নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ সোনার হরিণ

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

সোনার হরিণ
"আমার চাকুরীটা হলে দেখো অন্তত এক টাকা হলেও তোমার বেতনের বেশি হয়। যতোই হোক তুমি তো আমার ছাত্র"। জীবনানন্দ দাশ

বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠি, জনৈক ঘনিষ্ঠ বন্ধু আলফাজ হঠাৎ করেই একটা বেসরকারি কোম্পানিতে সিভি ইমেইল করতে বললো। সাতপাঁচ ভেবে ইমেইল করলো তমাল। আলফাজ বললো, দুয়েকদিনের মধ্যেই ইন্টারভিউএর জন্য ডাকা হবে। তমাল যেন যথাসময়ে ইন্টারভিউ দিতে যায়।

"গাজীপুর শাইনিং পাথ হাইস্কুল" এ ক্লাস নিচ্ছিলো তমাল। সময়টা ঠিক দুপুর। এমন সময় ফোনটা এলো। তমালের কাছে জানতে চাওয়া হলো, সে ওখানে ইন্টারভিউ দিতে আগ্রহী কি না। তমাল জানালো, সে ইন্টারভিউ দেবে।
তারা তাকে তারিখ, সময় আর কোম্পানির অবস্থান বলে দিলো।

ইন্টারভিউ এর কোনপ্রকার প্রিপারেশন নেই। স্কুলের কাজকর্মেই ব্যস্ত থাকতে হয় সারাদিন। এইচআর রিলেটেড কোন বইপত্রও নেই যে একটু উল্টেপাল্টে দেখবে, হালকা-পাতলা পড়ালেখা করবে। সব বাড়িতে রেখে এসেছে। দু বছর আগে কী পড়েছে না পড়েছে কিছুই মনে নেই। ইন্টারভিউতে প্রশ্নের উত্তর কী করে দেবে? এই প্রতিযোগিতার বাজারে নিজেকে ঠিকমতো মেলে ধরতে না পারলে চাকুরি হবে? কোম্পানি নিশ্চয়ই তার মুখ দেখে নিয়োগ দেবে না। দুনিয়া বড় কঠিন, আবেগ-অনুভূতি দিয়ে দুনিয়া চলে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো তমাল।


সকাল থেকেই প্রচন্ড মাথাব্যথা, সাথে গলাব্যথাও। একদম টিকতে পারছিলো না তমাল। মাথাব্যথা হঠাৎ হলেও গলাব্যথাটা আগে থেকেই ছিল কমবেশি। টনসেল এর সমস্যা আছে। কিছু করার নেই। আজ ইন্টারভিউ। রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে।

গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠলো তমাল; কন্ডাকটরকে বললো, গড়গড়িয়া মাস্টারবাড়ি নামিয়ে দিতে।
গাজীপুর চৌরাস্তা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি খুব বেশি দূরে নয়।

পৌনে এক ঘন্টায় পৌঁছে গেল মাওনায়। তাকে বলা হয়েছিলো, মাওনা ফ্লাইওভার থেকে ঢাকার দিকে একটু এগোলেই রাস্তার পশ্চিম পাশের বড় বিল্ডিংটাই কোম্পানির। বড় করে লেখা আছে "মেঘনা নিট কম্পোজিট কোম্পানি লিমিটেড"। পৌঁছতে কোন তেমন সমস্যা হলো না।

ইন্টারভিউ এর জন্য এসেছে," বলতেই দাড়োয়ান গেট খুলে দিলো। পাশেই একটা জায়গায় বসতে দিলো। আরও অনেকের আসার কথা। সবাই আসার আগ পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে।
কিছুক্ষণ পর এক ভদ্রলোক আসতেই বলা হলো, একজন ক্যান্ডিডেট এসেছে।
ভদ্রলোক তমালের দিকে তাকালেন এবং একটা বিল্ডিং এর দোতলায় নিয়ে গেলেন।


অনেক্ষণ হলো বসে আছে তমাল। অফিসের সবাই যে যার কাজে ব্যস্ত। কিছুটা অসহায় বোধ করছিলো সে। একেবারে নিশ্চুপ এক জায়গায় কতক্ষণ বসে থাকা যায়?
ডেস্কে বসা একজন তাকে এইচআর ম্যানেজারের কাছে যেতে বললেন। উনি পাশেই আর একটা ডেস্কে বসা। এর মধ্যে বয়স্কগোছের এক লোক এককাপ লাল চা দিয়ে গেলেন তমালকে। এ মুহুর্তে চা খুব দরকার ছিল। গলাটা খুসখুস করছিলো কি না।

