![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যে শিশু পৃথিবীর আলো দেখেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই
সেদিন আমি কাকরাইলে
হাঁটতেছিলাম একা,
হঠাৎ শুনি বাঁশির আওয়াজ
রাস্তা পুরো ফাঁকা।
দুই ধারেতে পথচারী
দাঁড়িয়ে আছে সবে,
একটু পরে এ পথ দিয়ে
ভিআইপি এক যাবে।
কি আর করা দাঁড়িয়ে আছি
গুণছি শুধু ক্ষণ,
কখন হবে মুক্ত এপথ
চলবে জনগণ।
চতুর্দিকের রাস্তাগুলোয়
লেগেছে যানজট,
বৃদ্ধ-শিশু বাসের †ভতর
করছে যে ছটফট।
খানিক পরে আসলো ছুটে
কালো একটি গাড়ি,
ভিআইপি সাব চলে গেলেন
হাত খানি তার নাড়ি।
একটি মানুষ যাবার তরে
রাস্তা লাগে ফাঁকা,
যানজটেতে লক্ষ মানুষ
অবাক চেয়ে থাকা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
raselabe বলেছেন: এই আমাদের বাংলাদেশ,,,,