নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
সুমাইয়া,
কেমন আছো তুমি? নিশ্চয়ই খুব ভালো? আমি মোটেই ভালো নেই। তোমার কথাই মনে পড়ে অহর্নিশ। যে কথা মুখে বলতে পারি না, সে কথাই লিখে যাই সঙ্গোপনে।
কাওসারকে কি তুমি চিনতে? মরচী গ্রামে বাড়ি? তোমার বড়ো বোনের বন্ধু শারফিনের সাথে তোমাদের বাড়ি বেড়াতে গিয়েছিল। ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? খুব জানতে ইচ্ছে করে! ও কিছু খুদেবার্তা দেখিয়েছিল আমাকে, যেগুলো নাকি তোমার লেখা ছিল! ওগুলো দেখে আমার মনে হয়েছিল কাওসার সত্যিই বলেছে। কিন্তু সেদিন মজনু যখন বলল, ওগুলো সর্বৈব মিথ্যে, আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। এ কী করে সম্ভব? মজনুকে তুমি চেনো। আমাদের সাথেই পড়ত। মজনু বলল, তুমি আমাকেই পছন্দ করতে। সবাই যখন তোমাকে নিয়ে জল্পনা-কল্পনা করত, তোমার পিছে ঘুরত; তুমি কাউকেই পাত্তা দিতে না। মজনুর কথা আমার বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে পছন্দই করতে, তাহলে কেন বলোনি? তুমি তো জানতেই আমি অন্তর্মুখী স্বভাবের ছিলাম।
তুমি কাওসারের সাথে সম্পর্কে জড়িয়েছো ভেবে মনের কষ্টগুলোকে চাপা দিয়ে রেখেছিলাম। তোমাকে ভালো লাগার কথা মুখ ফুটে বলতে পারিনি কখনোই। তুমি যদি একবার আমাকে মনের কথাটা বলতে আমি দ্বিধা না করেই রাজি হয়ে যেতাম। তুমি জানো না কলেজ জীবনের দুটো বছর আমি কীভাবে কাটিয়েছি। আমার কত যে সময় কেটেছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়! বৃহস্পতিবার এলেই বুকটা কেমন যেন চিনচিন ব্যথায় কঁকিয়ে উঠত শুক্রবার দিন তোমাকে দেখতে পাব না ভেবে। তুমি কোন টেম্পো দিয়ে আসবে, সে টেম্পোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। টেম্পোতে তোমার সাথে কখনও কথা হতো না; অন্তত একসাথে বসে যেতে তো পারতাম। এই বা কম কীসে! কলেজ শেষে তুমি কখন টেম্পোস্ট্যান্ডে আসবে, সেজন্য অপেক্ষা করতাম। একদিন চার ঘণ্টা অপেক্ষা করেছিলাম। তুমি যে কখন চলে গিয়েছিলে, টেরই পাইনি।
কলেজে টেস্ট পরীক্ষা দিয়ে ভালুকায় চলে এলাম প্রস্তুতি কোচিং করতে। মনির স্যার তোমাকে গন্তব্য আর আমাকে উত্তরণে ভর্তি করালেন স্যারের সুবিধার্থে। কারণ, তিনি দুটোতেই ক্লাস নিতেন। আমার খুব কষ্ট লেগেছিল। তোমাকে দেখা ছাড়া থাকা সত্যিই খুব কঠিন ছিল আমার জন্য। কিন্তু কিছু করারও ছিল না। একদিন শুনলাম রানা নামের এক বখাটের সাথে তুমি প্রেম করছো। আমি বিশ্বাসই করিনি। বিশ্বাস করেছিলাম সেদিন, যেদিন স্বচক্ষে ভালুকা ডিগ্রি কলেজের সামনে তোমাদের দেখেছিলাম। রিকশায় করে যাচ্ছিলে তোমরা। আমাকে দেখে রিকশার হুড তুলে দিয়েছিলে তুমি। রানা নাকি একদিন তোমাকে জোর করে...! যার কারণে তোমার পড়ালেখা একবছর পিছিয়ে যায়। মজনু বলল, আমার অবহেলার কারণেই তুমি..! মজনু আবার এও বলল, রানা তোমাকে বাধ্য করেছিল ওর সাথে সম্পর্কে জড়াতে।
বেশ কয়েকমাস হলো তুমি আমার ফেসবুক ফ্রেন্ড। কলেজ জীবনের দু’বছরে যে পরিমাণ কথা বলা হয়নি, এই কয়েক মাসে তারচেয়েও অনেক বেশি কথা হয়েছে তোমার সঙ্গে (চ্যাট এ)। কিন্তু তোমার প্রতি আমার অনুরাগের কথা এখনও বলা হয়নি। হয়তো বলাও হবে না কোনোদিন।
ছবিঃ ফেসবুক
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝিনি ।
২| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১
কাল্পনিক_ভাবনা বলেছেন: ভালো লেগেছে ।
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন ।
৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
গেম চেঞ্জার বলেছেন: সাংকেতিক কথা বার্তা!!
