নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যারা আত্মহত্যা করে আমি তাদেরকে ঈর্ষা করি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সংসার সমুদ্রে যারা অসহ্য যন্ত্রণা
সইতে না পেরে শেষে আত্মহত্যা করে,
তাদেরকে আমি মনেপ্রাণে ঈর্ষা করি;
ভালোবেসে ফেলি তাদের প্রকারান্তরে।
যদিও নিন্দুকগণ পিছে লেগে আছে,
ভীরু কাপুরুষ বলে ভৎসনা করে;
তাদের পাত্তা দিই না একদম আমি-
যা খুশি বলুক তারা তাচ্ছিল্যের স্বরে।
আমি যখন ক্ষুধার্ত, তেষ্টায় মরছি
কেউ খাবার দেয় নি; একফোঁটা জল
ছিটিয়ে দেয় নি মুখে কেউ মায়া করে-
এখন তবে করছে কেন কোলাহল?
রিক্তের বেদন বুঝতে পারে না কেউ,
সকলেই মুখে ফাঁকা বুলি আওড়ায়;
দৈন্যদশা দেখে কেউ কেউ মজা লুটে-
বস্তুতঃ তারা আগুনে আলু পোড়া খায়।
বাঁচতে সবাই পারে, মরার সাহস
আর ক'জনের আছে নিজেরই হাতে?
পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সগর্বে
ক'জন হারাতে পারে দূর নীলিমাতে?
কখনো কখনো এমন সময় আসে,
বেঁচে থাকা খুব অর্থহীন মনে হয়;
পৃথিবীকে জানিয়ে দেওয়া প্রয়োজন-
কতটা বেঢপ, সে যে কতটা নির্দয়!
সবার জন্য প্রযোজ্য নয় মানুষের হাতে
তৈরি ওই দুষ্পরিবর্তনীয় সংবিধান,
পাপ-পুণ্যের হিসেব চুলোয় পুড়ুক-
নরকই হোক শোকার্তের বাসস্থান।

১৯ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর সদর।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


রুবাইয়াৎ লিখে ওমর খৈয়াম বিশ্ব বিখ্যাত হয়েছেন; উনার পদ্যে জীবনের জয়গান আছে; কারণ, উনি অংকবিদ ও দার্শনিক ছিলেন; তিনি মানুষের জীবনকে লজিক্যালী ভাবতে পেরেছেন; আপনি উনার জীবনী বুঝার চেষ্ট করেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: নৈরাশ্যবাদীর পক্ষে জীবনের জয়গান গাওয়া কঠিন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মিথী_মারজান বলেছেন: আমিও ওদের সাহসিকতাকে ঈর্ষা করি।
তবে তারচেয়েও বেশি ভালোবাসি ওদের।

কবিতায় ভালোলাগা রইলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসারই জয় হোক তবে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: দাদা,

কবিতা ভালো লিখেছেন ; তবে বিষয়টার সঙ্গে সহমত নই। সত্যিই তো নিঃসঙ্গতা যখন পেয়ে বসে মানবতা শব্দটি তখন তাদের কাছে অলীক হয়ে যায়। চাই একটু উষ্ঞতা!! একজনকেও যেন আগামীতে অরিত্রী হতে না হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবন যবে ঝিমিয়ে পড়ে
নৈরাশ্যের রাগে;
সবকিছুই যে অর্থহীন,
এলোমেলো লাগে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আত্মহত্যা মন্দ কাজ।
আত্মহত্যা মহা পাপ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সরাসরি জাহান্নাম।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগলো ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে কম আসা হয়। সে রামও নেই ওযোধ্যাও নেই।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

আবু তালেব শেখ বলেছেন: আসলে সহজে কেউ পৃথিবীর মায়া ছাড়তে চাইনা। তবে কেউ তুচ্ছ ঘটনাকেও বড় ভেবে ভুল সিদ্ধান্ত ন্যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঐ ক্রান্তিকালে নিজেকে মানিয়ে নেয়া খুব কঠিন। তাই তো এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে দেখা যায় অনেককেই।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: চিত্ত আকুল হবে অনুক্ষন- অকারণ ‘দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহডোরে বাঁধিব’ বাঁধনবিহীন সে যে বাঁধন- অকারণ মায়াবন বিহারীনি হরিনী ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক অকারণে নয়, যথেষ্ট কারণও থাকে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে ।
বিষয়টা বিতর্কিত । ব্যপ্তিও অনেক । তবে তারা সাহসী বলতে পারছি না । বেঁচে থাকাটাই সাহসের ।

শুভকামনা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে থাকাটাই সাহসের।" ভালো বলেছেন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: ভাবছি , এই টপিক নিয়ে একটা পোষ্ট দেবো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পজিটিভ থিঙ্কিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.