নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মায়া

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬


ওদের ওখানে থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো তূর্য্য । ওর দাদা তূর্য্যের নিকটাত্মীয় হন । অন্যখানে বাসা রেখে হয়তো থাকা যেতো, এমনকি বাসা ঠিকও করে রাখা হয়েছিলো; কিন্তু উনি তূর্য্যকে সেখানে থাকতে দেননি- জোর করে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ।
মেয়েটার নাম ছিলো স্বর্ণালি । বয়েস এগারো কিংবা বারোর মতো । তূর্য্যকে খুবই জ্বালাতন করতো সে । পড়তে বসলে, এমনকি খেতে বসলেও । কোথাও ঘুরতে গেলে সেও তার সাথে যাওয়ার বায়না ধরতো সবসময় । তূর্য্যের সাথে ঘুমাতেও চাইতো । প্রথম প্রথম চোখ বুজে সব সহ্য করলেও একসময় প্রতিবাদী হয়ে উঠে তূর্য্য, সজোরে ধমকায়; কখনো কখনো ঘর থেকে জোর করে বের করে দেয় । কিছুক্ষণ পর অাবার সেই পূর্বের অবস্থানে ফিরে অাসে মেয়েটা । তূর্য্যের বইপত্র কেড়ে নিয়ে যায় । চঞ্চলা স্বর্ণাকে তাড়াতে নিষ্ফল হয়ে একসময় বিছানায় চুপচাপ শুয়ে থাকে তূর্য্য । এবার সে তূর্য্যের মাথার কাছে এসে দাঁড়ায়, পরম যত্নে চুলে হাত বুলিয়ে দেয়; বিলি কেটে দেয় । তূর্য্য অার কিছু বলে না । অারাম পেয়ে ঘুমিয়ে পড়ে ।
একদিন দুপুরের খাবারের পর ঘুমিয়েছিলো তূর্য্য, স্বর্ণাও চুপচাপ তার পাশেই ঘুমিয়েছিলো । স্বর্ণা যে কখন এসে ঘুমিয়েছে, তূর্য্য টেরই পায়নি । যাহোক, ঘুম ভাঙার পর হাত-মুখ ধুয়ে পড়তে বসলো তূর্য্য । কিছুক্ষণ পর দেখা গেলো মহারাণী হাজির । শাড়ি পরে এসেছে । তূর্য্যকে জিজ্ঞেস করলো, "কেমন লাগছে, ভাইয়া?"
তূর্য্য বললো, "বোন, তোমাকে অপূর্ব রুপবতী লাগছে । এবার তুমি অামাকে নিষ্কৃতি দাও ।"
স্বর্ণা মুখটা গোমড়া করে চলে গেলো ।
অন্যদিনের ঘটনা । বাইরে থেকে এসে তূর্য্যের শরীর খুব ক্লান্ত । ঘুমিয়ে পড়েছিলো । হঠাৎ স্বর্ণার চেঁচামেচিতে ঘুম ভাঙলো । অাবার জ্বালাতন করতে এসেছে । তূর্য্য বিরক্ত হয়ে কষে একটা থাপ্পড় মারলো ওর ফর্সা চিবুকে । কাঁদতে কাঁদতে চলে গেলো সে ।
রাত দশটার দিকে ওর মা এসে তূর্য্যকে জিজ্ঞেস করলেন, "স্বর্ণার কী হয়েছে?" তূর্য্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, "কেন?"
উনি বললেন, "সারাদিন ধরে কাঁদছে । কাঁদার কারণ জিজ্ঞেস করলে কিছু বলে না ।"
হঠাৎ তূর্য্যের মনে পড়লো, সে তো ওকে চপেটাঘাত করেছে, বকা দিয়েছে । মামীকে (স্বর্ণার মাকে মামী, বাবাকে মামা, দাদাকে নানা অার দাদীকে নানী ডাকতো তূর্য্য) বললো ঘটনাটা । উনি চুপ হয়ে গেলেন, একটু পর জিজ্ঞেস করলেন, "খুব দুষ্টুমি করেছিলো বোধহয়, না?"
নিজের অাচরণে খুব কষ্ট পেলো তূর্য্য । "অামি কী করে পারলাম এতটুকুন একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে?" সে জানে, মামী-মামা তাকে কখনোই কিছু বলবেন না । কারণ, তাঁরা জানেন, বিনা অপরাধে সে স্বর্ণাকে শাস্তি দেয়নি । অনুতপ্ত হলো তূর্য্য ।
এরপর অার কখনো স্বর্ণার গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা বকা পর্যন্ত দেয়নি তূর্য্য । মেয়েটা তাকে অাপন ভাইয়ের মতোই ভালোবাসতো । ওদের বাড়ি ছেড়ে অাসার পরও বহুদিন ওর সাথে তূর্য্যের যোগাযোগ ছিলো ।

৪ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মায়ার প্রভাবপ্রতিপত্তি দুর্দান্ত।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সে আর বলতে!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর স্মৃতিচারন ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখনি।

অনেক ভালোলাগা রেখে গেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতি মেয়েদের কিছু আলাদা দায়িত্ব দিয়েছে, যা প্রকৃতি কাউকে জানতে দেয় না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি!

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: স্মৃতিচারণে মায়া মমতার চমৎকার বর্ননা। ধন্যবাদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

শামছুল ইসলাম বলেছেন: সংসারে মায়ামমতা আছে বলেই মানুষ আজো ঘরমুখী, বিবাগী নয়।

সুন্দর লেখায়, সুন্দর স্মৃতিচারণ।

ভাল থাকুন। সবসময়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই! মায়া-মমতা অাছে বলে সংসারটাও কতো সুন্দর!
শুভেচ্ছা ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭

সচেতনহ্যাপী বলেছেন: মায়া, মায়াই হয়ে রইলো।।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম, মায়াজাল বুনে আছে সর্বত্রই!

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: কষ্ট করে আবার গিয়ে আমার পোষ্ট লাইক দিয়ে আসার জন্য এখানে আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেলাম । :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ওক্কে!

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

সামিয়া বলেছেন: মিষ্টি গল্প :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: সবই মায়ার খেলা! শুভেচ্ছা রইলো ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

অদৃশ্য বলেছেন:



মায়া ব্যাপারটাই ভিন্ন এক অনুভূতির... গল্প বা স্মৃতি যাই হোক না কেন, বেশ...

শুভকামনা...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন । অনেক অনেক শুভেচ্ছা ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

প্রণব দেবনাথ বলেছেন: মায়া সবই মায়া। ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: গল্পটা বিরহের নয়, ভালবাসার! মায়ার!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

খাঁজা বাবা বলেছেন: মায়া

০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়ার আজব খেলা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.