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: যেহেতু চরিত্রগুলো সব জীবিত!
৪| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: আমিও তও বুঝিনি ভাইয়ু!
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: এবার বুঝেছি । সে আমার ফ্রেন্ডলিস্ট এ আছে । তাকে জানানো সম্ভব না, জানানো উচিতও হবেনা । সে আরেক ইতিহাস!
৫| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
দইজ্জার তুআন বলেছেন: সু..য়া কোড ব্রেক করার চেষ্টা করছি................
সুরাইয়া ছাড়া কিছু মাথায় আসছেনা,,,
কইয়া ফালান দাদা,খামখা লেট কৈরা পরে ট্রেনডাই ছুইট্টা যাইব।
সুমায় গেলে সাধন হৈবনা সাধুদা
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: হয়নি, তবে কাছাকাছি!
এখন বলেও লাভ নেই! যেদিন গিয়েছে চলে সেদিন কি আর ফিরে আসে?
৬| ১০ ই মে, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: সংকেতে লেখা কিছু শব্দ। ভালোই লাগল।
১০ ই মে, ২০১৬ রাত ১০:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।
৭| ১০ ই মে, ২০১৬ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: আপনি বলেছেন, চরিত্রগুলো সব জীবিত ! তাই হয়তো ...দিয়েছেন।
মোটামুটি লাগল।
১০ ই মে, ২০১৬ রাত ১০:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: পত্র লিখিনা মেলাদিন! একটু চেষ্টা-চরিত্র আর কী!
৮| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বলতে না পারার কষ্টটা অনেক বেশি ভোগায়। অনেক বেশি।
১০ ই মে, ২০১৬ রাত ১০:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই ।
৯| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৫০
সোজোন বাদিয়া বলেছেন: ভাল লাগল, কবিতা হয়ে উঠেছে।
১০ ই মে, ২০১৬ রাত ১০:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: মনের দুঃখগাথার বহিঃপ্রকাশ আর কী!
১০| ১০ ই মে, ২০১৬ রাত ১০:১২
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
সাংকেতিক ।
সম্ভবত রাই ( সু....য়া ) বিনোদিনীরা এমনই হয় ।
চী...ন এর প্রাচীরের মতোই লম্বা আর আঁকাবাঁকা মানুষের মন । মাথা ন্যাড়া জেনেও বারবার বেলতলা যায় ।
১০ ই মে, ২০১৬ রাত ১০:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন ।
১১| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
এই অবস্হা? আমি জানি না এগুলো কি আধুনিক সাহিত্য, নাকি হতাশার চিঠি!
১১ ই মে, ২০১৬ সকাল ৯:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সাহিত্য না, ব্যক্তিগত স্মৃতিচারণ । খোলা চিঠিও বলতে পারেন । তবে আপনাকে এখানে দেখে বিস্মিত হলাম!
১২| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:১৪
নীলপরি বলেছেন: এতো কান্ডের পরও যখন তিনি বন্ধুই আছেন তখন এই দু:খ যেন আরোপিত লাগছে ।
মনে পড়ে না মনে পরে হবে ?
