নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুনু আলী

আজ যে শিশু পৃথিবীর আলো দেখেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই

রুনু আলী

আজ যে শিশু পৃথিবীর আলো দেখেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই

রুনু আলী › বিস্তারিত পোস্টঃ

"বেসম্ভব ঠাণ্ডা" এবং "শিরম পরিস্কার" নিয়ে কিছু কথা

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে “রবি মোবাইল নেটওয়ার্কের” দূরশিক্ষণের একটি বিজ্ঞাপন দেখছি। আমার কাছে বিজ্ঞাপনটি ক্ষতিকারক মনে হয়েছে। যেমন-

একটি শিশু পানি থেকে উঠে বলছে “ইটস কুল” শিক্ষক জিজ্ঞাসা করছেন, কুল মানে? একটি শিশু উত্তর দিচ্ছে “বে-সম্ভব ঠাণ্ডা” আবার ইদানিং এটি বদলিয়ে বলা হচ্ছে “ক্লিন” মানে? উত্তর আসছে “পরিস্কার” আর “ভেরি ক্লিন” মানে? উত্তর আসছে “শিরকম পরিস্কার”। এই বে-সম্ভব এবং শিরকম শব্দ দুটি অভিধানিকভাবে কুল এবং ভেরি ক্লিন এর অর্থ হয় কি না রবি কর্তৃপক্ষ ভাল জানেন। আমার ক্ষুদ্র জ্ঞানে এটি অশুদ্ধ। টেলিভিশন মিডিয়া হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। এর বিজ্ঞাপন সহজেই কোমলমতি শিশুদের উপর প্রভাব বিস্তার করে। কাজেই ইংরেজি শব্দের অশুদ্ধ অর্থ এভাবে প্রচার করা সমিচিন নয়।

ধরাযাক, শিশু যে বয়সের শিশুদের বিজ্ঞাপনে দেখানো হয় তাতের বিদ্যালয়ের পরিক্ষায় যদি কুল এবং ভেরি ক্লিন শব্দের অর্থ লেখতে দেয় পরিক্ষার্থী যদি বে-সম্ভব ঠাণ্ডা আর শিরকম পরিস্কার লেখে আসে তবে শিক্ষক তাকে একটি অশ্বডিম্ব দিবে। শিশুর অনুকরণ প্রিয়। কাজেই সে এ ভুল পরীক্ষার খাতাতেও করতে পারে। তখন কি রবি কর্তৃপক্ষ তার নাম্বার টি দিয়ে আসবেন। আবার যদি Very Good এর অর্থ কোন শিশু শিরম ভাল লিখে আসে তার দায়িত্ব কি রবি কর্তৃপক্ষ নেবেন? কাজেই শিশুদের বিভ্রান্ত না করে সঠিক শিক্ষা দিন। এদেশে নানা বিভ্রান্তি চলছে। কাবাশরিফের গিলাফ বদলের ছবিকে ক্বাবা শরিফের আলেম দের মানববন্ধন বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এখন শিক্ষা ক্ষেত্রে যদি শিশুদের শব্দার্থের বিভ্রান্তির মধ্যে ফেলা হয়, তবে জাতি হিসেবে আমরা শুধু বিভ্রান্তিতেই ভুগতে থাকবো।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, আশা করি রবি কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

আলাউদ্দীন বলেছেন: শিরাম লিখছেন।

৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: শুধুমাত্র আভিধানিক গন্ডিতে আবদ্ধ থাকা কোন কাজের কথা না। একই কথা পরীক্ষায় নাম্বার পাবার ক্ষেত্রেও। আপনের পুস্ট কুপাকুপি হইছে!

৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাইয়া এত সামান্য বিষয়ে সিরিয়াস হইলে তো অল্প বয়সেই স্ট্রোক করবেন

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

রুনু আলী বলেছেন: নষ্ট ছেলে এবং নাস্তিক হয়েও যখন স্ট্রোগ বা হার্ট এ্যাটাক হয় নি, তখন দায়ের কোপ ছাড়া মরবো না

৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

আহলান বলেছেন: এতো সিরিয়াস হলেন এই বিজ্ঞাপনেই? আর যখন জয়া হাসান সেন্ডেলিনা গায়ে ঘসে ক্যামেরার সামনে, রেক্সোনা ডিউড্রেন্ট এ যখন নারী তার বগল উচু করে দেখায় গন্ধ শোকার জন্য, এটম খেয়ে ছলনার আ্শ্রয় নিতে চাপার জোর বাড়াতে বলে, এসব থেকে আপনার আমার সন্তানরা কি ভালো কিছু শিখছে? ওটা তো একটা ফান এড .... হুদাই ক্যাচাল ...

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

রুনু আলী বলেছেন: উদাহরণ স্বরূপ একটি তুলে ধরেছি। আবারো বলছি, শিশু অনুকরণ প্রিয়। শিশুর উপর প্রভাব ফেলে এধরণের বিজ্ঞাপন সবগুলোই বন্ধ হওয়া প্রয়োজন। ফান এড যখন বান হয়ে বিধবে তখন আর উপায় থাকবে না

৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

পাগলামৃদুল বলেছেন: শিরাম পরিষ্কার কথা। :)

৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

বিক্ষত বলেছেন: বেসম্ভব শিরকম কথা বুলিছেন

৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

অণুষ বলেছেন: আহলান ভাই আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম।

৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

তিক্তভাষী বলেছেন: লেখক বলেছেনঃ "যদি শিশুদের শব্দার্থের বিভ্রান্তির মধ্যে ফেলা হয়, তবে জাতি হিসেবে আমরা শুধু বিভ্রান্তিতেই ভুগতে থাকবো। "


Who told you? Oil your own machine!

=p~ =p~ =p~

১০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

শরিফ নজমুল বলেছেন: ভাইরে সামনে দিয়ে হাতী চলে যায় কেউ দেখে না.....পিছনের দিক যাওয়া উকুন বাছবার সময় কার আছে?

আহলান বলেছেন: এতো সিরিয়াস হলেন এই বিজ্ঞাপনেই? আর যখন জয়া হাসান সেন্ডেলিনা গায়ে ঘসে ক্যামেরার সামনে, রেক্সোনা ডিউড্রেন্ট এ যখন নারী তার বগল উচু করে দেখায় গন্ধ শোকার জন্য, এটম খেয়ে ছলনার আ্শ্রয় নিতে চাপার জোর বাড়াতে বলে, এসব থেকে আপনার আমার সন্তানরা কি ভালো কিছু শিখছে? ওটা তো একটা ফান এড .... হুদাই ক্যাচাল ...

১১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো বলেছেন। আসলে দিন দিন মানুষ শিক্ষনীয় ব্যাপারগুলো থেকে সরে আসছে। কোন কাজ করলে কার উপর কি প্রভাব পড়বে সেটা দেখার প্রয়োজনবোধ করেনা।

১২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

দিশার বলেছেন: সব্দ দুইটা খুবই সুন্দর . দোষ এর কিছু দেখিনা, ভাষা চলন্ত নদীর মত। একে আটকে রাখা যায় না .

১৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সিরাম অচাম পোস্ট হইছে।

১৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

নাঈম বলেছেন: শিরম বেসম্ভব দর্কারী কথা লিখেছেন ব্রাদার.....

১৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

মুহাম্মদ ফয়সল বলেছেন: দিশার বলেছেন: সব্দ দুইটা খুবই সুন্দর . দোষ এর কিছু দেখিনা, ভাষা চলন্ত নদীর মত। একে আটকে রাখা যায় না
সহমত

১৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

িট.িমম বলেছেন: এই রকম বে-সম্ভব গভেশনার জন্য আপনার নাম নোবেল প্রাইজের জন্য মনোনয়ন করার জন্য আহবআন করবো।

১৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

সোহানী বলেছেন: প্রত্যাবর্তন@ বলেছেন: ভাইয়া এত সামান্য বিষয়ে সিরিয়াস হইলে তো অল্প বয়সেই স্ট্রোক করবেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

সামি আদনান বলেছেন: Who told you? Oil your own machine!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.