ম্যানেজার সাহেব ব্যস্ত ছিলেন। একটু ফ্রি হয়েই তমালের মুখোমুখি বসলেন। সিভিটা হাতে নিয়ে প্রশ্ন করা শুরু করলেন।
প্রথমেই জিজ্ঞেস করলেন, তমাল নার্ভাস কি না।
তার চেহারা-ছুরত দেখেই উনি বোধহয় বুঝে গিয়েছিলেন সে কিছুটা নার্ভাস। সাহস নিয়ে বললো, না, স্যার।
-আপনাকে দেখেই কিন্তু নার্ভাস মনে হচ্ছে। যাহোক, আমাকে এমনকিছু বলুন যা আপনার সিভিতে উল্লেখ করেন নি?
তমাল একটু থতমত খেলো। কী বলবে ঠিক বুঝতে পারছিলো না। বললো, ঠিক বুঝতে পারি নি, স্যার!
ম্যানেজার ভাবলেন, তমাল ইংরেজিটা বোধহয় বুঝতে পারি নি। যখন বাংলায় জিজ্ঞেস করলেন, তখনও সে নিরুত্তর। উত্তরটা কী হতে পারে?
ভেবেচিন্তে বললো, আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কথা সিভিতে উল্লেখ করি নি।
তমালের উত্তরটা উনার পছন্দ হলো না মনে হয়।
জিজ্ঞেস করলেন, আপনার ফ্রেন্ডলিস্ট এ কয়জন ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড আছে কি না; এগুলো কি উল্লেখ আছে?

তমাল না সূচক উত্তর করতেই উনি তার সিভি থেকে খুঁজে খুঁজে দুটো ভুল বের করলেন। ভুলগুলো আগে খেয়াল করে নি তমাল।
এবার তমালের স্টেন্থ কী জানতে চাইলেন ম্যানেজার। সততা, সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা কঠোর পরিশ্রম আরও কী কী যেন বললো।
'পরিশ্রম' শব্দটা বোধহয় উনার পছন্দ হয় নি। বললেন, রেজাল্ট খারাপ কেন? তমাল একটু বিব্রত হলো।
বললো, স্কুলে পড়ানোর কারণে পড়ালেখা তেমন করতে পারি নি, স্যার।
-আপনার উইকনেস কী?
সরলতা, মানুষের প্রতি বিশ্বাস আরও কয়েকটা বললো।
উনি বললেন এগুলো দুর্বলতা না।

এবার তমালকে জিজ্ঞেস করলেন, লামসাম পে মানে কী?
তমাল বললো।
কমপেনসেশন ম্যানেজমেন্ট থেকে আরও একটা প্রশ্ন করলেন (কমপারেটিভ পে সিস্টেম কী?)। তমালের উত্তরে উনি সন্তুষ্ট হলেন বলে মনে হলো না।

তমাল এখন কোথায় আছে, কী করছে এরকম আরও অনেক প্রশ্ন করলেন। সে উত্তর দিলো।
হঠাৎ একটা জরুরি ফোন আসায় উনি বাইরে চলে গেলেন। যিনি তমালকে দোতলায় নিয়ে গিয়েছিলেন, তিনি এবার প্রশ্ন করা শুরু করলেন। যথাসম্ভব উত্তর দিচ্ছিলো তমাল। একটা ব্যাপার লক্ষ্য করলো, তার বেশিরভাগ উত্তর উনার মনঃপুত হচ্ছে না, আগেরজনেরও হয় নি। কী এক বিপদ!
এবার জিজ্ঞেস করলেন, এক্সপেকটেড সেলারি কত?
তমাল একটা পরিমাণ বললো। এ প্রশ্নের উত্তরও ঠিকমতো হয় নি। উনি নির্দিষ্ট একটা রেঞ্জ বলতে বললেন, তাই বললো তমাল। এর আগে তার পোস্ট কী হবে সেটা জেনে নিলো। উনি জানালেন, জুনিয়র এইচআর এক্সিকিউটিভ।
সেলারি কত হতে পারে? জিজ্ঞেস করতেই বললেন, ফ্রেশার তো, শুরুতে দশ হাজার এর মতো পড়বে।
এরপর জিজ্ঞেস করলেন, তমাল কবে জয়েন করতে পারবে?
তমাল জানালো, সে সবসময়ই প্রস্তুত। সম্ভব হলে দুয়েকদিনের মধ্যেই।

পরিশিষ্টঃ বলা হয়েছিলো শীঘ্রই তমালকে জানানো হবে সে সিলেক্টেড হয়েছে কি না। তমালও মোটামুটি আশাবাদী ছিল, যেহেতু ফ্রেশার নিচ্ছে, একটা সুযোগ হয়তো পেতেও পারে; কোন অভিজ্ঞতা তো আর এখানে লাগছে না।