লেখনী ভালো লেগেছে । ++
ভাগ্যিস চিঠিটা সু য়াকে দেননি !
দিলে এডিট করে দেবেন। ন , চী সবার কথা বাদ দিয়ে। যদি উনি আপনাকে গোয়েন্দা ভাবেন!
অযাচিত জ্ঞান দেওয়ার জন্য দু:খিত। আশাকরি নিজগুনে নাফ করে দেবেন ।
অনেক শুভকামনা ।
১১ ই মে, ২০১৬ সকাল ৯:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আরোপিতই হতে পারে । সময় গেলে সাধন হবেনা!
১৩| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:১৬
নীলপরি বলেছেন: মাফ করে দেবেন। আগে টাইপো ভুল করেছি।
১১ ই মে, ২০১৬ সকাল ৯:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মাফ চাওয়ার কী আছে? আমি কি মুরুব্বি নাকি?
১৪| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অব্যক্ত ভালবাসার আর্তনাদ!!!!
হায়! এখনো হয়নি বলা... বলে ফেলুন ভায়া
মনেরে আর কত কষ্ট দেবেন? বেচারাওতো হাপিয়ে উঠেছে বোধ করি
১১ ই মে, ২০১৬ সকাল ১০:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়,
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?
এতদিনে সবকিছু বদলে গেছে!
১৫| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন উত্তর!!
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়,
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?
হুম! সময় বড় নিষ্ঠুর! হারানো স্মৃতি আর জাবর কাটাই যত সূখ। হারানো সময় আর ফেরেনা!!!!!!!!!!!!!!!!!!
১১ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভৃগু ভাই!
১৬| ১১ ই মে, ২০১৬ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগে আছি; আমাকে পোস্ট লিখতে দিচ্ছে না, এটুকুই; সব সময় লেখাও ভালো নয়!
১১ ই মে, ২০১৬ রাত ১১:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: লিখতে না দেওয়ার কারণ কী? বিষয়বস্তুতে বৈচিত্র্য আনুন ।
১৭| ১১ ই মে, ২০১৬ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
সামু আমার পোস্ট ব্যান তুলে নিয়েছে
১১ ই মে, ২০১৬ রাত ১১:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দুই একদিন অন্তর অন্তর পোস্ট দিন! প্রতিদিন পোস্ট দেওয়ার কী দরকার? আর সতর্কভাবে মন্তব্য করুন । আর আপনার সব পোস্ট পড়ারই বা কী দরকার?
১৮| ১১ ই মে, ২০১৬ রাত ১১:১০
মনিরা সুলতানা বলেছেন: সময় গেলে সাধন হবে না ..
১১ ই মে, ২০১৬ রাত ১১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: দিন থাকতে দিনের সাধন কেন করলেনা?"
ঠিকই বলেছেন, আপা!
১৯| ১১ ই মে, ২০১৬ রাত ১১:২১
জেন রসি বলেছেন: সে আশা করি জেনে গেছে।
আপডেট খবর বলেন।
১১ ই মে, ২০১৬ রাত ১১:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: জানেনা । আপডেট খবর এই, আজও তাকে এক নজর দেখেছি ।
২০| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:২৯
তামান্না তাবাসসুম বলেছেন: আহা! কৈশরের প্রেম।
নাম গুলো আবিস্কারের চেষ্টায় আছি
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম অনুরাগের স্মৃতি কখনো ভোলা যায়না!
২১| ১৩ ই মে, ২০১৬ রাত ৩:০২
সচেতনহ্যাপী বলেছেন: কোন একদিন আমিও প্রতিক্ষায় থাকতাম ভরদুপুরে, শুধু একনজর দেখার আশায়।। সেই প্রতিক্ষার শেষ হতো কয়েক মুহর্তেই।। সবশেষ হলেও স্মৃতিটুকু আজো রয়ে গেছে।।
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: যেদিন চলে যায় ফিরে আসেনা । স্মৃতির পাতায় অমলিন!
