাবশ্যকীয় বিষয়টি ভুলে গিয়ে মানুষ দিন দিন সন্দেহবাতিকতার চর্চা করছে আর অকাট্য প্রমাণ খুঁজছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দিয়ে সব নিশ্চিত হতে চাইছে। এটা মানুষের জন্য অত্যন্ত অপমানের, বেদনার এবং ভাঙ্গনের।

আপনার গানটা পড়ে গেয়ে উঠে আমিও মজা পেলাম, পদাতিক ভাই। হাহা =p~ । শুভকামনা নেবেন।

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

লায়নহার্ট বলেছেন: {বিশ্বাস বেঁচে থাক}

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: লায়নহার্টকে আমার ব্লগে এই প্রথম পেলাম। স্বাগতম :)

মানুষ বেঁচে থাকলে বিশ্বাসকে বেঁচে থাকতেই হবে। একে ছাড়া বেঁচে থাকার কোন উপায় নেই। অতি প্রযুক্তিবাদী মানুষদের উপলব্ধি হওয়া দরকার শুধু। ধন্যবাদ ও শুভকামনা, লায়নহার্ট।

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিছু কিছু বিশ্বাসের কাছে যুক্তি হয়ে পড়ে অচল ....

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: কিছু কিছু বিষয় কোনভাবেই যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না। কারণ এগুলো মানবিক, আবেগিক।

কতদিন পর পাঠকের প্রতিক্রিয়ার সাথে কথা বলছি ! খুউব ভালো লাগলো। :>

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০

মুন্না ফকির বলেছেন: বাহ অকাট্য যুক্তি,
ভালো লেগেছে অনেক।

শুভকামনা জানাবেন ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১

চঞ্চল হরিণী বলেছেন: আমার ব্লগে স্বাগতম, মুন্না ফকির :)

আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে গেলো। অনেক অনেক ভালো থাকুন। ধন্যবাদ ও শুভকামনা :)

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তোমার লেখায় জাগলো বিবেক
কথায় কথায় দেখালে আলোক
তোমার কথায় তোমার প্রান
মানবতার তরে বিশ্বাসের জয় গান ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

চঞ্চল হরিণী বলেছেন: দারুণ সুন্দর একটি মন্তব্য করেছেন। অনেক অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম।

ভীষণ ভালো থাকুন, স্বপ্নের শঙ্খচিল। অনেকগুলো ধন্যবাদ ও শুভকামনা :)

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২২

টুটুল বলেছেন: রবি ঠাকুরের সভ্যতার সংকট পড়েননি? সেখানে উনি বলেছেন, "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ...।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: 'সভ্যতার সংকট' পড়িনি, কিন্তু বাক্যটা আমি জানতাম ভাই। পাপ, পুণ্যের কথা আমি বলতে চাই না। বরং দেখাতে চাই, বিশ্বাসের অত্যাবশ্যকীয়তা।

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ব্লগে স্বাগতম। শুভকামনা :)

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০

চাঙ্কু বলেছেন: বিশ্বাস , আবেগ, ভালুবাসা, এইগুলা পৃথিবী এআই কন্ট্রোলড হওয়ার আগ পর্যন্ত থাকপেই।
তবে ২০৫০ এই পোষ্ট পড়ে আবার কমেন্টামুনে! তখন দেখপ বিশ্বাস আছে কিনা!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা। অথচ দেখুন বিজ্ঞান ও প্রাযুক্তিক মানুষ আবেগ, বিশ্বাস এসব মানে না। তবে এআই মানে কি বুঝলুম না।
আমার এই লেখাটা অনুভব একটি শক্তি পড়ার জন্য আপনাকে জোর অনুরোধ করছি।

আমিও ২০৫০ এ আপনাকে আবার এই পোস্টে দেখারা অপেক্ষায় থাকলুম, চাঙ্কু ভ্রাতা :D

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

বাকপ্রবাস বলেছেন: মজা পেলাম বেশ!!