কয়েকমাস কেটে গেল, কোন ফোন বা ইমেইল আসে নি। তমাল অপেক্ষায় ছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর বুঝি ফুরালো।

না, চাকুরিটা তার হয় নি, হবেও না মনে হয়। কীভাবে বোঝা গেল? দুদিন আগে ফেসবুকে তার ভার্সিটির এক বান্ধবী স্ট্যাটাস দিলো যে সে "মেঘনা নিট কম্পোজিট" এ এইচআর এক্সিকিউটিভ পদে যোগদান করেছে। তার মানে, তমাল যে পোস্ট এ ইন্টারভিউ দিতে গিয়েছিলো, সে-ই পোস্ট এ সে-ও ইন্টারভিউ দিয়েছে। আর ওখানে তার চাকুরিটা হয়ে গেছে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: পিঁপড়াটা বুঝতে পারে নাই

শিকারীকেও মাঝে মাঝে পরিস্থিতির

শিকার হয়ে শিকার হতে হয় ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

করুণাধারা বলেছেন: এটা খুবই দুঃখজনক! মাস্টার্স পাস একটা ছেলেকে কেন চাকরির জন্য এভাবে কষ্ট করতে হবে!!!

শুভকামনা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়াটা বড় কঠিন। কিছু করারও নেই।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: জীবনের গল্প দাদা, বেশ ভালো লাগলো। লিখেছেনও বেশ ভালো করে । তমালদের জন্য কোন সমবেদনা যথেষ্ট নয়। দেশে দেশে হাজার হাজার তমালরা পরিস্থিতি শিকারি হয় এবং হাবুডুবু খেতে খেতে এক সময় তলিয়ে যায় চলমান জীবন থেকে।

শুভকামনা ও ভালবাসা নিবেন দাদা।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: এ জীবন জীবন-সংগ্রাম কখনো শেষ হয় না। চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না মহাকালের ডাক আসে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:

এই প্রতিযোগীতার বাজারে আমরা অসহায় । আবার স্যালারির দিকে তাকালে ভাবতে হয় এত পড়াশুনা করে কি লাভ । ব্যবসা করেলেই তো হয় ।

তবে আজ বাস্তবতা এটাই ।

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন। এত পড়ালেখার কোন মানেই হয় না। সময়ও নষ্ট।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাস্তব গল্প। দেশে আরো বেশী কর্মক্ষেত্র তৈরী করা দরকার।


তমালের বান্ধবী কি নরমালি চাকরিটা পেয়েছিল?

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: যদ্দুর জানা যায়, চাকুরিটা স্বাভাবিকভাবেই পেয়েছে। অবশ্য অন্য কোন ব্যাপার থাকতেও পারে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: জীবন সংগ্রাম । ভালো লিখেছেন ।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকবেন।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক কঠিন এই পৃথিবীটা।। আর এটাও বানিয়েছি আমরাই, সমষ্ঠিগত ভাবে।।
কেমন আছেন।। শুভকামনা রইলো।।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: পাওয়া-না পাওয়া, ঘাত-প্রতিঘাতের খেলা সর্বত্রই। এ নিয়েই জীবন।

অনেকদিন হলো আপনার খোঁজ নেই। আমি মোটামুটি আছি। আপনি ভালো আছেন তো? বর্তমান অবস্থা জানাবেন।

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

নীল আকাশ বলেছেন: দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, নির্ঘাত এখন পাশ করে বের হলে চাকরী পেতাম না...... ;)

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: চাকরি এখন সোনার হরিণ!

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ব্যাক্তির ইচ্ছায় চাকুরীতে টারমিনেট করা হয়েছে।। চ্যালেঞ্জ নিয়েছি, টিকে থাকবো বলে।। দোয়া করবেন।।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকবেন। শুভকামনা রইলো। আশা করি সব চড়াই-উতরাই কাটিয়ে ওঠবেন।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা ,

অনেক দিন হল ব্লগে দেখছি না। সেই 8 নভেম্বরের পর কোন পোস্ট নেই। অন্য পোস্টে মন্তব্য তো দেখছি না আপনাকে। শরীর কেমন আছে খোঁজ নিতে এলাম।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনকাল খারাপ যাচ্ছে। নিজেকে এখনও গুছিয়ে নিতে পারি নি। মন-মেজাজ ভালো থাকে না, তাই ব্লগেও আসা হয় না। খোঁজ নিতে এসেছেন দেখে ভালো লাগলো। আশা করি সপরিবারে কুশলেই আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.