২২| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন: বাহ!দারুণ লিখেছেন।
বেশ হয়েছে।
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন ।
২৩| ২২ শে মে, ২০১৬ রাত ১২:০৬
সিলা বলেছেন: আহা.... কি মনে করিয়ে দিলেন
কেউতোনাই তাই ভারা করে মানুষ এনে কাঁদতে ইচ্ছে করছে!!!
বরবেসি মিল চলেন হতমেলাই
২২ শে মে, ২০১৬ সকাল ৮:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাড়া করে আনবি মানুষ
কান্দিতে মোর লাশের পাশে,
চারিদিকে রাখবি খবর
সে না যেন দেখতে আসে ।
সে যদি পায় গো খবর,
ক্যামনে দিবি লাশের কবর?
আমারে যে জাগতে হবে
যদি গো তার নয়ন ভাসে!"
২৪| ২২ শে মে, ২০১৬ সকাল ৯:৩৯
সিলা বলেছেন: হাহা.... স্কুলে জাওয়ার সময় সুনতাম চায়ের দোকানে এই গানটা বাজছে প্রায়ই আজ অনেক দিন পর আপনার কাছে দেখে মনে পরল
২২ শে মে, ২০১৬ সকাল ১১:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: গানটা ভালো ছিলো, তাই না? মনির খান একদা আমার প্রিয় শিল্পী ছিলো ।
২৫| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:০৩
সিলা বলেছেন: এটাতো বড়মানুষ দের গান তাই মরম টা বুঝতামনা তেমন তবে এখন মনেহয় ভালই তবে মনির খানের গান আমারো ভালোলাগে।ছোট বেলা দেখতাম ওনার গান অনেক জনপ্রিয় ছিল।
২২ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মনির খানের গান এখন তেমন শোনা হয়না । রুচির পরিবর্তন হয়ে গেছে বোধহয় । তারপরও আগের কিছু কিছু গান এখনো ভালো লাগে ।
২৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৩:২১
মহা সমন্বয় বলেছেন: তোমাকে ভালো লাগার কথা মুখ ফুটে বলতে পারিনি কখনোই
আশ্চর্য্য তো!! চোখের সামনে এত এত কিছু ঘটে গেল অথচ আপনি শুধু চেয়ে চেয়ে দেখলেন,আর মনে মনে ভালবেসে গেলেন শুধু, মুখ ফুঁটে কিছুই বলতে পারলেন না?? নাকি বলার মত পরিবেশ পান নি? নাকি মনে মনে শুধু মন কলা খেয়ে গেছেন এই ভেবে যে নিঃশ্চই মেয়েটি একদিন আপনাকে তার ভাললাগার কথা জানাবে ভেবে?
আপনি এত অন্তর্মুখী কেন শুনি? আহা.. এ যে বড়ই বিরহ, এ্খন সারা জীবন এই বিরহের আগুনে পুড়েন দেখেন কেমন লাগে অবশ্য ভালু হইসে, তা না হলে কি আর আমরা একজন কবি পেতাম??
এই ধরেন গান শুনেন আর ভাবতেই থাকেন
বিশেষ দ্রষ্টব্য- গিয়ান দেয়া অনেক সহজ কিন্তু বাস্তবতা বহুত কঠিন
০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অাসলেই বাস্তবতা অনেক কঠিন! অন্তর্মুখী ছিলাম বলেই জানাতে পারিনি ভালো লাগার কথা! এখন মাঝে মধ্যে দেখা হলে বুকটা কেমন যেন করে!
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
নীলপরি বলেছেন: এটা তো পড়েছিলাম । আর নতুন লেখাটাতে তো চিন্তার পরিবর্তন হয়েছে মনে হোলো !
যাক যা হয়েছে হয়ত ভালোই হয়েছে ! এতো বলে বোঝাতে হলে বোধহয় না বলাই ভালো ।
শুভকামনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা আপনার জন্যও ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: ভাইয়া চিঠিটা কি ভুল করে ফেসবুক ইনবক্সের বদলে এইখানে দিয়ে ফেললে!
সু...য়া আর তোমার জন্য শুভকামনা!