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা..........

আউল বাউল লালনের দেশে
মাইকেল জ্যাকসন আইলো রে
সবার মাথা খাইলো রে।

আজ আমার মাথা বাস্তবিকই গেছে আপু।


শুভেচ্চা নিয়েন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: হাহা। অসংখ্য ধন্যবাদ, বাকপ্রবাস ভাই।

তাহলে পদাতিক ভাইয়ের জন্য করা উত্তরটাও আপনাকে দেয়া যেতে পারে। কিন্তু দিলাম না। আপনি তো আপনিই ;)
শুভেচ্ছা রইলো :)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: দারুন লিখেছেন আপু । মজা পেলাম পড়ে। হা আপু, কথা সত্য এখন কোন কিছুকে আর বিশ্বাস করা যায়না।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: কথার ফুলঝুরি আপুকে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার প্রোফাইল পিকটা আমার যা পছন্দ ! :#)

পড়ে মন্তব্য করেছেন বলে এত্তগুলা ধন্যবাদ নেবেন আপু। আর সাথে বিশাল শুভকামনা :)

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার লেখার ভাষা প্রাঞ্জল, লিখুন নিজের জন্য ।।

আপনাকে উৎসর্গ করে সামান্য একটি লেখা: - Click This Link

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাই, ঠাকুরমাহমুদ ভাই। আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দিলো। নিজের তাড়না থেকেই আমার লেখার শুরু। লিখে শান্তি পাই এটাই বড় পাওয়া।

আপনার লেখাটা পড়তে যাচ্ছি। ধন্যবাদ ও শুভকামনা নেবেন।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ;)
গল্পটি পুরাই science fiction এর মতো স্বাদ পেলাম। ;)



শুভকামনা রইল আপু।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: আহা কতদিন পর আপনাকে পোস্টে পেলাম ! কি দারুণ এক মন্তব্যে মন ভরিয়ে দিলেন ! B-)

আপনার শূন্যতা অনুভব করছিলাম। অনেক ভালো লাগছে এখন আপনাকে দেখে। অনেক অনেক ভালো থাকুন এবং অনেকগুলো শুভেচ্ছা নেবেন, শাহরিয়ার কবির :)

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৭

চাঙ্কু বলেছেন: এআই মানে Artificial intelligence এর কথা বুঝাইছিলাম।
আপনার গল্পটা পড়ে দেখুমনে।

২০৫০? বেশী দেরিতো আর নাই।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

চঞ্চল হরিণী বলেছেন: ও আচ্ছা, এখন বুঝলাম :P

ওইটা আসলে গল্প না। আমার একটা হাইপোথিসিস বলতে পারেন :-B । আমার মনে হয় আপনি পড়লে খুব ভালো একটা মন্তব্য পাবো। তাই অনুরোধ আবার করলাম।

আরেকবার আসার জন্য অনেক ধন্যবাদ, চাঙ্কু ভায়া :)

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৫

আরোগ্য বলেছেন: আসলে ভবিষ্যতের কথা ভাবতেই ভয় হয়,।নিজের চেয়ে বেশি নিজের উত্তরসূরীদের জন্য। মানুষ দিনকে দিন যত ডিজিটাল হচ্ছে ততই অমানবিক হচ্ছে। খুবই দুঃখজনক!

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যটি এত দেরি করে দেখার জন্য দুঃখিত, আরোগ্য। আপনি খুব ঠিক কথা বলেছেন। নিজের চেয়ে বেশি নিজের উত্তরসূরিদের জন্য ভয় হয়। মানুষ তো একটা মানবিক পৃথিবীই চাইতে পারে। কিভাবে যে সেই পরিস্থিতির উত্তরণ ঘটবে জানা নেই আমার, জানা নেই বোধহয় কারোরই। দেরির জন্য আবারও দুঃখ প্রকাশ করে আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.